নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার চাহিদা যত কম,সে তত বেশী সুখী

একজন নিরীহ প্রজাতির মানুষ

মিজান আব্দুর রশিদ

আমি মিজান। তথ্যপ্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। যদিও এই বিষয়ে আমি শিশু মাত্র। তবুও নতুন কিছু জানার বা শিখার আশায় আমার এই আগ্রহ।

মিজান আব্দুর রশিদ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ফুটবলের উদ্ভোধনী অনুষ্ঠান ও আমার ভাবনা

১৩ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

জানি আমার এই পোস্টটা অনেকেরই পছন্দ হবেনা। তারপরও লিখছি। কেন লিখছি জানিনা। গতরাতে বিশ্বকাপ ফুটবলের শুভ(?) উদ্ভোধন হয়ে গেল। আর সেই আকর্ষণীয় উদ্ভোধনী অনুষ্ঠান দেখতে নিশ্চয় আপনার পরিবারের সদস্যরাও আপনার সাথে অপেক্ষায় ছিল। ছোট ভাই-বোন, আপনার আদরের সন্তান কিংবা শ্রদ্ধেয় বাবা-মা? কিন্তু যখন দেখলেন দুই বেশ্যা, নর্তকী অর্ধ উলংগ হয়ে অশ্লীল অংগি-ভংগীতে নেচে গেয়ে আসর জমিয়ে ফেলেছে, তখন আপনার ছোট ভাই-বোনটিকে, আপনার সন্তান কিংবা আপনার বাবা-মাকে সংগে নিয়ে কেমন উপভোগ করলেন এই দুই নর্তকীর উলংগ নাচ-গান? আপনার ঠিক ঐ মুহুর্তের অনুভুতিটা আশা করি জানাবেন। আজকে আমাদের এই সমাজে যে যত অশালীনতায়, অশ্লীলতায় নিজেকে জড়িয়ে রেখেছে সে তত ভদ্র, সমাজের সম্মানিত ব্যক্তি। অশ্লীলতা থেকে আপনি পালাতে চাইলেও পারবেননা, অশ্লীলতা আপনার পিছু ছাড়বেনা। মনে রাখবেন, আপনি, আমি, আমরা সবাই এখন বসবাস করছি অশ্লীলতায় ভরপুর বিশাল এক বৃত্তের কেন্দ্রবিন্দুতে। এখানটাই আমাদের মতো কিছু সেকেলে চিন্তাধারার মানুষদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সত্যিই কষ্ট হচ্ছে....

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৪ ভোর ৪:১৩

পিচ্চি হুজুর বলেছেন: কিন্তু যখন দেখলেন দুই বেশ্যা, নর্তকী অর্ধ উলংগ হয়ে অশ্লীল অংগি-ভংগীতে নেচে গেয়ে আসর জমিয়ে ফেলেছে, তখন আপনার ছোট ভাই-বোনটিকে, আপনার সন্তান কিংবা আপনার বাবা-মাকে সংগে নিয়ে কেমন উপভোগ করলেন এই দুই নর্তকীর উলংগ নাচ-গান?

ভাই কম ল্যাদান। এইটা ওদের দেশের কালচার। এই দেশে সামারে মেয়েরা টুপিস বিকিনি পইড়া বাইরে শুইয়া রোদ পোহায়। আমার নিজের বাসার সামনেও দেখছি রোদ পোহাইতে। তাই বইলা কেউ বেশ্যা হইয়া যায় না। যস্মিন দেশে যদাচার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.