![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না কথাটি আমার নয়, আমার ফেসবুকের এক ফ্রেন্ডের ষ্টেটাস ছিল এই রকম ( আমাদের র্ধমীয় অনুভুতিটা এমন, যেখানে রাজনীতি নেই সেখানে আমাদের র্ধমীয় অনুভুতি জাগে না)
ষ্টেটাসটি দেখার পর অনেক্ষণ চিন্তা, বিচার বিশ্লেষণ করলাম, আসলে কথাটি ১০০% চিরন্তন সত্য,
আমাদের র্ধমীয় অনুভুতিটা এমন, যেখানে রাজনীতি নেই বা যেখানে রাজনৈতি প্রতিপক্ষকে ঘায়েল বা হয়রানী করার মত সুযোগ বা বিষয় থাকে না তখন আমার র্ধমীয় অনুভুতিটা জাগে না।
গত ২০১৩ সালের ৬ ই এপ্রিল দেখাল সদ্য জেগে উঠা কিছু র্ধমিক ঢাকার বাইতুল মোকারম মসজিদর সামনে ইসলামের সর্বোচ্চ পবিত্র ও মর্যদাপুর্ণ কোরআন শরীফ পুড়ালো, তখন আমাদের কারো র্ধমীয় অনুভুতি জাগে নাই।
২০১০ সালের ১৭ই মার্চ একটি জনসভায় ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম, নিজামীর জীবনকে নবী মুহাম্মদ-এর সাথে তুলনা করেন। একজন যুদ্ধ আপরাধী রাজাকারকে নবী মুহাম্মদ সাঃ তুলনা করার পরও আমারদের র্ধমীয় অনুভুতি জাগে নাই।
প্যালেষ্টাইনে প্রতিদিন হাজার হাজার নিরহ নিষ্পাপ মুসলিম শিশু নারীদের হত্যা করতেছে ইহুদি হায়েনারা , বোমা মেরে উড়িয়ে দিচ্ছে মসজিদ, না কোন র্ধমীয় অনুভুতি জাগতেছে না।
মহানবী সাঃ কে ব্যঙ্গ বিদ্রুপ করে র্মাকিন যুক্তরাষ্ট্রে সিনেমা বানানোর পরও আমারদের বাংলাদেশের ততাকতিত কিছু র্ধমীয় প্রেমিক দের কারো র্ধমীয় অনুভুতি জাগেনাই।
ওরে আমাদের র্ধমীয় প্রীতি, বাহ বাহ বাহ, সত্তি প্রশংসা করতে হয়, র্ধমের প্রতি আমার কত দরদ, র্ধমের প্রতি আমাদের কত ভালবাসা।
আমাদের র্ধমীয় অনুতুটা তখনেই জাগে যখন আওয়ামীলীগের পেচঁনে বাশঁ দেবার মত কোন সুযোগ আছে।
২| ০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৪
আলাপচারী বলেছেন: একমত।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
মুকতোআকাশ বলেছেন: আমার তো মনে হয় ব্যাপার টা উল্টো। যেখানে ধর্মীয় অনুভুতি সেখানেই রাজনীতির প্রবেশ। ২০১৩ সালের ৬ই এপ্রিল কুর'আন শরিফ পোড়া নিয়ে অনেক রাজনীতি হয়েছে।
নিজামির জীবনী তে নবীর নাম উল্লেখ করায় অনেক রাজনীতি হয়েছে। প্যালেস্টাইনে মুসলমানদের উপর অত্যাচার নিয়েও রাজনীতি হচ্ছে। নবীকে বিদ্রুপ করে ফিল্ম করায় তুলাকালাম কান্ড হল। সে লোক টিকে গ্রেপ্তার করা হল।
ধর্মের কথা উঠলেই এক শ্রেণীর মানুষ এখনে রাজনীতি দেখতে পায়। যেমন এক আওয়ামী লিগার বলেছে মদ গাঁজা নাকি শেখ মুজিবুর রহমান হারাম করেছে ! এতেই বোঝা যাচ্ছে ধর্ম সম্বন্ধে এদের জ্ঞানের বহর ।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৫
নুর ইসলাম রফিক বলেছেন: ( আমাদের র্ধমীয় অনুভুতিটা এমন, যেখানে রাজনীতি নেই সেখানে আমাদের র্ধমীয় অনুভুতি জাগে না)
কথাটি আমি ও বিশ্বাস করি। কিন্তু আপনার ভুমিকার মাঝে রাজনীতির ঘ্রাম মিশ্রিত।