নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ য ব র ল ৩২৭

সাধারণ একজন মানুষ।

হ য ব র ল ৩২৭ › বিস্তারিত পোস্টঃ

পাইরেটস অব বাংলাদেশ।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২৩

আমাদের প্রিয় বাংলাদেশ আজ দস্যুদের দেশ। দস্যুরা ক্ষমতায়। দস্যুরা ক্ষমতার বিরোধিতায়। দস্যুরা সবজায়গায়। দস্যুদের হাতে আজ মানুষ মরে অকারণে। বিনা দোষে। দস্যুরা ক্ষমতাশালীদের ছত্রছায়া পায়। দস্যুরা তাদের বিরধিতাকারিদের ছত্রছায়া পায়। দস্যুরা তাণ্ডব চালাচ্ছে সারাদেশজুড়ে। সবাই এই দস্যু , এই পাইরেটসদের হাতে জিম্মি। তাদের ত্রাসের শিকার। তাদের ইচ্ছের কাছে অসহায়। আমরা যতই বলি না কেন আমাদের দেশ অপরাধিদের অভয়ারণ্য হতে পারে না, বাস্তবে কিন্তু তাই হয়ে গেছে। যত কিছুই এদের বিরুদ্ধে বলি না কেন কোন কিছুই কাজে আসবে না। কারণ ওরা যে ক্ষমতাশালী, ওরা যে পাইরেটস । ওরা নিজেদের ভেতর মারামারি করতে গিয়ে মারবে আমাদের। পুড়িয়ে কাবাব বানাবে আমাদের। রক্তের হোলি খেলবে আমাদের। আমি আপনি যে কেউই এদের এই ব্লাডি গেমসের শিকার হতে পারি। ওরা গনতন্ত্রের কথা বলবে। কিন্তু কেউই কথায়-কাজে-আচরণে গণতন্ত্রী নয়। ওরা ইসলামের কথা বলবে। কিন্তু কেউই কথায়-কাজে ইসলামী আদর্শ অনুসরণ করে না। ইসলামের নাম ভাঙ্গিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করবে। ওরা সমাজতন্ত্রের কথা বলবে। কিন্তু কাজের ক্ষেত্রে কেউই সমাজতন্ত্রের আদর্শ পালন করে না। এবং করবেও না।

এক দল আছে গনতন্ত্রের নাম মুখে নিয়ে আপোষহীন হয়ে বসে থাকবে। দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করাবে। লুটে খাবে দেশের অর্থনীতি। রাজাকারদের ক্ষমতার অংশীদার করবে। আর তাদের সযত্নে লালন করবে যারা ইসলামের নাম করে শরিয়া আইন চাই দোহাই দিয়ে বোমা মেরে মানুষ মারবে। ওরা ইসলামের নামে জঙ্গিবাদ লালন-পালন করবে।

আবার আরেক দল দেশের স্বার্থ বিকিয়ে দেবে ভারতের হাতে। শেয়ারবাজার কেলেঙ্কারি করে ব্যবসায়ীদের মাথায় হাত তোলাবে। সীমান্তে গুলি খেয়ে ফেলানিরা মরে ঝুলে থাকবে আর তাদের দায়িত্বশীল মন্ত্রীদের কাছ থেকে শোনা যাবে রাষ্ট্র এ নিয়ে চিন্তিত নয়। বাঙ্গালীর গৌরব সুন্দরবন নষ্ট করার জন্য বিদ্যুতের দোহাই দিয়ে কয়লার বিদ্যুতের প্ল্যান্ট বসাবে সুন্দরবনে। যুদ্ধপরাধের ইস্যু তুলে মানুষের মুক্তিযুদ্ধের সেন্টিমেণ্ট নিয়ে খেলবে।



আর নির্বাচনের সময় এলে ক্ষমতা দখলের কামড়াকামড়ি করে আমাদের জীবন করে তুলবে অতিষ্ঠ।

আর আমরাও কম নই। এদের মধ্যে কে ভাল সেটা নিয়ে আমরা নিজেরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করি, কেউই যে ভাল না সব দেখে শুনেও। একবার একপক্ষের উপর চটে গিয়ে অন্যপক্ষকে ভোট দেই। পরের বার তাদের উপর চটে গিয়ে আবার এই পক্ষকে ভোট দেই। ভুলে যাই যে সবাই ভণ্ড। সবাই পাইরেটস । সবাই দস্যু। এই বাংলাদেশটা ওদের। ওরা সবাই পাইরেটস অব বাংলাদেশ। ব্লাডি পাইরেটস!! X(( X((

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫২

ড. মোস্তাফিজুর রহমান বলেছেন: সমাধান কি ভাই

২| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫২

এম আর ইকবাল বলেছেন:
রাজনীতি এখন রাজনীতিবীদদের হাতে নেই ।
অর্থ এবং ক্ষমতার মোহ তারা তাদের বিক্রি করে দিয়েছেন
ডনদের কাছে ।
তাই তারা কোন সিন্ধান্ত ও ঠিকমত দিতে পারেন না ।
প্রভুর নিদ্দের্শ পেলে তারা মধ্যরাতে র্কমসূচি পাল্টান।

সকালের কথা দুপুরে বদলে যায় ।

নির্বাচন করবো না বললেও সন্ধ্যায় মন্ত্রীতের জন্য লাইনে থাকেন ।

হায় স্বদেশ ।হায় জনগণ ।

জনগণ এখানে ভেড়ার পাল তাদের কাছে ।

তারা মরলে কারো কিছু আসে যায় না ।



৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৭

puronodin বলেছেন: এই মূহু্র্তে দেশের সবচেয়ে বড় দস্যু হলো "শেখ হাসিনা"

৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

স্যার ... বলেছেন: আমার জীবনে আমি ৩২ টা ভোট দিয়েছি আওয়ামিলীগে, নির্বাচনে
ভোট চাইতামও। কিন্তু এখন যে মানুষ মারার রাজনীতি চলছে তাতে আওয়ামিলীগও সমান দায়ী। যদি আমি প্রধানমন্ত্রী হতাম আর এভাবে মানুষ মারার ঘটনা ঘটতো তবে ক্ষমতা তো ছাড়তামই বরং চিরতরেই রাজনীতিও ছাড়তাম। কষ্টে আমার ঘুম আসে না, ভবঘু্রে হতে ইচ্ছা করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.