![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেপাল , যে দেশটা আমাদের চেয়েও বেশী নির্ভরশীল ভারতের উপর , আমাদের চেয়েও অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদেরও দাঁড়াবার মতো ,রাস্তায় নেমে কথা বলার মতো সাহস আছে ভারতের মতো আধিপত্যবাদী রাষ্ট্রের উপর! কিন্তু আমাদের দেশের মানুষের নাই। দেশটির নতুন সংবিধান প্রণয়ন নিয়ে ভারতের অনানুষ্ঠানিক অবরোধ আরোপের পর তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।নেপালের নাগরিকরা বলছেন, ভারত দেশটিতে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। অল্প কিছুদিন আগেই তারা রাস্তায় নেমেছিল নেপালের উপর ভারতীয় আধিপত্যের প্রতিবাদে। উপরের ছবিগুলো সেটারই। অথচ নেপালের থেকে আমরা কোনও অংশেই ভারতীয় নিষ্পেষণের শিকার কম হই না। তারপরও আমাদের সাহস হয়না ভারতের বিপক্ষে কথা বলার। সেই সাহস থাকলে আওয়ামী লিগারদের মতো ভারতীয় দালাল থাকলেও আমাদের ঠেকাইতে পারতো না। হায়রে বাঙ্গালী ! আর এই আমরাই কত গর্ব করি পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নিয়ে।
দেখুন
view this link
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১১
অপু দ্যা গ্রেট বলেছেন: হমম । আমরা আমাদের স্বত্ত্বাকে ভুলে গেছি ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৯
হ য ব র ল ৩২৭ বলেছেন: তাইতো মনে হচ্ছে।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৫
আহমেদ জী এস বলেছেন: হ য ব র ল ৩২৭ ,
সাধারন মানুষ এসব নিয়ে ভাবার মতো জ্ঞান রাখেনা । এদেরকে চালনা করতে হয় । কিন্তু চালাবেনটা কে ? দেশের বিশেষ শ্রেনী দুটো প্রজাতিতে বিভক্ত । এই দুটো প্রজাতির অধঃস্তনরাই দুই শিখন্ডির লেজুড় বৃত্তি করে আখের গোছাতে ব্যস্ত । পাবলিকের কি হলো এসবে তাদের কিচ্ছু যায় আসেনা ।
সুতরাং আপনাকে আমাকে "হায়রে বাঙ্গালী " বলে কপাল চাপড়াতে হবে আরো শত বছর ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১২
হ য ব র ল ৩২৭ বলেছেন: সাধারন মানুষ এসব নিয়ে ভাবার মতো জ্ঞান রাখেনা বলে আমাদের পক্ষে এব্যাপারে কোনও আন্দোলন গড়ে তোলা কঠিন। কারন সবার আগে এই সাধারণ মানুষদেরই এসব ব্যাপারে সচেতনতা আসতে হবে। তারপরে আন্দোলন।সাধারণ মানুষের মধ্যে যদি সচেতনতা তৈরি না হয় তাহলে শুধু ভারতের বিপক্ষে কেন, কোনও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যাবেনা। নেপালে যারা ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তারা কিন্তু সবাই অসাধারন মানুষ নন। সাধারণ মানুষ। কিন্তু সচেতন।
আসলে সমস্যা আমাদের নিজেদের ভেতরেই। চিন্তা- চেতনায় আমরা কম সচেতন বলেই দেশের শাসকগোষ্ঠী তথা রাজনৈতিক দলগুলো আমাদের সহজেই বিভক্ত করে ফেলতে পারে। চিন্তা- চেতনায় আমরা অনগ্রসর বলেই রাজনীতি বলুন, অর্থনীতি বলুন আর সামাজিক অবস্থা বলুন সবদিকেই আমাদের দুরবস্থা, সবদিকেই আমরা পিছিয়ে আছি, দেশের ঘাড়ে আওয়ামী লীগ, বি এন পি , জামাতের মতো ভারত- পাকিস্তানের দালালরা জগদ্দল পাথরের মতো জেঁকে বসে আছে। সমাজকে ঠিকমতো নেতৃত্ব দেওয়ার মতো বিকল্প শক্তি গড়ে উঠছে না।
আসলেই "হায়রে বাঙ্গালী " বলে কপাল চাপড়ানো ছাড়া উপায় নেই।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের চেয়েও অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদেরও দাঁড়াবার মতো ,রাস্তায় নেমে কথা বলার মতো সাহস আছে ভারতের মতো আধিপত্যবাদী রাষ্ট্রের উপর! কিন্তু আমাদের দেশের মানুষের নাই।
আমজনতার মনে এরচে বেশী ঘৃণা আছে
কিন্তু বুর্জোয়া দালাল আর ক্ষমতাশালীদের চাটুকারীতায় আমজনতার দাবী চাপা পড়ে আছে। যেমন হেরে গেছিল স্বাধীন হায়দ্রাবাদ, এখনো লড়ছে কাশ্মীর... আমজনতার বিপরিতে দাড়ানো পুতুল নেতৃত্ব নিয়ে- আমরাও সেই পথে!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৭
হ য ব র ল ৩২৭ বলেছেন: আপনার আগেরজনের মন্তব্যের উত্তরে যা বলেছিলাম সেটার সুত্র ধরেই বলছি - এসব ব্যাপারে এই আমজনতাকেই সচেতন হতে হবে। কাশ্মীরের মতো রাজ্যের মানুষেরা যে এতো এই দীর্ঘ ৬০ বছরেরও বেশী সময় ধরে ভারতের বিপক্ষে দাঁড়িয়ে আছে তার মূলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে সচেতনতা থাকাটা শক্তি যুগিয়ে যাচ্ছে।কাশ্মীর কেন মুক্ত হতে পারেনি সেটি অবশ্য ভিন্ন বিতর্ক। তবে আমার বলার পয়েন্ট হল সচেতনতা তৈরি হওয়া । মানুষ সচেতন হলে কোনও না কোনও উপায়, কোনও না কোনও পথ বেরিয়ে আসবেই। বিকল্প শক্তি গড়ে উঠবে। তখন আর বুর্জোয়া দালাল আর ক্ষমতাশালীদের চাটুকারীতায় আমজনতার দাবী চাপা পড়ে থাকতে পারবে না। সেটা না হলে এইসব পুতুল সরকারের হাতে চিরকাল বন্দী হয়ে থাকতে হবে আর ভোগান্তি সহ্য করতে হবে।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪২
প্রামানিক বলেছেন: সাহস আছে বটে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৮
হ য ব র ল ৩২৭ বলেছেন: অবশ্যই । নাহলে এভাবে আন্দোলনে শামিল হতে পারতো না নেপালের মানুষেরা।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৭
সেয়ানা ০১ বলেছেন: নেপালের সরকার ভারতের দালাল নয় তা-ই মানুষ প্রতিবাদ করতে পারে নির্ভয়ে, বাংলাদেশে ভারতের দালাল সরকার , ভারতের বিরুদ্বে তিপাই মুখ বাধ নিয়ে লং মার্চ করাতে গুম হল ইলিয়াছ আলী আর জেলে পঁচে মরছে মাহমুদুর রহমান !!
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৫
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো বলেছেন ।