নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহী-কবি কাজী নজরুল

৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৬



বিদ্রোহী-কবি কাজী নজরুল
লক্ষ্মণ ভাণ্ডারী

বর্ধমানের চুরুলিয়া গ্রামে কবির জন্মস্থান,
বাল্যকালে দুখুমিঞা ছিল কবির ডাকনাম।
ছোট থেকেই দুখু মিঞার দুঃখ ছিল মনে,
পড়া ছেড়ে নাম লেখাল বাঙালী পল্টনে।

দেশের কাজে দেশের সেবায় নিয়োজিত প্রাণ,
চাকরি ছেড়ে লিখল কবি শেকল ভাঙার গান।
বিদ্রোহীকবি নামে আখ্যা দিল দেশের জনগণ,
ব্রিটিশ মুক্ত করতে দেশ করলো মাতৃ-মুক্তিপন।

চুরুলিয়া গ্রাম ছেড়ে কবি হলো মানুষ ঢাকার,
জাতীয় কবি আখ্যা দিল বাংলাদেশ সরকার।
ভারতভূমিতে জন্মে কবি মরলো বাংলাদেশে,
চিরবিদায় নিল কবি সব মানুষেরে ভালবেসে।

গাঁয়ের ছেলে বিদ্রোহী-কবি কাজী নজরুল ইসলাম,
115তম জন্মবর্ষে আমরা কবিরে জানাই প্রণাম।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৪:২৭

দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ দারুণ
খুব সুন্দর হয়েছে।

২| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৬

কানিজ রিনা বলেছেন: খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ

৩| ৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


পুঁথি ভালো হয়েছে।

৪| ৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

জুনিয়ার ব্লগার বলেছেন:
খুব সুন্দর লিখেন।

৫| ৩০ শে মে, ২০১৭ রাত ৮:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন ++++

৬| ৩০ শে মে, ২০১৭ রাত ১১:৪৮

ধ্রুবক আলো বলেছেন: ভারতভূমিতে জন্মে কবি মরলো বাংলাদেশে,
মরলো কেটে দিয়ে লেখুন মারা গেলেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.