| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১০ থেকেই মরুর এই দেশে আছি,কর্মব্যস্তার জন্য ভ্রমনের ইচ্ছা থাকা সত্ত্বেও কোথাও যাওয়া হয়ে ওঠে না। মূলত আমি থাকি রাজধানী আবু-ধাবির আল আইন শহরে যাকিনা সবুজ আর পরিস্কার শহর হিসেবেই পরিচিত। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নির্দশন,সুউচ্চ বিল্ডিং,শপিং মলই ঘোরাঘুরির জন্য প্রবাসীদের প্রথম পছন্দ।তবে শেখ জায়েদ মসজিদ ও এতে জুম্মার নামাজ আদায় করার একটা শখ ছিল প্রথম থেকেই।এবার অনেক পরিকল্পনার পর বড় ভাই- ভাবী আমি দিনক্ষণ ঠিক করে ফেললাম।ব্লগে যুক্ত আছি অনেকদিন হল তবে ইচ্ছা থাকলেও সংকোচ ও ভয়ে পোষ্ট করা হয় না তাই আজকে সাহস করে পোষ্ট করলাম ভূলত্রুটি মার্জনীয়।পোষ্ট করার আগে মসজিদ সম্পর্কে কিছু তথ্য -
শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ
এই বিশাল মসজিদটির অবস্থান সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু-ধাবিতে যার পরিচালনা করে রাষ্ট্র। ৪০টি গম্বুজ ও ৪টি মিনার আছে এই মসজিদের যার নির্মান ব্যায় ২বিলিয়ন দেরহাম যা বাংলাদেশের টাকায় 43,815,820,000.00 BDT এই মসজিদ 38টি কনস্ট্রাকশন কোম্পানির মিলিতভাবে করে। ইতালি, জার্মানি, মরক্কো, পাকিস্তান, ভারত, তুরস্ক, মালয়েশিয়া, ইরান, চীন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, গ্রিস ও সংযুক্ত আরব সহ অনেক দেশ থেকে কারীগর ও উপকারণ ব্যবহার করা হয়েছে এবং ইরানের তৈরি সবচেয়ে বড় কার্পেট আছে এই মসজিদে যথেষ্ঠ উইকি জ্ঞান হল এবার মুল পোষ্ট

২|
০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪১
গর্তে পরছি বলেছেন: করুনাধারা
আমার পোষ্টে মন্তব্য ও অনুপ্রেরণার জন্য ধন্যবাদ। এটাই প্রথম ছবি পোস্ট এবং মোবাইল থেকে সেজন্য ঠিক বুজে উঠতে পারি নাই। সবার আগ্রহ থাকলে অবশ্যই আল আইনের ছবি দিব
৩|
০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৬
Al Rajbari বলেছেন: সবমিলে ভালই,
----------মাশাআল্লাহ্।।
৪|
০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৯
গর্তে পরছি বলেছেন: রাজবাড়ী
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৮
করুণাধারা বলেছেন:
ছবি ব্লগ ভাল হয়েছে কিন্তু ছবির সাথে সাথে পরিচিতি দিলে আরো ভাল হত। আগামীতে আল আইনের ছবি দেখার আপেক্ষায়।
ভাল থাকুন।