| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কার্লোস পুয়োল
পুরো নাম-কার্লোস পুয়োল ই সাফোর্কাদা
জন্ম-১৩ এপ্রিল ১৯৭৮
পুইয়োল ১৬ বছর যাবত্ বার্সেলোনায় খেলেছেন। ২০০৬ সালে তার নেতৃত্বে বার্সেলোনা উয়েফা চ্যাম্পিয়নস লীগ শিরোপা জেতে। একই বছরে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে তিনি স্পেনের প্রতিনিধিত্ব করেন। এরপর ইউরো ২০০৮ ও ২০১০ ফিফা বিশ্বকাপে স্পেনের হয়ে শিরোপা জিতেন। তিনি বার্সেলোনার হয়ে ৩৮৭ খেলায় মাঠে নেমেছেন
জন টেরি
পুরো নাম -জন জর্জ টেরি
জন্ম-৭ ডিসেম্বর ১৯৮০
জন টেরি একজন ইংরেজ ফুটবল খেলোয়াড়। তিনি ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসি দলের পক্ষে খেলেন। ২০০৬ সালের ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন। ইংল্যান্ড ও চেলসি এর বর্তমান অধিনায়ক তিনি।ইউরোপের অন্যতম সেরা রহ্মনভাগের খেলোয়াড় হিসাবে তাঁকে ধরা হয়।তিনি চেলসির হয়ে ৬২৭ ম্যাচ খেলছেন।
পাওলো মালদিনি
পুরো নাম - পাওলো সিজার মালদিনি
জন্ম- জুন ২৬, ১৯৬৮
তিনি মিলনের হয়ে ৯০২ টি ম্যাচ খেলেছেন। সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচিত মালদিনি তার ২৫ বছরের ফুটবল ক্যারিয়ারের পুরো সময়ই কাটিয়েছেন এসি মিলানে। মালদিনি ইতালি জাতীয় দলের হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন। ইতালি ও এসি মিলানের অধিনায়ক থাকার ফলে তার ছদ্মনাম ছিল “ইল ক্যাপিতানো।
স্টিভেন জেরার্ড
পূর্ণ নাম-স্টিভেন জর্জ জেরার্ড
জন্ম-২৪ অক্টোবর ১৯৮০।তিনি লিভারপুল ক্লাবের মধ্যমাঠের খেলোয়াড়। স্টিভেন জেরার্ড ইংল্যান্ড ফুটবল দলের সদস্য।তিনি লিভারপুলের হয়ে ৬৬৯ ম্যাচ খেলার রেকর্ড করেছেন।বিভিন্ন ক্লাবের থেকে লোভনীয় আমন্ত্রণ জানানোর পরও তিনি লিভারপুলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন।দুরপাল্লার জোরালো সর্টে তার দক্ষতা প্রশংসনীয়।লিভারপুলের ফ্যানরা তাকে জীবন্ত কিংবদন্তি তুল্য মনে করেন।
রায়ান গিগস
পুরা নাম -রায়ান জোসেপ গিগস
জন্ম-২৯ নভেম্বর ১৯৭৩
বর্তমানে সহকারী কোচ ম্যানচেস্টার ইউনাইটেডের।
তিনি একটি দলেই তার সারা ক্রীড়াজীবন কাটিয়েছেন। রেড-ডেভিলের হয়ে তিনি প্রায় ৯৬৩টি খেলাতে অংশ নিয়েছেন। তিনি ছাড়া আর কোন খেলোয়াড় তার জীবনে এত প্রিমিয়ারশিপ মেডাল পাননি। তিনি দলের হয়ে সর্বোচ্চ প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিয়েছেন এবং সর্বোচ্চ ২৩টি দলগত ট্রফির অধিকারী ।তিনি দশটি প্রিমিয়ার লীগ শিরোপা, চারটি এফএ কাপ শিরোপা, দুটি লীগ কাপ শিরোপা এবং দুটি উয়েফা চ্যাম্পিয়নস লীগ শিরোপা জিতেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে তিনি দ্রুততম সময়ে (১৫ সেকেন্ড) গোল দেয়ার রেকর্ডের মালিক। তিনি সমর্থকদের কাছে ওয়েলস জাদুকর নামে সুপরিচিত।

২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪২
গর্তে পরছি বলেছেন: জানাতে পেরে আনন্দিত
২|
২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৮
আততায়ী আলতাইয়ার বলেছেন: আপনি রোমার ফ্রান্সিসকো টট্টি, বায়ার্ন মিউনিখের ফিলিপ লাম, পাওলো মালদিনির ডিফেন্স পার্টনার মিলানের ফ্রাঙ্কো বারোসিদের নাম মিস করেছেন
২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
গর্তে পরছি বলেছেন: আততায়ী এটা ১ম পর্ব
মন্তব্যের জন্য ধন্যবাদ
৩|
২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
সালমান মাহফুজ বলেছেন: সবাই গ্রেট ! পিওর গ্রেট প্লেয়ার ।
দ্য নেক্সট ওয়ান মেবি মেসি ।
৪|
২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২০
আততায়ী আলতাইয়ার বলেছেন: মাদ্রিদ না ছাড়লে ইকার ক্যাসিয়াস রাউল গঞ্জালেস এই লিস্টে আসতো
৫|
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৭
গর্তে পরছি বলেছেন: সহমত
৬|
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:২৭
আততায়ী আলতাইয়ার বলেছেন: https://www.facebook.com/groups/footballfansbd/
https://www.facebook.com/groups/flcbangladesh/
৭|
২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৩
গর্তে পরছি বলেছেন: আমি গ্রুপে আছি সাজেশনের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: জানলাম।