নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ য ব র ল ৩২৭

সাধারণ একজন মানুষ।

হ য ব র ল ৩২৭ › বিস্তারিত পোস্টঃ

কালাকানুন । শিকার হতে পারেন আপনিও! :(

০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৪

হ্যাঁ, দেশে এক কালাকানুন পাস হয়েছে । এর প্রথম শিকার হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। আগের মত ইন্টারনেটে যা খুশি তাই লিখতে পারবেন না। :-/ আমিও পারব না। লিখলে খবর আছে! বিনা ওয়ারেন্টে গ্রেফতার হতে পারেন। । :-/ :-/ শিকার হতে পারি আমিও!! কিচ্ছুটি করার নেই। দেশ চলছে আজব উটের পীঠে! সুতরাং, সাধু সাবধান!! তবে একটি কথা। সেটি অবশ্য অনেকেই জানেন। যারা এই কালাকানুন চালু করেছে , তাদের কেউও যে এর শিকার হতে পারে একসময় সেকথা তারা ভুলে গেছেন। কথায় আছে পাপ বাপেরেও ছাড়ে না। X( হ্যাঁ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) বিল ২০১৩ এর কথাই হচ্ছে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৬

ডুবুরি বলেছেন: যদিও আইনের ধারা-উপধারাগুলো পড়ে দেখিনি , শুধুমাত্র আলোচনা-সমালোচনা শুনে এবং প্রবন্ধ-নিবন্ধ পড়ে যেটুকু বুঝতে পারলাম, এ আইনের ভয়ঙ্কর অপব্যবহার হওয়ার সম্ভাবনা প্রবল। রাহাজানি-রগকাটা-গাড়ি ভাংচুর (উদাহরণ মাত্র) করেও কিস্যু হবেনা, পার পেয়ে যাবেন তরতর করে... অথচ এ আইন বা এর আওতায় যে শাস্তির পারণাম তা রীতিমত ভয়াবহ...

০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২২

হ য ব র ল ৩২৭ বলেছেন: ঠিক বলেছেন। কথা হচ্ছে এই আইন পাসের মধ্য দিয়ে যে কিরকম খারাপ একটি অধ্যায়ের সূচনা হল তা বলে বোঝানো মুশকিল। এটা শাসকগোষ্ঠী চালু করেছে নিজেদের প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে। যাতে কেউ তাদের সমালোচনা করতে না পারে।

২| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৯

ডুবুরি বলেছেন: সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ডের বিধান!!!

৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৬

হাসিব০৭ বলেছেন: বা................লে................র.......................শা.............ল

মানে

বা-------------ক---------------শা------------ল

৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯

জানা বলেছেন:

কেন? কোন আইন সেটা উল্লেখ না করার কি আছে? এটা উল্লেখ করলে কোন গুনাহ (!) বা অজামিনযোগ্য ৭ কিংবা ১৪ বছর জেল অন্তত হওয়ার মত যুগে আমরা নেই। আমরাতো আর গুহায় বাস করি না বা প্রস্তরের যুগেও বাস করিনা!!!

এটা হলো, ২০০৬ এ রচিত (!!) কালো আই সি টি এ্যাক্ট যা এই ২০১৩ সালে এসে তাতে আরও কিছু কালো যুক্ত করে এই অক্টোবরে পাশ হয়েছে। :(



৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৩

সেলিম আনোয়ার বলেছেন: এখনো কালাকানুন হয়।এদেশের মানুষকে কালাকানুনে বেধে রাখতে হবে।এটা কি ধরণের প্রশাসনিক ফর্মূলা। কেনই বা এমনটা করা লাগবে।দেশের মানুষতো শান্তিপ্রিয়। তাদের উপর কেন এই কালোকে আর কালো কর্মসূচী। :)

৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০২

বাংলার আকাশ বলেছেন: ভাই একটু বিস্তারিত বলবেন.. বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি দোষ করেছিল । কি করলে কি শাস্তি হবে জানালে ভাল হতো ।

৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৩

ম্যাংগো পিপল বলেছেন: এখনতো নেট ইউজ করতেও ভয় লাগে B:-) B:-)

যদি কোন আই.ডি হ্যাক হয়, আর হ্যাকার আমার আই.ডি ব্যবহার করে কোন অন্যায় করে, তাইলেতো আমারে ধরবো X( X( X(

৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১০

এম আর ইকবাল বলেছেন: আইন কালো কি সাদা সেটা ব্যবহারের্ উপর নিভর্র ।আপনি কি মনে করেন বি এন পি সরকার এলে এ আইন বাতিল করে দেবে ।

আমাদের মনে রাখতে হবে স্বাধীনতার ও একটা সীমানা আছে ।আমার স্বাধীনতা যেন আরেকজনের স্বাধীনতা নষ্ট না করে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.