![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লা-হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থঃ করো শক্তি নেই(দুঃখ কষ্ট দূর করার ও বিপদ আপদে বাঁচাবার) এবং কারো ক্ষমতা নেই(সুখ ও সম্পদ প্রদানের)একমাত্র আল্লাহ ছাড়া।
আমার মন্তব্যটি কেন মুছে দেওয়া হল? "১ ঘণ্টা ৪০ মিনিটে।তাও রাত ২টা থেকে ৩:৪০
।এর মধ্যে ১১৮৪ বার পঠিত! "এখানে আপত্তিকর কি ছিল? এত অল্প সময়ে পঠিতের পরিমাণটা বেশ আশ্চর্যজনক।অনেকটা বিরল দৃশ্য।যুক্তিপূর্ণ উত্তর না দিয়ে আমার মন্তব্যটি মুছে ফেলা আরো রহস্যজনক নয় কি?
২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
লা-তাহ্যান বলেছেন: হা হা হা!
কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো, ১ ঘন্টা ৪০ মিনিটে হাজারের অধিক পঠিত হয় কিভাবে?
২| ২৩ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৮
চলতি নিয়ম বলেছেন: আপনি কি প্রশ্ন করেছিলেন ?
২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
লা-তাহ্যান বলেছেন: আমি প্রথম মন্তব্যে শুধু বিস্ময় প্রকাশ করেছিলাম যে ১ ঘন্টায় হাজারের অধিক পঠিত বিরল তাই।স্ক্রিনশটে দেখা যাচ্ছে।যেটা উনি মুছে দিয়েছেন।
আর পরের মন্তব্যে প্রশ্ন করেছি যে প্রথম মন্তব্যটি কেন মুছে দিলেন।
৩| ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
শূণ্য পুরাণ বলেছেন: উত্তর পান নি?
২৩ শে জুন, ২০১৬ রাত ৮:২৬
লা-তাহ্যান বলেছেন: ব্লগে ত সবই পাব্লিক। উত্তর পেয়েছি কি না পেয়েছি আপনারা সবাই ই জানতে পারছেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৪
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: এই সিপাহসালার একজন বীর যোদ্ধা। ইচ্ছে হলেই তিনি কাইট্টা ফালান। ওখানে আমার কমেন্ট ব্লক করে রেখেছে দীর্ঘদিন। আফসোস, তার পোস্ট দেখলেই হাগার-হাগার মানুষ ঝাপাইয়া পড়ে, কিন্তু আমি কমেন্ট করতে পারি না।