![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব ভাল করেই জানি এইবার আমারে আপনারা খাইয়া ফেলবেন। ভাল কথা । খান। কিন্তু যে ব্যাপারে কথা বলা উচিৎ বলে আমি মনে করি সেটা আমি বলবই। এতদিন কিছু বলি নাই। বহুজনের বহু 'বিজ্ঞ' মতামত দেখতেসিলাম। আশ্চর্য হয়ে লক্ষ করলাম প্রায় সবখানেই এক শ্রেণীর মানুষ এ ধরনের হত্যাকাণ্ডকে জায়েজ করার জন্য কি ভীষণ প্রচেষ্টাই না চালাচ্ছেন এবং এদের সংখ্যাটা নেহাত কম নয়। অবশ্যই এইসব 'নাস্তিক ব্লগাররা' ইসলামের বিরুদ্ধে যেসব লেখালেখি করেছে সেগুলো কোনোভাবেই সমর্থনযোগ্য না। বরং এধরনের লেখালেখির জন্য তাদের শাস্তি পাওয়া উচিৎ। কিন্তু আমাদের নিজেদের মানসিকতাটা কি দাঁড়াচ্ছে সেটা কখনো যাচাই করে দেখেছেন? যারা তাদের এরকম নৃশংসভাবে মেরেছে তাদের তাদের প্রচুর মানুষ সমর্থন করে চলেছে। সবখানেই এদের সরব উপস্থিতি। আমরা যারা এধরনের খুন সমর্থন করে চলেছি তাদের মানসিকতা তো খুনিয়া মানসিকতা, কোনোভাবেই খুনিদের চেয়ে কম ঘৃণ্য নয়। তাহলে পাকিস্তানিদের মানসিকতার সাথে আমাদের পার্থক্য থাকলো কোথায়? মনে আছে, সেদেশের পাঞ্জাবের গভর্নর সালমান তাসিরকে হত্যা করার পর পাকিস্তানিরা ব্যাপক উল্লাস করেছিলো। আমাদের দেশেও এখন দেখছি প্রায় সেরকম মানসিকতার প্রতিফলন ঘটছে। অথচ আমাদের তো এরকম হওয়ার কথা না। আমরা নির্বিরোধী বাঙ্গালী মুসলমান জাতি, আমাদের তো এরকম অসহিষ্ণু হওয়ার কথা না। তাছাড়া ইসলামও তো এধরনের হত্যাকাণ্ড সমর্থন করে না। তাহলে আমরা কি অমানুষ হয়ে যাচ্ছি ?
১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২০
হ য ব র ল ৩২৭ বলেছেন: হুমম, আমরা 'ধার্মিক' । বটে ! বড় কঠিন অসহিষ্ণু ধার্মিক।
২| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২০
নিয়েল হিমু বলেছেন: এই চাপা উল্লাসের অপর নাম বোধহয় সমর্থন ।
১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২১
হ য ব র ল ৩২৭ বলেছেন: ঠিক।
৩| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩১
পলাশ_গমেজ বলেছেন: ভয় পেলে কি আর এদেশ স্বাধীন হত?
১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৪
হ য ব র ল ৩২৭ বলেছেন: তখন তো আর এখনকার মতো এরকম ভয় ছিল না। সমাজের যা অবস্থা দাঁড়িয়েছেএখন তো সবদিকেই ভয়। ঘরে ভয়, বাইরে ভয়। পুরো বাংলাদেশ আজ হয়ে দাঁড়িয়েছে ভীতির জনপদ। এই ভয় থেকে কবে স্বাধীন হব, মুক্তি পাব বলতে পারেন?
৪| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৭
লেখোয়াড়. বলেছেন:
কিছু কিছু অমানুষ অবশ্যই আছে। তবে তাদের ভয় পেয়ে তো নিজের চলাচল বন্ধ করতে পারি না।
সুদিন একদিন আসবেই, তবে আমাদের দেশে অনেক দেরী হবে।
১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
হ য ব র ল ৩২৭ বলেছেন: সুদিনের এতো দেরী কেন হে পাঞ্জেরী?
৫| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৪
নতুন বলেছেন: মানুষ হত্যার বিচার যারা দাবি করেনা। তারা মানুষ হয় কিভাবে? কবে যে আমাদের মানুষ বুঝবে।
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩২
হ য ব র ল ৩২৭ বলেছেন: দাবি করাটা সবারই উচিৎ। একের পর এক হত্যাকাণ্ড হয়ে চলেছে কিন্তু বিচার না হওয়ার কারনেই। কিন্তু এই হত্যাকাণ্ডগুলোর বিচার দাবি করতে গেলেই আবার এক দল লোক ধর্মের ঝাণ্ডা উঁচিয়ে তেড়ে আসবে যারা দাবি করবে তাদের দিকে। 'অ্যাঁ, নাস্তিক হত্যার আবার বিচার কিসের?' সমস্যা সেখানেই।
৬| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৪
হামিদ আহসান বলেছেন: বিচার কেন হবে না .....?
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৯
হ য ব র ল ৩২৭ বলেছেন: অনেক কিছুরই তো বিচার আমাদের দেশে হয় না। তার উপর এরকম স্পর্শকাতর একটা ব্যাপার। দেখা যাবে হেফাজতে ইসলামের মতো দলগুলো আবার কোনও বিশাল কর্মসূচী দিয়ে বসেছে ধর্মীয় আবেগকে পুঁজি করে। আবার এদিকে সরকারও দেখা যাচ্ছে মোটেই উৎসাহী নয় এধরনের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেদিকে। বোধহয় উগ্র ধর্মবাদীদের ভয়ে সবাই সিটিয়ে আছে।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Amra omanush na, amra 'dharmik'.