![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরে নিলাম বর্তমান সরকার পদত্যাগ করে বি,এন,পির দাবী অনুসারে নির্দলীয় তত্ত্ববধায় সরকারের অধীনে নির্বাচন হবে, কিন্তু বি,এন,পি কি হিসাব করে দেখেছে অতীতের জাতীয় চারটি ১৯৯১-১৯৯৬-২০০১-২০০৮ নির্বাচনের ভোট যুদ্ধে ফলাফল।
দেখুন তাহলে গত চারটি জাতীয় নির্বাচনের ভোট যুদ্ধের ফলাফল ।
১৯৯১ সালের নির্বাচন।
***************************************
বি,এন,পির অবস্থান
প্রাপ্ত ভোটের শতকার হার ৩০.৮%
আসন - ১৪০
আওয়ামীলীগের অবস্থান
প্রাপ্ত ভোটের শতকরা হার ৩০.১%
আসন - ৮৮
জামাত ইসলামী
প্রাপ্ত ভোটের শত করা হার- ১২.১%
আসন - ১৮
জাতীয় পাটি -
প্রাপ্ত ভোটের শত করা হার-১১.৯%
আসন -৩৫
১৯৯৬ সালের জাতীয় নির্বাচন। (জুন ১৯৯৬)
********************************************
বি,এন,পির অবস্থান -
প্রাপ্ত ভোটের শতকার হার - ৩৩.৬%
আসন - ১১৬
আওয়ামীলীগের আবস্থান
প্রাপ্ত ভোটের শতকরা হার ৩৭.৪৪%
আসন - ১৪৬
জামাত ইসলামী
প্রাপ্ত ভোটের শত করা হার- ৮.৬১%
আসন - ৩
জাতীয় পাটি -
প্রাপ্ত ভোটের শত করা হার- ১৬.৪০%
আসন -৩২
২০০১ সালের জাতীয় নির্বাচন
*****************************************
বিএনপির অবস্থান ( চার দল মিলে)
প্রাপ্ত ভোটের শতকার হার ৪১.৪০%
আসন - ১৯৩
আওয়ামীলীগের (একক) আবস্থান
প্রাপ্ত ভোটের শতকরা হার - ৪০.০২%
আসন - ৬২
জামাত ইসলামী
প্রাপ্ত ভোটের শত করা হার- ৪.২৮%
আসন - ১৭
জাতীয় পাটি -
প্রাপ্ত ভোটের শত করা হার- ৭.২২
আসন -১৪
২০০৮ সালের জাতীয় নির্বাচন
********************************************
বিএন,পির অবস্থান ( চারদল মিলে)
প্রাপ্ত ভোটের শতকার হার - ৩৩.২০%
আসন - ৩০
আওয়ামীলীগের আবস্থান (মোহাজোট মিলে)
প্রাপ্ত ভোটের শতকরা হার - ৪৯.০০%
আসন - ২৩০
জামাত ইসলামী ( চারদল মিলে)
প্রাপ্ত ভোটের শত করা হার- ৪.৬০%
আসন - ২
জাতীয় পাটি - ( মোহাজোট মিলে)
প্রাপ্ত ভোটের শত করা হার- ৭.০০%
আসন -৩০
১৯৯১ হতে আজ পর্যন্ত ৪ টি নির্বাচনের ব্স্তব হিসাব ক্যালকুলেশন করলে দেখা যায় যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামীলীগ জোটবদ্ব ভাবে করতো, তাতে দেখা যায় মহাজোট সুষ্পষ্ট ভাবে বিএনপির ৪ দলীয় জোটের তুলনায় অনেক এগিয়ে থাকতো।
গত ৪ টি নির্বাচনে ১৯৯১, ১৯৯৬(জুন), ২০০১ ও ২০০৮
বিএনপি ২ বার ও আওয়ামীলীগ ২ বার জয়ী হয়।
যদি বিগত ৪ টি নির্বাচন ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ বিএনপি ও আওয়ামীলীগ জোট বদ্ব করতো তাতে দেখা য়ায় শুধূ মাত্র ১৯৯১ সালে বিএনপি, জামাত আওয়ামীলীগের তুলনায় এগিয়ে ছিল
বাকি ৩ টি ( ১৯৯৬ , ২০০১ ও ২০০৮ )নির্বাচনে আওযামীলীগ ও জাতীয় পাটির মোট শত করা প্রাপ্ত ভোট বিএনপি ও জামাতের তুলনায় অনেক বেশী এগিয়ে থাকতো ।
অর্থাৎ বিএনপি, জামাত ২০০১ সালে ক্ষমতায় যেতে পারতো না। যদি ২০০১ সালে আলীগ জোট বদ্ব হয়ে নির্বাচন করতো
সুতরাং আগামী নির্বাচন বিএনপি, জামাত শতকরা ১০০% নিশ্চত পরাজয় করবে।
আওয়মীলীগ সরকারের যতই আন্দোলন হোক এত বড় একটি ব্যাবধান কে ডিঙ্গীয়ে যেতে পারাটা বিএনপি জন্য মারাত্বক কঠিন হবে ।
যদি বিগত ৪ টি নির্বাচন বড় দু-দলে যদি জোট বদ্ব হয়ে করতো তার ফল কি হত তা একবার তুলনা মুলক চিত্র দেখুন
মোট প্রাপ্ত ভোটের শতকরা হিসাব।
১৯৯১
বিএনপি ৩০ .৮০ + জামাত ১২.১০ = ৪২.৯০%
আলীগ ৩০.১০ + জাপা ১১.৯০ = ৪২.০০%
-----------------------------------------------------------
বিএনপি জামাত এগিয়ে ০০.৯০%
১৯৯৬ (জুন)
বিএনপি ৩৩.৬০+ জামাত ৮.৬১ = ৪২.২১%
আলীগ ৩৭.৪৪ + জাপা ১৬.৪০= ৫৪.৮০%
-----------------------------------------------------------
আলীগ জাপা এগিয়ে ১২.৫৯%
২০০১
বিএনপি ৪১.৪০ + জামাত ৪.২৮ = ৪৫.৬৮%
আলীগ ৪০.০২ + জাপা ৭.২২ = ৪৭.৬৮%
-----------------------------------------------------------
আলীগ জাপা এগিয়ে ১.৫৬%
২০০৮
বিএনপি ৩৩.২০+ জামাত ৪.৬০ = ৩৭.৮০%
আলীগ ৪৯.০০+ জাপা ৭.০০= ৫৬.০০%
-----------------------------------------------------------
আলীগ জাপা এগিয়ে ১৮.২০%
মোট কথা হলো যদি আওয়ামীলীগ ২০০৮ এর মত নির্বাচনে অংশ নেয় এবং সাথে ছোট ছোট আরো কিছু দলকে জোট বন্ধ করতে পারে বি,এন,পি কপালে কি আছে তা নিজেরাই ভাল করে হিসাব করে দেখুন।
সুতারাং , উশৃঙ্খল আর বিশৃঙ্খলতা, জ্বালাও পোড়াও, গাড়ী ভাংচুর, পুড়িয়ে জীবন্ত মানুষ হত্যা হয়তো আন্দোলন জমাতে পারবে অথবা আন্দোলনে জয়ী হতে পাবে, কিন্তু নির্বাচনে জয়ী হতে পারবে কিনা ভাল করে হিসাব করুন।
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪০
লাতি বলেছেন: বুঝলাম না
২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৮
হাটহাজারী, চট্ট্রগাম। বলেছেন: আওয়ামীলীগ বি,এন,পি সরাসরি ও মুখোমূখী ভোট যুদ্ধে সর্বদা আওয়ামীলীগ এগিয়ে ছিল, আগামীতে থাকে এটা পরিসংখ্যার হিসাব অনুসারে স্পষ্ট,
আওয়ামীলীগ আরো এগিয়ে যেতে পাবে যদি ছোট ছোট কিছু দল মহাজোটে টানতে পারে, সবচেয়ে বড় কথা জামাত শিবির রাজাকার ও উগ্রমৌলবাদী হেফাজত নিয়ে বি,এন,পি উৎশৃঙ্কল আর মারামারি ফাইট করতে পারবে কিন্তু নৈতিক ফাইট কতটুকু করতে পারে তা দেখার বিষয়,
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
লাতি বলেছেন: আপনি একটি দারুণ সুন্দর উক্তি করেছেন,
বি,এন,পি জামাত শিবরি ও রাজাকার আর উগ্রমৌলবাদী হেফাজতকে নিয় পেষী শক্তির ফাইট করতে পারবে, কিন্তু নৈতিক ফাইট করতে পাবে না।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
রাজীব বলেছেন: তাহলে মেয়র ইলেকশন গুলোতে আওয়ামীলীগ কারচুপি করে নিজেদেরকে হারিয়ে দিলো কেন??
নাকি নির্বাচন সংশ্লিষ্ঠ লোক গুলো সব রাজাকার ছিলো ও কারচুপি করে আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছে??
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৮
লাতি বলেছেন: আপনি মেয়র ইলেকশন দেখলেন , কিন্তু একই সময় অনুষ্টিত, চট্টগ্রাম আনোয়ার, কাপাসিয়া, নওগা, রাষ্টপতির ছেড়ে দেওয়া আসন গুলোর কথা উল্লেখ করেন নি,
৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আরে ভাই রাখেন এইসব।হিসাব করে যান সময় যখন আপনার আছে। খেলা দেখেন কি হয় জাতির।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৯
লাতি বলেছেন: চ্যালেঞ্চ গ্রহণ করলাম, শুধু অপেক্ষা থাকুন, আর দেখুন,
৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৮
ধুসর আলো বলেছেন: তুলনামূলক ভাবে বি এন পি থেকে জাতীয় পার্টি অনেক ভাল অবস্থানে, কোন কথা না, আগামিতে এই দুটি দল্কেই ক্ষমতায় দেখতে চাই.।.।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১০
লাতি বলেছেন: আপনার মন্তব্যটি স্পষ্ট বুঝলাম না,
৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০২
আলোকন বলেছেন: কিপ ড্রিমিং, বিচ :>
৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৬
রসায়ন বলেছেন: মন্ত্রী আর এমপিদের নির্বাচনী এলাকাভিত্তিক কার্যক্রম যদি প্রধানমন্ত্রী নিজে মনিটরিং করেন এবং ওয়াদা পূরণে তাদের প্রেসার দেন তবে AWAMI LEAGUE আজীবন ক্ষমতায় থকাতে পারবে ।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১০
লাতি বলেছেন: ১০০% সত্য,
৮| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৮
puronodin বলেছেন: আরে ভাই হিসাব পরে... হাসিনারে আগে নিরপেক্ষ নির্বাচন দিতে বলেন..... এত জিতার কনফিডেন্স থাকলে ভয় কিসের ...দিয়ে দেক নিরপেক্ষ-নি্রদলীয় সরকারের অধীনে নির্বাচন ...
তখন বুঝা যাবে ২০১৩ সালে এসে কি কত ভোট পায়...আতীতের হিসাব টেনে লাভ নাই...।
এখন যারা নতুন ভোটার তারা ছটো ছিলো ..তারা দেখে নাই বা বুঝার বয়স হয় নাই তখনকার আওয়ামী লীগের দুঃশাসন... এই বার দেখেছে...তাই এইবার আর ওই পুরানো হিসেবে কাজ হবে না...
এবং হাসিনা তা জানে ..তাই একদলীয় "ডিজিটাল-বাকশাল" কায়েম করতে চাচ্ছে।
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৪
লাতি বলেছেন: বি,এন,পির জন্মই অসাংবিধানিক ভাবে, অসাংবিধানিক দল অসাংবিধানিক সরকার দাবী করবে এটা স্বাভাবিক, কারণ কয়লা হাজার বার পরিষ্কার করলেও কখনো ময়লা যায় না, এই সব অসাংবিধানক ইস্যুর বিরুদ্ধে ফাইট করা আমাদের কর্তব্য।
৯| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৮
puronodin বলেছেন: লেখক বলেছেন: বি,এন,পির জন্মই অসাংবিধানিক ভাবে, অসাংবিধানিক দল অসাংবিধানিক সরকার দাবী করবে এটা স্বাভাবিক, কারণ কয়লা হাজার বার পরিষ্কার করলেও কখনো ময়লা যায় না, এই সব অসাংবিধানক ইস্যুর বিরুদ্ধে ফাইট করা আমাদের কর্তব্য।
আর এই অসাংবিধানক ইস্যুটি বাংলাদেশে হাসিনাই এনেছে........এর জন্য ১৭৬ দিন হরতাল করেছে..
৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
লাতি বলেছেন: হাসিনা তত্ত্ববধায়ক সরকারের জন্য আন্দোলন করতোনা যদি মাগুড়া নির্বাচটা নিরপেক্ষ ভাবে করতো। তাছাড়া ঐ সময় বি,এন,পির সাথে কেউ ছিলনা, তখণ এই চিত্রই প্রমাণ করে হাসিনার দবী ১০০% যুক্তি ছিল।
১০| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩
মো ঃ আবু সাঈদ বলেছেন: তাহ হইলে ভোলার শাওন এর নির্বাচন কি ছিল????
১১| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭
মো ঃ আবু সাঈদ বলেছেন: দেশের একটি বৃহৎত্তম রাজনৈতিক দলের কার্যালয়ে প্রবেশ করে পুলিশের এহেন বর্বরতা আওয়ামী লীগের পুরনো সংস্কৃতির বর্হিপ্রকাশ
১২| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১
ইছামতির তী্রে বলেছেন: ভাই, এই তথ্যটি দয়া করে মাননীয় প্রধানমন্ত্রিকে জানান। তিনি হয়ত নিরপেক্ষ কাউকে দায়িত্ব দিয়ে নিজে সরে যেতে পারেন। তাহলে আর এই রক্তের হোলি খেলা আর আমাদের দেখতে হবে না। আমরা সাধারণ মানুষ। আমাদের দাবী একটাই, 'শান্তি চাই'।
এই রক্তারক্তি, মানুষ পোড়ানো আর সহ্য করতে পারছি না। দিনে দিনে অসুস্থ হয়ে পরছি।
১৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১২
এই আমি সেই আমি বলেছেন: ভাসমান ভোটারদের কোনদিকে নিবেন । আসলেই তারাই ডিসাইডিং ফ্যাক্টর ।
১৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫
পুরানো আমি বলেছেন: পাকিস্থান বনাম ভারতঃ
ওয়ানডে ম্যাচ খেলেছে ১২৫, টেস্ট খেলেছে ৫৯, টি-২০ খেলেছে ৫ টি
পাকিস্থান ওয়ানডেতে জিতছে ৭১ টি টেস্ট ১২ টি টি-২০ - ১ টি
ভারত ওয়ানডে জিতছে ৫০ টি টেস্ট জিতছে ৯ টি টি-২০ জিতছে ৪ টি
দেখা যায় পাকিস্থান টি-২০ ছাড়া ওয়ানডে এবং টেস্টে ভারতের চেয়ে এগিয়ে।
আই সি সি ওয়ার্ল্ডকাপ র্যাংকিং ২০১৩
টেস্ট
Rank Country Matches Points Rating
1 South Africa 27 3531 131
2 England 38 4407 116
3 India 30 3473 116
4 Pakistan 25 2538 102
5 Australia 33 3318 101
6 West Indies 22 2168 99
7 Sri Lanka 26 2295 88
8 New Zealand 30 2243 75
9 Zimbabwe 11 372 34
10 Bangladesh 16 285 18
ওয়ানডে
Rank Country Matches Points Rating
1 India 53 6535 123
2 Australia 42 4808 114
3 England 42 4671 111
4 Sri Lanka 49 5435 111
5 South Africa 38 4086 108
6 Pakistan 49 4849 99
7 West Indies 41 3639 89
8 New Zealand 32 2679 84
9 Bangladesh 26 2165 83
10 Zimbabwe 26 1439 55
আপনার পরিসংখ্যান ও যুক্তি অনুসারে পাকিস্থানের ইন্ডিয়ার চেয়ে আগায় থাকার কথা ছিলো।
বেগম জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
তামিম ইবনে আমান বলেছেন: এইডা কিছু হইল?