নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন নামের মোমবাতিটা টিমটিমিয়ে জ্বলছে--\n দমকা হাওয়ায় আয়ুর শিখা নিভুনিভু করছে---\nউষ্ণ আলো বুকের মাঝে ঠান্ডা হবে একদিন--\n বৃষ্টির ছাটে স্মৃতির রেখা মুছে যাবে যেদিন----

লা-তাহ্‌যান

লা-হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থঃ করো শক্তি নেই(দুঃখ কষ্ট দূর করার ও বিপদ আপদে বাঁচাবার) এবং কারো ক্ষমতা নেই(সুখ ও সম্পদ প্রদানের)একমাত্র আল্লাহ ছাড়া।

লা-তাহ্‌যান › বিস্তারিত পোস্টঃ

নারীবাদী বুবুজানেরা কোথায়?

২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

যেদেশে প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় প্রধান নারী, সংসদের স্পিকার নারী। সেই দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে নারীকে লাঞ্চিত হতে হয় বোরখা পরার জন্য।দুর্ভাগ্যজনক!!
ইসলামে নাজায়েজ বিষয়গুলো কখনওই কারো জন্য কল্যাণ বয়ে আনে না।দেশের নারী নেতৃত্ব নাজায়েজ। (যে কথা বললাম না বুদ্ধিমানেরা বুঝে নিয়েন)
আর এই যে নারীবাদী বুবুরা, এত যে নারী অধিকার নারী অধিকার বলে সারাদিন গলা ফাটান। এখন কি গলায় ঠাডা পড়ছে? শালীন পোষাক পরতে বললে বলেন যার পোষাক নির্বাচনে তার স্বাধীনতা আছে। যার যা খুশি তাই পরবে, পুরুষেরা না তাকালেই হল । ঢাল তরোয়াল নিয়ে ঝাঁপিয়ে পড়েন, এখন কেন নীরব দর্শক?
নাকি ইসলাম রিলেটেড তাই চুপ?!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

বিজন রয় বলেছেন: নাকি ইসলাম রিলেটেড তাই চুপ?

মনে হয়।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১০

লা-তাহ্‌যান বলেছেন: তারাই ভালো জানেন।

২| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৪

পানিখোর বলেছেন: নারীবাদী নয়, এরা 'ইসলাম বিদ্বেষীর' নারী রূপ।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০

লা-তাহ্‌যান বলেছেন: যথার্থ বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.