![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মিজান। তথ্যপ্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। যদিও এই বিষয়ে আমি শিশু মাত্র। তবুও নতুন কিছু জানার বা শিখার আশায় আমার এই আগ্রহ।
মুসল্লিগন ওযু করে মসজিদে ঢুকে দু'রাকাত দাখিলিল মসজিদ নামাজ আদায় করে চুপচাপ বসে পড়ছেন। কেউ বা কোরআন হাতে নিয়ে মৃদু সুরে তেলোয়াত করছেন। যথাসময়ে খতিব এসে খুৎবা পড়ে নামাজ শেষ করলেন। ব্যস, এতোটুকুই। এটা হচ্ছে সৌদিআরবের জুমার নামাজের দৃশ্য।
আর আমাদের দেশে কি হচ্ছে? আযানের আগে মাইক দিয়ে ডাকাডাকি হয়(সব জায়গায় নয়)। খুৎবার আগে সুরে সুরে ওয়াজ হয়। মসজিদ, মাদ্রাসার জন্য চাদা তোলা হয়, নামাজ শেষে সম্মিলিত ভাবে উচ্চস্বরে জিকির হয়, দোয়া হয়, তবারক বিতরণ হয়, আবার তবারক নিয়ে কাড়াকাড়ি হয়, মসজিদের ভিতর হৈচৈ হয়। এটা হচ্ছে বাংলাদেশের জুমার নামাজের দৃশ্য।
০৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৩
মিজান আব্দুর রশিদ বলেছেন: ভাই ট্রেডিশন বড়্র বিষয় না। পবিত্র কোরআন ও হাদিস কি বলে সেটাই মুখ্য বিষয়।
২| ০৭ ই জুন, ২০১৪ সকাল ১০:২০
হেডস্যার বলেছেন:
তো ?
০৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৩
মিজান আব্দুর রশিদ বলেছেন: ?
৩| ০৯ ই জুন, ২০১৪ ভোর ৪:১৫
কামরুল ইসলাম রুবেল বলেছেন: সৌদির সাথে তুলনা দিতে আপত্তি আছে। সমালোচনা বা সঠিক পথ বাতলাতে আপত্তি নেই। কিন্তু সৌদিরা.........ওয়াক থুহ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৪
রাহাত লতিফ তৌসিফ বলেছেন: ট্র্যাডিশন চাইলেই পাল্টানো যায় না।