নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

চিরন্তন বাণী

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৪



চিরন্তন বাণী
লক্ষ্মণ ভাণ্ডারী

হিংসায় প্রতিহিংসা জেনো ভালমতে,
অহিংসা পরম ধর্ম এ বিশ্ব জগতে।
চিরন্তন ধ্রুব সত্য, মিথ্যা কভু নয়,
মিথ্যা পরাজিত হয় সত্য জয়ী হয়।

দুর্বল মানব করে সত্যের আশ্রয়,
মিথ্যাভাষী সদা দেয় মিথ্যারে প্রশ্রয়।
সদাচারে রত হয় নিত্য সদাচারী,
সত্যভাষী সদালাপী মনেতে বিচারি।

শক্তির অহংকার যেইজন করে,
শমন ভবনে যায় মরণের পরে ।
সত্যের অনুসরণ করে যেইজন,
অচিরেতে হয় তার বৈকুণ্ঠে গমন।

লোভে পাপ পাপে মৃত্যু জানে সর্বজন,
কবিতায় লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা

২| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৯

মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: দাদা,
আপনার কবিটা গুলি খুবই সুন্দর, আর তার চাইতেও সুন্দর আপনার ছবিগুলো। ছবিগুলির সাইজ বড় হলে ভাল হত।

৩| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৯

মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: দাদা,
আপনার কবিটা গুলি খুবই সুন্দর, আর তার চাইতেও সুন্দর আপনার ছবিগুলো। ছবিগুলির সাইজ বড় হলে ভাল হত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.