![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের শাসকগোষ্ঠী যতই তাদের যুক্তি, বলা ভাল গোঁয়ার্তুমি দেখাক না কেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা নিয়ে , বিশ্ব কিন্তু ঠিকই জানছে কি হতে যাচ্ছে সেখানে। বিশ্বের শীর্ষস্থানীয় ম্যাগাজিনগুলোর একটি টাইম ম্যাগাজিন রীতিমতো নিবন্ধ ছাপিয়েছে এ ব্যাপারে। আর তা পড়েছে অগনিত মানুষ। লজ্জার তিলক পড়ছে আমাদের কপালে। তারপরও দুঃখ তাতেও আটকাচ্ছে না এ প্রোজেক্ট। সেদিন বোধহয় বেশী দূরে নেই, যেদিন আমাদের বলার মত গৌরব, এই সুন্দরবন, যেটা কিনা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, সেটা ধংসের জন্য বিশ্ব আমাদেরই ধিক্কার জানাবে। লজ্জায় মুখ লুকোনোর জায়গা থাকবে না আমাদের।
দেখুন View this link
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯
অনিক বলেছেন: এরা চোখে ঠুলি পরেছে, কোন কিছুই এরা দেখেনা, দেখলেও না দেখার ভাণ করে। সুন্দরবন ধ্বংশের পায়তারা করেই যাবে, বাঙালীর অহংকার করার মতো কিছুই এরা অবশিষ্ট রাখবে না। এমন একটা আত্মঘাতি কর্মকান্ডের জন্য শেখ মুজিবের আত্মাও কষ্ট পাবে। মানুষের দেশপ্রেম আজ রসাতলে যেতে বসেছে।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০০
কাঙ্গাল মুরশিদ বলেছেন: বাংলায় একটা প্রবাদ আছে: যেমন কুকুর তেমন মুগুর।
আড়িয়াল বিলে বিমান বন্দর বানাতে গিয়ে যেমন ঝাড়ুপিটা খেয়েছিল তেমন কিছু না হলে এ'দের শিক্ষা হবে না।
আসুন শক্ত প্রতিরোধ গড়েতুলি এই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: রামপাল তাপ বিদ্যুত প্রকল্পে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদন হয়েছে।
রামপালে স্থিতাবস্থা চেয়ে রিট
এইটা একটা সুখবর। দেখা যাক। আদালত শৈষ পর্যন্ত দেশপ্রেমের প্রতীক হতে পারে কিনা।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭
হেডস্যার বলেছেন:
প্রত্যেক ঘন্টায় লোডশেডিং দিতেছে....যাতে পাবলিক মনে করে বিদ্যুৎ কেন্দ্র আসলেই দরকার।
সরকার পাবলিকরে ভুদাই মনে করে...
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
আমাবর্ষার চাঁদ বলেছেন: প্রত্যেক ঘন্টায় লোডশেডিং দিতেছে....যাতে পাবলিক মনে করে বিদ্যুৎ কেন্দ্র আসলেই দরকার।
সরকার পাবলিকরে ভুদাই মনে করে....... ঠিক
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
সোহানী বলেছেন: ধিক্কার জানাই এমন সিদ্ধান্তের..........