নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার চাহিদা যত কম,সে তত বেশী সুখী

একজন নিরীহ প্রজাতির মানুষ

মিজান আব্দুর রশিদ

আমি মিজান। তথ্যপ্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসি। যদিও এই বিষয়ে আমি শিশু মাত্র। তবুও নতুন কিছু জানার বা শিখার আশায় আমার এই আগ্রহ।

মিজান আব্দুর রশিদ › বিস্তারিত পোস্টঃ

আপনার এন্ড্রয়েডে যেভাবে হটস্পট চালু করবেন

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৯

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা ? অনেকদিন পর লিখতে বসলাম। আশা করছি লেখাটি আপনাদের উপকারে আসবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি।



অনেকেই আছেন একাধিক ডিভাইসে ইন্টারনেট সংযোগের জন্য রাউটার ইউজ করেন। কিন্তু আপনি কি জানেন আপনার হাতের এন্ড্রয়েড মোবাইলটিকেই আপনি রাউটার হিসাবে ইউজ করতে পারবেন? স্পিডও পাবেন রাউটার থেকে দ্বিগুণ। কারন আপনার মোবাইলের পুরো RAM টাই hotspot এর জন্য কাজ করে ইন্টারনেট স্পিডকে করে সম্পূর্ণ গতিশীল। তাই আপনার মোবাইলের hotspot অপশনটি চালু করে আপনি একাধিক ডিভাইসে কানেকশন নিতে পারেন।

এবার দেখুন কিভাবে চালু করবেন আপনার মোবাইলে থাকা HOTSPOT অপশন →



১→ setting

২→ connection

৩→ tethering and portable hotspot

৪→ portable Wi-Fi hotspot (on/off)



অথবা আপনার মোবাইল স্ক্রিনের টপ লেভেলে থাকা শর্টকাট থেকেও সহজেই hotspot অন করতে পারবেন।



(হটস্পট ব্যবহারের আগে অবশ্যই পাসওয়ার্ড লক করে নিবেন।)



তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন সবাই। আর কারো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন।

ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩৩

আয়রন ম্যান বলেছেন: ধন্যবাদ। দরকারী জিনিস জানা হলো।
ভাই আমি একটা পরামর্শ চাই আপনার কাছে।
আমি একটা এন্ড্রয়েড ফোন কিনতে চাই। আমার বাজেট ২০-২৫ হাজার টাকা। কোনটা নিলে ভাল হয়। যদি একটু পরামর্শ দিতেন, তাহলে উপকৃত হতাম।

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩০

মিজান আব্দুর রশিদ বলেছেন: আমি প্রথমেই আপনাকে বলবো, এন্ড্রয়েড মোবাইল কিনলে সামসাংই আপনার জন্য পারফেক্ট হবে। আর মডেল এর কথা যদি বলি,

১→Samsung Galaxy S Dous ২
২→Samsung Galaxy Core ২
৩→Samsung Galaxy Grand ২

১ নম্বরটা সাড়ে ১২ হাজার টাকার মতো হবে।
২ নম্নরটা মনে হয় ১৬ হাজার টাকার মতো। আর
৩ নম্বরটা একটু দামী। ২১ হাজার ৬ শত টাকার মতো হতে পারে।
এখন সিদ্ধান্ত আপনার। তবে আমার সাজেশন সামসাং গ্যালাক্সি গ্রান্ড টু।

২| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ২:২৫

নূর আদনান বলেছেন: ভাই আমার একটু জানার ছিল, নকিয়া উইনডোস ফোনে কি হটস্পট চালু করা যায়, কিভাবে করবো, জানালে খুব উপকৃত হতাম।
ধন্যবাদ

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৩

মিজান আব্দুর রশিদ বলেছেন: ভাই, আমি উইন্ডোজ ফোন ইউজ করিনা। তাই বলতে পারছিনা। সরি ব্রাদার।

৩| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪২

রওনক বলেছেন: সেইফ হওয়া সত্তেও আমার পোস্ট প্রথম পাতায় আসে না, ৩ মাস ধরে কমপ্লেন ও ফিডবেক দিচ্ছিকাজ হচ্ছে না। তাই বাধ্য হয়ে কমেন্ট ফ্লাডিং করছি।
প্রসঙ্গ: ডায়াবেটিস, মিষ্টি/মিষ্টান্ন বনাম কোমল পানীয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.