নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ য ব র ল ৩২৭

সাধারণ একজন মানুষ।

হ য ব র ল ৩২৭ › বিস্তারিত পোস্টঃ

এতো ভয়াবহ মানুষ পোড়ানোর হরতাল অবরোধ দেখিনি।

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২২

হরতাল অবরোধ আগেও হয়েছে। কিন্তু এবারের মত কোনটাই এতো ভয়াবহ ভাবে দেখা যায় নি। সবচেয়ে খারাপ যে ব্যাপারটা এবারের বেলা দেখা যাচ্ছে তাহল পেট্রোল বোমা দিয়ে নিরীহ সাধারণ মানুষ পুড়িয়ে মারাটা, যেটা আমাদের ভায়ওলেন্সপূর্ণ রাজনীতিতে আরেকটা মাত্রা যোগ করেছে। জানিনা কি লাভ এই ঘৃণ্য কাজ কারবারের। অসুস্থ রাজনীতি অসুস্থ হতে হতে কতটা নিচু পর্যায়ে নামলে এরকম দেখতে হতে পারে সেটাই হোল ভাববার বিষয়। এই সাধারণ মানুষগুলো, কেউ তো সরকারপক্ষ বা সরকারবিরোধীপক্ষ কারোর পক্ষে নয়। তবু কেন তাদের ওপর এই আক্রমণ? এই পুড়ে যাওয়া মানুষগুলোকে দেখতে এতো কষ্ট হয় যে চেয়ে থাকাটাও সম্ভব হয় না। যদিও কেন কি ঘটছে তা জানি কিন্তু এতো তো আর চেপে রাখতে পারিনা নিজেকে। হরতাল অবরোধ করে মানুষ পুড়িয়ে, দেশের অর্থনীতির বারোটা বাজিয়ে কোন লাভ করতে চায় রাজনৈতিক দলগুলোর দস্যুরা। নিজেরা তারা কি লাভ পাচ্ছে? কি লাভ পাচ্ছে রাজনৈতিক দলগুলো?

একে তো কোনোভাবে রাজনীতি বলা যায় না। এটা পরিস্কার দস্যুতাবৃত্তি। ক্ষমতার লোভে যে আওয়ামী লীগ - বি এন পি এত নিচুতে নামতে পারে সেটা বোধহয় মানুষকে দেখাতে চায় তারা।

কেউ মন্তব্য করতে চাইলে দয়া করে কেউ আওয়ামী লীগ ভাল বা বি এন পি ভাল বা জামাত ভাল এসব দেখানোর চেষ্টা করবেন না। সবাই সমান।সবাই দায়ী। দোষ কারও চেয়ে কারো কম নয়।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন:
আমিও দেখিনাই

২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

ভোরের সূর্য বলেছেন: দেখবেন কেমন করে। তখন অনেকের জন্ম হয়নি বা অনেক ছোট ছিলেন তাই মনে থাকার কথা না। আমারতো মনে হয় এই ব্লগে ব্লগারদের গড় বয়স ২৩/২৪ এর বেশিনা সে হিসাবে ১৯৯৬সালের অবরোধের সময় বয়স ছিল ৫/৬বছর আর ২০০৪সালে বয়স ছিল(২০০৪সালে ১৯শে জুন হোটেল শেরাটনের সামনে আওয়ামীলীগের ডাকা হরতালে বাস পোড়ানো হয় এবং ১৮জন মানুষ পুড়ে যায়) খুব বেশি হলে ৮/৯বছর তাই অনেকেই অনেক কিছু জানেনা বা মনে নাই।
বিশেষ করে ১৯৯৬সালের পর অবরোধ অনেকেই দেখেন নাই কারণ হয়নি।যাই হোক আসল কথা হল আওয়ামীলীগ বা বিএনপি দুদলই সমান খারাপ।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

আসাদুজ্জামান ইব্রাহি২২১১ বলেছেন: মানুশের প্রাণ যায় কারোও কোন মাথা ব্যথা নেই। হায় দেশ।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

নগর সংগীত বলেছেন: @ভোরের সূর্য: ১৯৯৬ সালে যদি বেশিভাগের বয়স ৫/৬ বছর বয়স থাকে তাহলে ২০০৪ সালে বেশিভাগের বয়স ৮/৯ হয় কি করে? :D

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

ভোরের সূর্য বলেছেন: @নগর সংগীত
ঠিক করে দিলাম ১৯৯৬ সালে যদি বেশিভাগের বয়স ৫/৬ বছর বয়স থাকে তাহলে ২০০৪ সালে বেশিভাগের বয়স ১৩/১৪ ছিল তাই অনেকেই অনেক কিছু জানেনা বা মনে নাই।
এবার আপনি মন্তব্য করুন এই ব্লগের।
ধন্যবাদ।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬

অেসন বলেছেন: সত্যিই দেখিনি। ২০০৪ সালে হরতালের পূর্বরাতে হোটেল শেরাটনের সামনে একটি নির্মম ঘটনা ঘটেছিল। যার উদাহারন বর্তমান বিরোধী দল সবসময় দেয়। কিন্তু ঐরকম নির্মম ঘটনা এখন প্রতিদিন সারাদেশ ব্যাপী আমাদের দেখতে হচ্ছে।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১০

হাসিব০৭ বলেছেন: কালকে তিতুমীর কলেজে ১ম বর্ষের মডেল টেষ্ট অনুষ্ঠীত হবার কথা। স্যারকে ফোন করা হল কিন্তু সে বলল যতকিছুই হোক পরীক্ষা নাকি হবে। কিভাবে পরীক্ষা দিব সেটাই বুঝতে পারতেছি না। তাই ডিসিশন নিলাম পরীক্ষা দিব না। পরীক্ষা থেকে জীবনের মূল্য অনেক বেশী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.