নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ য ব র ল ৩২৭

সাধারণ একজন মানুষ।

হ য ব র ল ৩২৭ › বিস্তারিত পোস্টঃ

শহীদ মিনারে আগুন ! এই দুঃখ রাখি কোথায় ?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

পাকিস্তান আমলে শহীদ মিনার ভাঙ্গা হয়েছিলো। ট্যাংকের গোলা দিয়ে উড়িয়ে দেয়া হয়েছিলো। আর আজ স্বাধীন বাংলাদেশে শহীদ মিনারকে আগুনে জ্বলতে দেখতে হল। না , কোন পাকিস্তানী বাহিনী একাজ করে নি। করেছে আমার দেশেরই মানুষ। বাঙ্গালিরা। আমাদেরই ‘ভাইয়েরা’ । এটাও দেখতে হল। এই দুঃখ রাখি কোথায় ?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

ডাব্বা বলেছেন: কোথায়?

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

হাবীব রহমান বলেছেন: সিলেট, রাজশাহী ও ফেণীতে @ ডাব্বা

ধর্মান্ধদের এমন কাণ্ডে আমি স্তব্ধ ও বাকরুদ্ধ।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

টুটুল২০০৮ বলেছেন: ইসলামে কোন মিনার বেদীতে ফুল বা শ্রদ্ধা জানাবার জায়গা নেই । আমরা শুধু আমাদের নামটা্‌ই মুসলান স্টাইলে রাখছি।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

হ য ব র ল ৩২৭ বলেছেন: সোজা কথা বলুন। শহীদ মিনার ভাঙ্গা, আগুন দেয়া আপনি সমর্থন করেন?

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

হাঁড় = ঘাঁড় বলেছেন: ছিড়ছে পতাকা ভাংছে শহীদ মিনার। কাটছে রগ। পুলিশের উপর মুহুর্মূহু বোমা হামলা ও গুলি হচ্ছে। আবার একাত্তর। বেয়াল্লিশ বছর কালসাপ পুষেছি। ছো্বল তো মারবেই।

* ২৫ মার্চ ১৯৭১, গণহত্যা চালানো হয় পুলিশের উপর রাজারবাগে। ২২ ফেব্রুয়ারি ২০১৩, খুন পুলিশ, গুলিবিদ্ধ, আহত।

*১৪ ডিসেম্বর ১৯৭১, জাতির কন্ঠ ও বিবেক বুদ্ধিজীবী হত্যা। ২২ ফেব্রুয়ারি ২০১৩, সাংবাদিকদের উপর বোমা হামলা, সাত সাংবাদিক গুলিবিদ্ধ, ১৫ জন বিভিন্নভাবে আহত। অসংখ্য আক্রমণ।

*একাত্তরে লেখকদের নিশ্চিহ্ন করা হয়, জবাই করে গুলি করে চোখ বেধে মেরে ফেলা হয়। তোরোতে সব অনলাইন লেখককে জবাই করে হত্যা করার ঘোষণা দেয়া হয়।

* ২৫ মার্চ ১৯৭১, গুঁড়িয়ে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ২২ ফেব্রুয়ারি ২০১৩, ভাঙা হল সিলেট ফেণী সহ অনেক জায়গার শহীদ মিনার।

*একাত্তরে জাতীয় পতাকা পোড়ায় জামাত। ২২ ফেব্রুয়ারি তেরোতে জাতীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেয় তারা।

*১৯৭১, হিন্দু দের বিরুদ্ধে যুদ্ধের নামে মুসলমান সহ সব ধরনের বাঙালি হত্যা। ২০১৩, নাস্তিক দের বিরুদ্ধে যুদ্ধের নামে মূলত মুসলমান সহ সব ধরনের বাঙালির উপর সারাদেশে আক্রমণ।

* ‘কোনো ভালো মুসলমান তথাকথিত বাংলাদেশ আন্দোলনের সমর্থক হতে পারে না।’- গোলাম আযম, ৭১ সালের ৩১ আগস্ট। 'কোন ভালো মুসলমান তথাকথিত শাহবাগ আন্দোলনের সমর্থক হতে পারে না।'- জামায়াতে ইসলামী, ২০১৩।

* পাকিস্তান রক্ষার জন্য গৃহযুদ্ধে নামে জামাত একাত্তরে। যারা যুদ্ধে গণহত্যা চালিয়েছিল তাদের রক্ষার জন্য আবার গৃহযুদ্ধ ঘোষণা করে জানুয়ারি তেরোতে।

*দুই থেকে চার লক্ষ মা বোনকে বেশ্যা ঘোষণা দিয়ে নয়মাস ধর্ষণ করে জামাত ও সমমনা পাকিস্তানিরা। শাহবাগে যাওয়া সব নারীকে বেশ্যা ঘোষণা করে তেরো সালের জামাত ও সমমনা দলেরা।

*পাকিস্তানে জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর গণহত্যার দায়ে ফাঁসির আদেশ হয়। সেই ফাঁসি বাদ হয়ে যায়। তেরোতে সাড়ে তিনশ হত্যার নির্দেশদাতা কাদের মোল্লার ফঁাসির বদলে যাবজ্জীবন দন্ড হয়।

*একাত্তরে মাওলানা ভাষাণীর মত ধর্মপ্রাণ মুসলমানরা জামাতের বিরুদ্ধে তথ্য তুলে ধরেন। তেরোতে মুসলিমরা আবারো জামায়াতকে ধর্মদ্রোহী ঘোষণা করেন।

একাত্তরে জামায়াত পরাজিত। এবার কি হবে?

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

ডাব্বা বলেছেন: @টুটুল২০০৮: জামাতে ইসলাম ছাড়া অন্য ইসলামে কি ধর্ষন, লুটতরাজের অনুমতি আছে?

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

প্রগতিশীল ইকবাল বলেছেন: Shahhe minar na.....prozonon+nastiker astana jalaise............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.