![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ প্রায় একমাস হল দেশে রাজনৈতিক সঙ্ঘাত চলেছে। একতরফা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের একগুঁয়েমি আর বি এন পি - জামাতের লাগাতার হরতালে দেশ এখন পঙ্গুপ্রায়। আগামী নির্বাচন নিয়ে যে খেলা চলছে তাতে করে রাজনৈতিক সঙ্ঘাত কমার তো কোন লক্ষণই নেই, বরং আদৌ নির্বাচন হতে পারবে কিনা সেটাই এখন আশঙ্কা। ধরে নিলাম, যেভাবেই হোক , দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হল। কিন্তু যেই জিতুক নির্বাচনে, ধরে নিলাম বি এন পি জিতল, তারপরও কি তারা শান্তিতে থাকতে দেবে মানুষকে? রাজনৈতিক প্রতিহিংসা কি তাদের মধ্যে কাজ করবে না আওয়ামী লীগের বিরুদ্ধে? আর সেই প্রতিহিংসার বলি কি আমরা সাধারণ মানুষরা হব না? অথবা ধরেই নিলাম যে আওয়ামী লীগ একতরফা নির্বাচন যেমন করেই হোক করে জিতল। তারপরও কি শান্তি আসবে দেশে? রাজনৈতিক প্রতিহিংসা কি আওয়ামী লীগের মধ্যে কাজ করবে না? অথবা বি এন পি জামাত কি ছেড়ে কথা বলবে তাহলে? সব মিলিয়ে যতটুকু ধারণা আমার, নির্বাচন একতরফা হোক আর তথাকথিত সুষ্ঠু নির্বাচন হোক, সঙ্ঘাত থামবে না। দেশ এখন এমন এক জায়াগায় এসে দাঁড়িয়েছে যে দেখে মনে হচ্ছে দীর্ঘমেয়াদী রক্তাক্ত রাজনৈতিক সংঘাতের মধ্যে ঢুকে পড়েছে দেশ। এর থেকে মুক্তি নেই। মুক্তির পথ দেখা যাচ্ছে না।আমার সবথেকে বেশী ভয় যাদি সত্যিকার অর্থেই সেরকম দীর্ঘমেয়াদী সঙ্ঘাত হয় তাহলে দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে। ব্যবসা বানিজ্য বন্ধ হয়ে গেলে যে না খেয়ে মরতে হবে। শেষপর্যন্ত কি জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপ আসবে?
আপনাদের কি অভিমত?
২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
HHH বলেছেন: ্বাংলাদেশকে এই পরিনতির দিকে ঠেলে দেওয়ার জন্য একমাত্র দায়ী সরকারের। যারা বাংলাদেশের মানুষকে একাত্ব করার চেয়ে তাদের বেশি করে বিভক্ত করে গেছে
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
হ য ব র ল ৩২৭ বলেছেন: সরকার পক্ষ কি বিরধি দল উভয়েরই দায় আছে দেশের মানুষকে বিভক্ত করার ব্যাপারে। কেউ কারো চেয়ে কম নয়।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
টাইম কম বলেছেন: সহমত