নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ য ব র ল ৩২৭

সাধারণ একজন মানুষ।

হ য ব র ল ৩২৭ › বিস্তারিত পোস্টঃ

গোলাম আযমের মৃত্যু। যে মৃত্যু শুধু আক্ষেপ বাড়ায়। X(

২৪ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:২৮

অবশেষে মৃত্যু হল রাজাকার শিরোমণি গোলাম আযমের। পটল তুলল বাংলার ইতিহাসের নিকৃষ্টতম সন্তান । না, এই মৃত্যু মেনে নেয়া যায় না। কি মনে করছেন? রাজাকারের পক্ষে লিখছি। নো ব্রাদার, ভুল বুঝবেন না। 'না, এই মৃত্যু মেনে নেয়া যায় না' কথাটা একারনে বললাম, যে বিশাল অপরাধের ছাপ এই বাংলার বুকে রেখে গেল গোলাম আযম তার উপযুক্ত শাস্তি এই বাংলার মানুষ তাকে দিতে পারল না। উল্টো কিছু বাঙ্গালি ( না , এদেরকে বাঙ্গালি বলতে ইচ্ছে করে না) তার মতো নিকৃষ্ট লোকের জন্য দোয়া করতে শুরু করেছে। আক্ষেপের কথা বলছিলাম আমি। আক্ষেপটা এখানেই। দুঃখও বলতে পারেন। আরও অন্যান্য অনেকের মতো আমিও মনে-প্রানে চাই না এর মৃতদেহ বাংলার মাটিতে সমাহিত হোক। কিন্তু অদৃষ্টের নির্মম পরিহাস, দেখবেন এর মৃতদেহ এই বাংলাতেই সমাহিত হবে। বাংলাদেশের লুম্পেন শাসক শ্রেণীর রাজনৈতিক দেউলিয়াত্বের সুযোগ নিয়ে যে গোলাম আযমের মতো কীটের বিশাল সমর্থকবৃন্দ গড়ে উঠেছে তারাই তাকে রীতিমত সম্মান দিয়ে চিরবিদায় জানাবে। তারপর আসবে তারা দলে দলে তার কবর জিয়ারত করতে। তাদের কাছে তিনি ইসলামি আদর্শের সৈনিক। হায় রে আমার স্বাধীন বাংলাদেশ !

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৩০

খেলাঘর বলেছেন:



হায়েনার জীবন আজ শেষ হয়েছে; তার মৃত দেহ যেন বাংলার মাটিতে স্হান না পায়; তার মৃত দেহ তার পরিবার পাবে না; পাবে ৩০ লাখ শহীদদের পরিবার, আড়াই লাখ নির্যাতীত নারীদের পরিবার, ২২ হাজার শহীদ মুক্তিযোদ্ধার পরিবার; তাঁরাই ঠিক করবেন যে, এই বিষাক্ত পদার্থকে কোথায় ফেলা যায়।

২| ২৪ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৪৩

এম মামুন কালাম আজাদ বলেছেন: হায় রে আমার স্বাধীন বাংলাদেশ ! সত্যকথাই বলেছেন পূর্ণ সহমত

৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:১৬

হোদল রাজা বলেছেন: ভাবছিলাম শয়তান নাকি কখনও মরে না....

সবারই মরন আছে। ইভেন শয়তানের..

৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৪২

রাফা বলেছেন: যমদুত এসে বললো -তুই রাজাকার,তুই রাজাকার,তুই রাজাকার।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৪৭

তুষার কাব্য বলেছেন: ইতিহাসের ঘৃন্যতম অপরাধীর এমন মৃত্যু আমরা কেউ চাইনি,কিছুতেই মেনে নিতে পারছিনা..এ লাশের ভার যেন আমার দেশ বহন না করে...

৬| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৪

অপূর্ণ রায়হান বলেছেন: রাজাকারদের নিয়ে একটা 'দুঃসহ স্মৃতি' স্তম্ভ / ঘৃণ্য স্তম্ভ নির্মাণ করা হোক , যেখানে সাধারণ জনগণ ঐ সব রাজাকার স্তম্ভ/মুর্তির গয়ে পাথর ছুঁড়ে মারা জাতীয় কিছু করতে পারবে এবং নতুন প্রজন্ম এইসব রাজাকারদের ব্যাপারে একটা পরিষ্কার ধারনা পাবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.