![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
M K Gandhi পুরস্কার
সাম্প্রদায়িক ভ্রাতৃত্ব, অহিংসা, সামাজিক বোঝাপড়া এবং তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের উত্থানের স্বীকৃতিস্বরূপ অসলোভিত্তিক M K Gandhi Foundation, ১৯৯৮ সালে শেখ হাসিনাকে M K Gandhi পুরস্কারে ভূষিত করে।
CERES মেডেল
ক্ষুধার বিরুদ্ধে শেখ হাসিনা নিরলস সংগ্রামের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ খাদ্য এবং কৃষি সংস্থা (FAO) ২রা আগস্ট, ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানজনক CERES মেডেল দিয়ে ভূষিত করে।
Pearl S. Buck পুরস্কার
৯ই এপ্রিল ২০০০ সালে যুক্তরাষ্ট্রের Randolph Macon Women’s College শেখ হাসিনাকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবিক ক্ষেত্রে তার লক্ষ্য, সাহস এবং অর্জনের জন্য Pearl S. Buck পুরস্কার প্রদান করে।
মাদার তেরেসা শান্তি পুরস্কার
১২ই এপ্রিল, ১৯৯৮ সালে All-India Peace Council প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার তেরেসা শান্তি পুরস্কারে ভূষিত করে।
ইউনেস্কো’র Felix Houphouet- Boigny শান্তি পুরস্কার
পার্বত্য চট্টগ্রামের ২৫ বছরব্যাপী পাহাড়ী-বাঙ্গালী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৮ সালে ইউনেস্কো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে এই পুরস্কার প্রদান করে।
ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার
১২ই জানুয়ারী, ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তি, নিরস্ত্রীকরন এবং উন্নয়ন এর জন্য তার নিরন্তর সংগ্রামের স্বীকৃতিস্বরূপ ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার প্রদান করা হয়। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল তার হাতে এই পুরস্কার তুলে দেন।
জাতিসংঘ পুরস্কার- ২০১০
শিশুমৃত্যুর হার ৫০% কমিয়ে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য জাতিসংঘ বাংলাদেশ সরকারকে ১৯ সেপ্টেম্বর, ২০১০ সালে এই স্বীকৃতি প্রদান করে। জাতির পক্ষ থেকে এই পুরস্কার গ্রহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাউথ- সাউথ পুরস্কার
১৯ সেপ্টেম্বর, ২০১১ সালে জাতিসংঘ অর্থনীতি কমিশন (আফ্রিকা), জাতিসংঘ স্থায়ী মিশন (Antigua and Barbuda), আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন, এবং সাউথ-সাউথ নিউজ যৌথভাবে শেখ হাসিনাকে এই পুরস্কার প্রদান করে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহার করে নারী ও শিশুদের স্বাস্থ্যের উন্নয়নসাধনের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়।
GAVI পুরস্কার
৬ ডিসেম্বর, ২০১২ সালে, তাঞ্জানিয়ায় অনুষ্ঠিত GAVI alliance Partners Forum এ বাংলাদেশকে এই স্বীকৃতি দেওয়া হয়। টীকাদান কর্মসূচীতে অভূতপূর্ব সাফল্যের জন্য অন্য ছয়টি দেশের মধ্যে বাংলাদেশকে এই পুরস্কার দেওয়া হয়।
রোটারি শান্তি পুরস্কার- ২০১৩
৮ই জুন, ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে রোটারী ইন্টারন্যাশনাল এর তরফ থেকে রোটারী শান্তি পুরস্কার প্রদান করা হয়। দেশে-বিদেশে শান্তির জন্য তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়।
জাতিসংঘ পুরস্কার- ২০১৩
১৩ই জুন, ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহনের জন্য আমন্ত্রণ জানান জাতিসংঘ খাদ্য এবং কৃষি সংস্থা (FAO) এর ডিরেক্টর জেনারেল হোসে গ্রাজিয়ানো দা সিলভা। ২০১৫ এর অনেক আগেই ক্ষুধার হার্ অর্ধেকে নামিয়ে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্যে এই পুরস্কার দেওয়া হয়।
২| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:১৮
এইচ. ইমরান বলেছেন: আপনার কি মনে হয়, তিনি এই সব পুরস্কারের যোগ্য?
০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:২৫
লাতি বলেছেন: আপনার প্রশ্ন হল,
নি এই সব পুরস্কারের যোগ্য?
আপনার প্রশ্নে প্রমাণিত হয়, আপনি হাসিনার এই অর্জনে নিজে নিজে মনের অর্ন্তজ্বালায় ভুগতেছেন, হিংসার জ্বালায় আপনি আপমাণিত আর দুঃখে আপনার বিবেচনা শক্তি লোপ পেয়েছে,
তিনি এই পুরুষ্কারের যোগ্য কিনা আামর মনে সেটা সবচেয়ে ভাল হয় যারা দিয়েছেন তাদের প্রশ্ন করা।
৩| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:০৫
কেএসরথি বলেছেন: শুধু মনে হয় -
আজকে আমারও যদি এরকম কয়েক'শ ডিগ্রী থাকত, তাহলে আমিও কি এরকম হয়ে যেতাম?
০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:২৬
লাতি বলেছেন: কি রকম যুক্তি সহ বুঝি দিন
৪| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:৩৬
াহো বলেছেন:
Some information ,we do not know .We know fully wrong
1)স্বাধীনতার পরের তিনবছরে
৬০০০ হাজারের ও বেশী রাজনৈতিক হত্যাকান্ড ঘটে ।
মুজিব।। স্থপতির মৃত্যু Time Magizine USA আগষ্ট ২৫,১৯৭৫
2)বাকশাল ---প্রেসিডেন্ট সরাসরি নির্বাচিত হবে
Time Magazine USA--Feb. 10, 1975,
৫| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:৫৬
নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনার প্রশ্ন হল,
নি এই সব পুরস্কারের যোগ্য?আপনার প্রশ্নে প্রমাণিত হয়, আপনি হাসিনার এই অর্জনে নিজে নিজে মনের অর্ন্তজ্বালায় ভুগতেছেন, হিংসার জ্বালায় আপনি আপমাণিত আর দুঃখে আপনার বিবেচনা শক্তি লোপ পেয়েছে,
তিনি এই পুরুষ্কারের যোগ্য কিনা আামর মনে সেটা সবচেয়ে ভাল হয় যারা দিয়েছেন তাদের প্রশ্ন করা।
পুরুস্কারের জন্য লবিং করতে হয়... শেখ হাসিনার কয়টা ডক্টরেট ডিগ্রী আছে সেই হিসাবটা দিলেন না তো...
লবিং করে বিভিন্ন নেতারা এমপি/মন্ত্রীরা হাসিনার মন জোগানোর চেস্টা করে...
শেখ হাসিনার কয়টা ডক্টরেট ডিগ্রী গুলি দেখেই বোঝা যায় ..
০৪ ঠা জুন, ২০১৪ রাত ১:৪১
লাতি বলেছেন: লবিং করে পুরুষ্কার অর্জন!!!!!!!
এই ছাড়া আর কিছু বলার নাই আপনাদের। অবশ্যই আমি আগেই জানতাম আপনাদের মত হিংসুটে লোকেরা কি বলবে ।
৬| ০৩ রা জুন, ২০১৪ বিকাল ৩:০২
রায়হান চৌঃ বলেছেন: ভাই........
"খালি কলস একটু বাজে বেশি" এর উপযুক্ত প্রমাণ দিতে হলে ওনারা ই যথেষ্ট....
কথায় বলে যে গাছে যত বেশি ফলন সে গাছ তত বেশি নুয়ে থাকে।
কিন্তু ওনার আচারণে কি মনে হয় জানেন....? মনে হ্য় কোন এক ভদ্র গরীব রিক্সাওয়ার খানকি মর্কা বউ, যাকে কেউ ই খুশি করতে পারেনি, যেমন টা আমাদের ডঃ ওয়াজেদ পারেন নি ওনাকে.....
৭| ০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
তাসজিদ বলেছেন: কয়েকটি পাবার যোগ্য উনি।
আর বাকিগুল
থাক ।
৮| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ২:২২
নতুন বলেছেন: লেখক বলেছেন: লবিং করে পুরুষ্কার অর্জন!!!!!!!
এই ছাড়া আর কিছু বলার নাই আপনাদের। অবশ্যই আমি আগেই জানতাম আপনাদের মত হিংসুটে লোকেরা কি বলবে ।
হাসিনাকে হিংসে করার আমার কোন দরকার নাই... তার সাথে আমার কোন পাল্লা নেই...
কিন্তু কয়টা ডক্টরেট ডিগ্রী হাসিনার আছে??? ঐ ডিগ্রী আনতে সরকারী টাকা ব্যয় কইরা গেছে...
অন্য দেশের কয়টা প্রধানমন্ত্রীর কয়টা অনারারী ডিগ্রী আছে???
০৪ ঠা জুন, ২০১৪ রাত ২:৫৪
লাতি বলেছেন: আপনার মনটা যে হিংসার আগুনে পুড়ছে তার প্রমাণ আপনার মন্তব্যের মাঝে ফুটে উঠেছে,
পোষ্টে আমি ডিগ্রীর কথা বলিনায় , আমি পুরুষ্কার ও স্কৃতির কথা বলেছি,
নিজেকে এত বুদ্ধমান ভাবা টিক নয়, আপনি যেই লিঙ্ক দিয়েছেন সেই গুলোর ব্যাপারে আমার ভালই অভিজ্ঞাতা আছে,
টাকা দিয়ে কেনা ডক্টরেট ডিগ্রী, পড়ালেখা করে পাওয়া ডক্টরেট ডিগ্রী
আর কোন সম্মান সুচক ডিগ্রী এক নয়, আপনি হয়তো ভাল করে জানে না,
শেখ হাসিনা যেই গুলো ডক্টরেট ডিগ্রী পেয়েছেন সব গুলো সম্মান সুচক,
৯| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ২:৩১
নতুন বলেছেন: ১) Degree of Doctor of Law by the Boston University on 6 February, 1997.[1]
২) Honorary Doctor of Law by the Waseda University[40] of Japan on 4 July, 1997.
৩) Honorary Doctorate of Philosophy in Liberal Arts by the by University of Abertay Dundee on 25 October, 1997.[1]
৪) Honorary Degree of 'Desikottama' (Doctor of Literature, honoris causa) by the Visva-Bharati University of West Bengal, India on 28 January 1999.
৫) Doctor of Law[48][49] (honoris causa), by the Australian National University on 20 October 1999.[1]
৬) Honorary Doctor of Law by the University of Dhaka[50] on 18 December, 1999.[1]
৭) Honorary Doctor of Humane Letters by University of Bridgeport on 5 September, 2000.[1]
৮) Doctor of Literature (honoris causa) by the Tripura University in January 2012.[54][55][56]
আপনার যদি এই রকমের অনারারী ডক্টরেট দরকার হয় তাহলে এই Click This Link সাইটের প্রকৃয়া অনুসরন করতে পারেন...
১০| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ২:৪২
নতুন বলেছেন:
Click This Link
http://www.ladc-institute.com/
http://www.ladc-institute.com/home/can-you-purchase-a-doctoral-degree/
Legally Purchasing an Honorary Doctorate
To earn an academic doctorate title, in most countries you will need to complete several years of postgraduate education, followed by a doctoral dissertation, after which you will hopefully be awarded a Ph.D. In the United States and the UK, for example, only universities can grant academic doctoral degrees.
This is not the case for honorary doctorate degrees, denoted by the initials "h.c.". These titles can be awarded on an honorary basis by organizations such as ours. Our institute was founded as a non-profit organization in Los Angeles, California, with the mission of establishing a religious community. With articles of incorporation dutifully submitted, LADC Institute has the right to bestow ecclesiastical honors on its members, in exchange for a small donation.
আপনার নামের পাশেও কয়েকটা অনারারী ডক্টরেট লাগাইতে পারবেন... কিছু টাকাপয়সা খরচা হইবো এই যা...
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:০৬
নহে মিথ্যা বলেছেন: চরম একটা হাসির গপ্পো পড়লাম... সেই রকম মজা পাইছি...