নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সু-স্বাগতম

আমি বাংলার গান গাই

ল্যাটিচুড

আমি বাংলার গান গাই

ল্যাটিচুড › বিস্তারিত পোস্টঃ

প্রাইজবন্ডের পুরস্কার পেয়েছেন কিনা জানতে গলদ ঘর্ম হলে এই পোষ্ট আপনার জন্য

১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৩

একসময় উপহার প্রিয়জনকে প্রাইজবন্ড দেওয়ার চল ছিল (এখন কি অবস্থা জানি না)। তবে এখনো আমাদের প্রায় সবার বাসাতেই উপহার দেওয়ার জন্য হোক আর উপহার পাওয়াই হোক - বাক্সের কোথাও অথবা ড্রয়ারের চিপায় হোক এখনো গাদি গাদি প্রাইজ বন্ড পড়ে আছে।

প্রতি বছর প্রাইজবন্ডের ড্র হয় - মিলিয়ে দেখি, দেখি করে প্রথমে একটা দুটা নাম্বার দেখার পর আর ধর্য্যে কুলায় না। আর একাধিক প্রাইজবন্ড থাকলে তো কথাই নাই।

যাই হোক এখন আসল কথায় আসি - যাদের অবস্থা উপরের মত, তারা এই লিংকে ক্লিক করেঃ View this link

সহজেই জানতে পারবেন পুরস্কার পেলেন কি না।

* যাদের অনেক বন্ড তারা সব নম্বর গুলো কমা দিয়ে লিখবেন ( যেমনঃ 0030401, 0123901, 1234708.)। তারপর Go এ চাপ দিন।

*যাদের এক সিরিয়ালে নম্বর অর্থাৎ 0012345 থেকে 0012349 পর্যন্ত এরকম নম্বর আছে তারা এভাবে লিখবেনঃ 0012345~0012349 তারপর Go এ চাপ দিন।

বিশেষ দ্রষ্টব্যঃ লিংকের যে স্থানে নাম্বার দেওয়ার জন্য ফাঁকা ঘর আছে সেখানে সরাসরি নম্বর টাইপ করা না গেলে - মাইক্রোসফট ওয়ার্ডে নাম্বার গুলো লিখে সেখান থেকে কপি করে ফাঁকা ঘরে পেষ্ট করে Go এ ক্লিক করলেই রেজাল্ট জানতে পারবেন।

আরেকটা কথা - এতদিন যাদের ঘরে প্রাইজবন্ড পড়ে থেকে উইপোকায় খাওয়ার অপেক্ষায় ছিলেন তারা পুরস্কার পাইলে কিন্তু দাওয়াত দিতে ভুলেন না ;)

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪০

আমিনুর রহমান বলেছেন:



বাংলাদেশ ব্যাংক এটা ভালো কাজ করেছে। আর আপনিও শেয়ার করে অনেকের উপকার করেছেন। আমি অবশ্য কখন প্রাইজবন্ড কিনি নাই। ছোটবেলায় আব্বুটা মিলিয়ে দেখতাম।

২| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখানে একাউন্ট খুলে বহুকাল প্রাইজবন্ডের রেজাল্ট দেখুন
প্রাইজবন্ডের রেজাল্ট দেখতে সাইন আপ করুন এখানে

৩| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০১

ঢাকাবাসী বলেছেন: সরকারের আমলারা এখন এত বড়লোক যে ১০০ টাকার বন্ড শুনতে কেমন শোনায় তাই ওটা উঠিয়েই দিসে, কোটি টাকার নীচে ওরা কথাই বলেনা।

৪| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৫

জাফরুল মবীন বলেছেন: ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

৫| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫১

এহসান সাবির বলেছেন: কাজের পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.