নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ য ব র ল ৩২৭

সাধারণ একজন মানুষ।

হ য ব র ল ৩২৭ › বিস্তারিত পোস্টঃ

যারা ধুয়া তুলছেন যুদ্ধপরাধের বিচার “স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের” বিচার হয় নাই

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১

যারা ধুয়া তুলছেন যুদ্ধপরাধের বিচার “স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের” বিচার হয় নাই তাদের কাছে আমার প্রশ্ন এই বিচার যদি তথাকথিত স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের হত রায়টাও কি একই আসতোনা? হ্যাঁ , বিচার অনেকটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিন্তু এ বিচারের দায় কি আমাদের ছিলনা? বিতর্কের ব্যাপারটি কারা সবচেয়ে বেশী বলেছে এবং তাদের কর্মকাণ্ড কি ছিল? তারা কি এদেরকে এই অপরাধীদেরকে প্রশ্রয় দেয়নি? তাদের পক্ষ নেয় নি?





মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

পীরসাহেব বলেছেন: সাইদীর মামলায় রাস্ট্রপক্ষের স্বাক্ষীরে কুপাইয়া মারা অবশ্য তাহাদের কাছে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের হইয়াছে :)

২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬

†kL Av‡bvqvi বলেছেন: ৪২ বতসর বনাস জীবন লাভ করেছেন, এই চিন্তা করিয়া ঝুলিয়া পড়েন।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১

হ য ব র ল ৩২৭ বলেছেন: ভাল বলেছেন। :)

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬

নাম বলবো না বলেছেন: অবশেষে একটাকে ঝুলানো হচ্ছে, খুব শান্তি শান্তি লাগছে।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২

হ য ব র ল ৩২৭ বলেছেন: আগে সবকয়টার ফাঁসি হোক, শান্তি তার পরে।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫১

হাসিব০৭ বলেছেন: যদি বিচার করতে চাইত তাহলে সরকার বার বার একই ভুল করত না। যুদ্ধাপরাধীদের বিচার আমিও চাই কিন্তু সেটা হতে হবে নিরপেক্ষ একপেশে হলে সেটা মানতে বিবেক বাধা দিবে সে যত খারাপ লোকই হোক না কেন। আর সকল যুদ্ধাপরাধীদের একই সাথে বিচারের কাঠগড়ায় দাড় করতে হবে তাহলে এদেশের ৯৯% মানুষের স্বীকৃতি পাওয়া যেত কিন্তু এই সরকার করল কি যুদ্ধাপরাধীদের নামে শুধুই জামায়াত আর বিএনপি এর রাজাকার বা নেতাদের ধরল। কেন আওয়ামিলীগের রাজাকার বা যুদ্ধাপরাধীদের ধরল না। এর মানে এটা রাজনৈতিক হয়রানি আমি আবারও বলছি বিচার হলে সবগুলোর হোক এবং জাতি কলঙ্কমুক্ত হোক। শুধু বিরোধীদলের কয়েকটাকে ফাসি দিয়ে আত্মতুষ্টিতে ভোগা যাবে না এবং সেটা আন্তর্জাতিক ভাবেও স্বীকৃতি পাবে না। আমি জানি যদি সকল যুদ্ধাপরাধী অপরাধী হয়ে থাকে তাহলে সবারই ফাসি নিশ্চিত কিন্তু এসব জেনেও সরকার এত ছলছাতুরির আশ্রয় নিল কেন। স্কাইপ কেলেঙ্কারি, রায়ের কপি আগেই প্রকাশ, মিথ্যা সাক্ষি ইত্যাদি করেই জনগনের আস্থা কমিয়ে দিয়েছে। শেষ কথা বলতে সরকাই চায় নি আর এটা নিয়ে একটা নাটক করল আর কি। জনগনকে বোকা বানিয়ে কি আবারও ক্ষমতায় যাওয়া যাবে???? যাবে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.