নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

ভোটারদের সমর্থন আ. লীগের পক্ষেই ছিল: মার্কিন জরিপ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৯



সব দল নির্বাচনে অংশ নিলে ক্ষমতাসীন আওয়ামী লীগেরই জেতার সম্ভাবনা ছিল বলে একটি মার্কিন সংস্থার জরিপের ফলাফলে বেরিয়ে এসেছে।



যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অর্থায়নে মার্কিন নীতি-প্রচারক সংস্থা ডেমক্রেসি ইন্টারন্যাশনাল পুরো বাংলাদেশে জরিপটি চালায়। বহুস্তরভিত্তিতে দ্বৈবচয়ন পদ্ধতিতে জরিপটি চালানো হয়।



জরিপের ফলাফলে দেখা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নিলে আওয়ামী লীগ ৪২.৭% ভোট পেত।



ইউএস এআইডি ও ইউকে এআইডির অর্থায়নে পরিচালিত ‘নির্বাচনোত্তর পরিবেশ’ দেশব্যাপী জরিপ ২০১৪ - এর ফলাফল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে আসে রোববার।



জরিপে অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয়: “৫ জানুয়ারির নির্বাচন যদি সম্পূর্ণ অংশগ্রহণমূলক হত, তাহলে কোন রাজনৈতিক দলকে আপনি ভোট দিতেন?”



মোট উত্তরদাতার ৪২.৭% আওয়ামী লীগকে ভোট দিত বলে জানান।



বিএনপিকে ভোট দিতেন ৩৫%।



সিদ্ধান্ত গোপন রাখতে চান ১০.৩%।



জাতীয় পার্টির পক্ষে ৩.৬%।



নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীকে ভোট দেয়ার সুযোগ থাকলে ১.৬% উত্তরদাতা সে-সুযোগ নিতেন।



ভোটার উপস্থিতি ৪০.৭%



সারাদেশের অংশগ্রহণকারীদের ২৩% ভোট দিতে গেছেন বলে জানান। ব্যালটে নির্বাচন হয়েছে শুধু এমন এলাকার ভোটারদের ৪০.৭% ভোটকেন্দ্রে যাওয়ার কথা জানিয়েছেন।



ভোট দিতে কেন যাননি এই প্রশ্নের উত্তরে ১৫% উত্তরদাতা ভোটার সাবেক বিরোধী জোটের ‘বয়কট’ সমর্থনের কথা জানিয়েছেন, ১৫% পছন্দের প্রার্থী না থাকার কথা বলেছেন, ১২% নিরাপত্তাহীনতার কথা বলেছেন।



‘প্রহসনের নির্বাচন’ তাই ভোট দিতে যাইনি - এমনটা বলেছেন ২.৭% উত্তরদাতা।



ভোট দেয়ার একটি প্রধান কারণ বলতে বলা হলে ৩৮% অংশগ্রহণকারী বলেছেন, ভোটাধিকার প্রয়োগের ইচ্ছার কথা, ৩৫% বলছেন সুনাগরিকের দায়িত্ববোধের কথা, ১৯ % বলেছেন পছন্দের দল বা প্রার্থীকে সমর্থনের কথা।

উত্তরদাতা বলছেন, তাদেরকে ভোট দিতে বাধ্য করা হয়েছে।



প্রধান সমস্যা



বাংলাদেশের প্রধান তিনটি সমস্যা কী? এমন প্রশ্নের জবাবে রাজনৈতিক অস্থিরতা (৭২% উত্তরদাতার মতে), দুর্নীতি (৪৩%) এবং অনুন্নত রাস্তাঘাট (৩২%) এর কথা বেশি বলেছেন উত্তরদাতা।



৫ জানুয়ারির নির্বাচনকে তিনটি প্রধান সমস্যার অন্তত একটি বলে মনে করেন ৯% অংশগ্রহণকারী। ১০% এর বেশি মানুষ সংলাপ না হওয়াকে প্রধান সমস্যাত্রয়ীর একটি বলে মনে করেন না।



আশা-নিরাশার সমীকরণ



বাংলাদেশের ‘বিষয়াদি’ কোন দিকে অগ্রসর হচ্ছে, ঠিক নাকি ভুল - এমন প্রশ্নের জবাবে জানুয়ারির ১৪ তারিখের জরিপ অনুযায়ী ২৯% উত্তরদাতা বলেছেন ঠিক দিকে, ৬৯% উত্তরদাতা বলেছেন ভুল দিকে এবং ২% উত্তরদাতা নিশ্চিত নন।



তবে দেশের গন্তব্য বিষয়ে মনোভাবে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকরা সাদা-কালোয় ভাগ হয়ে নেই। আওয়ামী লীগ সমর্থকদের ৫৩% মনে করেছেন দেশ সঠিক দিকে এগুচ্ছে।



বিএনপি সমর্থকদের মধ্যে এরকম মনে করার হার ৯%।

দেশের চলমান বিষয়াদি নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী দেখা গেছে বরিশাল বিভাগের অংশগ্রহণকারীদের (৪৫%)। সবচেয়ে কম আশাবাদী রাজশাহী বিভাগ থেকে অংশ নিয়েছেন যারা (১৮%)।



আশাবাদী উত্তরদাতারা শিক্ষাখাতের উন্নয়নকে সবচেয়ে বেশি তাদের স্বস্তির কারণ হিসেবে উল্লেখ করেন।



১০% জবাব প্রদানকারী যুদ্ধাপরাধীদের বিচারকে তাদের অন্যতম আশার কারণ মনে করছেন।



যারা বলেছেন, দেশের পরিস্থিতি বিবেচনায় দুর্গতি দেখছেন, তারা কারণ হিসেবে রাজনৈতিক সংঘাতকেই এগিয়ে রেখেছেন (৮৯%)।



শতকরা ৪ জন যুদ্ধাপরাধীদের বিচারকেও একটি কারণ মনে করছেন।



সরকারের মেয়াদ



৫ জানুয়ারির নির্বাচনের মধ্যে দিয়ে আসে বর্তমান সরকারকে অত্যন্ত গ্রহণযোগ্য মনে করেন ২৫% উত্তরদাতা, গ্রহণযোগ্য মনে করেন ১৮% ও কম গ্রহণযোগ্য মনে করেন ১৭%। সরকারের গ্রহণযোগ্যতা নেই বলে মনে করেন উত্তরদাতাদের ৪০%।



সরকারের ৫ বছর ক্ষমতায় থাকা উচিত্‌ বলে মত দিয়েছেন ৪০% উত্তরদাতা, ৫৩% মনে করেন এই মেয়াদ সংক্ষেপিত হওয়া উচিত।



৫ বছর মেয়াদ পুরো হওয়ার আগেই নির্বাচন দেয়া উচিত বলে মনে করেন জরিপে অংশ নেয়া ৫৯% ভোটার, ৩৫% এমনটা জরুরি বলে মনে করছেন না।



আওয়ামীলীগ সমর্থকদের ২৭% মেয়াদশেষের আগেই নির্বাচন দেয়া উচিত বলে মনে করেন। বিএনপি সমর্থকদের মধ্যে এমনটা মনে করেন ৯০%, নির্বাচনে যাওয়ার সুযোগ না থাকার পরও জামায়তে ইসলামী সমর্থকদের ৯৫% আবার নির্বাচন চাইছেন



নিরাপত্তাবিধানে সেনা



নিজ নিজ এলাকায় শান্তি ও নিরাপত্তাবিধানে আরো সেনাসদস্য মোতায়েনের ওপর জোর দিয়েছেন ৩১% উত্তরদাতা, আরো সেনা মোতায়েন চাননা ৯%।



তবে যতদিন প্রয়োজন সেনা মোতায়েন চলতে পারে বলে মত দেন শতকরা ৬১ জন৤



বিএনপি-জামায়ত জোটবন্ধন



বিএনপি জামায়তের সঙ্গে সম্পকর্ ছিন্ন করা উচিত্‌? - এ প্রশ্নের উত্তরে ৩২ শতাং হ্যাঁ বলেছেন। বিএনপি কার সঙ্গে জোট বাঁধত তাতে কিছু এসে যায় না বলে মত দিয়েছেন ৪৯%।



এই ফলাফল বিশ্লিষ্ট করে দেখানো হয়েছে যে, জরিপ অনুযায়ী বিএনপি সমর্থকদের মধ্যে যারা নিজ দলের জামাতবিচ্ছিন্নতা প্রত্যাশা করেন তাদের হার ১৭% এর বেশি নয়। জামায়তে ইসলামী সমর্থকদের ০% মনে করেন বিএনপির জামায়তের থেকে বিচ্ছিন্ন হওয়া উচিত।



বিবিধ প্রশ্নমালা



বিএনপির নির্বাচন বর্জন সফল হয়েছে? - এ প্রশ্নের উত্তরে ৩৪% হ্যাঁ, ৫২% না বলেছেন৤



দশম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯৬ এর নির্বাচনের অনুরূপ? ১৬% বলেছেন হ্যাঁ; ৪৮% উত্তরদাতা মনে করেন দুটির পরিস্থিতি ভিন্ন।



Click This Link

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৪

পাঠক১৯৭১ বলেছেন: ঠিক, ভোট সঠিকভাবে করলে শেখ হাসিনা জয়ী হওয়ার কথা ছিল; কিন্তু শেখ হাসিনা তা বিশ্বাস করেনি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২২

লাতি বলেছেন: বি,এন,পি নিজে থেকেই নির্বাচনে না এলে, হাসিনার বিশ্বাস আর অবিশ্বাস দিয়ে কি করবে?
আমি আগেই বলেছিলাম যে পদ্ধতিতেই নির্বাচন হোক আওয়ামীলীগ জেতার সম্ভবনা ছিল বেশী, কারণ গত
২০০৮ নির্বাচনে আওয়ামীলীগ জোট পেয়েছিল ৪৯ % ভোট ।
আর বি,এন,পি জোট পেয়েছিল সম্ভবত ৩৩% মত হবে।

এতবড় একটি ব্যাবধান টপকিয়ে জয় পাওয়া ছিল বি,এন,পি জন্য র্দুদান্ত একটি মারাত্বক কঠিন ব্যাপার, বি,এন,পি এটা বুঝে আগে থেকেই নির্বাচন বয়কট করেন ভিবিন্ন তাল বাহানা কের।


২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২৬

রাফা বলেছেন: বাংলাদেশে জরিপ কখনই সঠিক ফলের নির্ণায়ক নয়।বাংলাদেশের মানুষ এখনও হুজুগে মেতে উঠে।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৪

ভ্রমন কারী বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
=p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১

অগ্নি সারথি বলেছেন: খিক।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯

নতুন বলেছেন: হাস্যকর নিবাচন করে এখন তার উপরে মালিশ করতেছে? B-)) B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.