নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গর্তে পরছি

মায়ের ছেলে সন্তানের পিতা এইতো

গর্তে পরছি › বিস্তারিত পোস্টঃ

কর্মজীবী নিশাচরদের জন্য .......ব্লগে আমার DEBUT পোস্ট :):)

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০১

যারা আমার মতো কাজে অকাজে টিভি দেখে আড্ডা মেরে রাতের পর রাত নির্ঘুমভাবে কাটাতে হচ্ছে তারপর ও দিনের বেলায় কাজে যেতেই হবে তাদের জন্য মনে হয় এই ট্রিকগুলী কাজে আসবে

১.শুনতে মেজাজ খারাপ হলেও সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে

২.বাইরে যাওয়ার জন্য তৈরি হবার সময় পছন্দের কিছু গান উচচ ভলউইমে শুনা

৩.ভরাপেটে নাস্তা না করে রুচি মতো হালকা কিছু নাস্তা করা

৪.সারাদিন চাজ্ঞা থাকতে ১ কাপ কফি অবশ্যই নাস্তার পর

৫.গাড়ীতে,অফিসে লাঞ্চ টাইম না ঝিমানো

৬.কথা বলা সবার সাথে ও একা একা বসে না থাকা

৭.সারাদিন যত বেশি সম্ভব বার বার পানি পান করা

৮.অফিসে বা ক্লাসে জানালা,ফ্যান বা আলোবাতাস আসে এমন জায়গায় বসার চেষ্টা করা

৯.সবসময় নিজেকে হাসিখুশী রাখা ও অন্যের কাছে তুলে ধরা

১০.নিজের কাছে নিজেকে সতেজ রাখা বা ক্লান্তিবোধ অনুভব না করা,খুব খারাপ মনে হলে প্রিয়জনের সাথে কথা বলা



বিষয়গুলি একান্ত ব্যক্তি জীবনের থেকে সবার সাথে শেয়ার করা,এটাই আমার ব্লগের মধ্যে ১ম পোস্ট এবং মোবাইল থেকে টাইপ করা,ভুলত্রুটি মার্জনীয়

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যাপি ব্লগিং।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২৬

গর্তে পরছি বলেছেন: শুভ সকাল
অনেক ধন্যবাদ আপনাকে স্বর্ণা ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.