নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

সেদিন দেখি বিকাল বেলা

২২ শে মে, ২০১৮ সকাল ১১:৪৬




সেদিন দেখি বিকাল বেলা কাল বৈশাখীর ঝড়ে,
গাছের পাতা পথের ধূলো ঝঞ্ঝা বাতাসে ওড়ে।
কালবৈশাখী প্রবল ঝড়ে, পাখিরা পাখা ঝাপটায়,
আকাশ কালো, মেঘ গর্জায় আর বিজুলি চমকায়।

আম বাগানে ছেলেরা ছুটে আম কুড়াবার তরে,
যাচ্ছে সবাই, থাকা কি যায়? একলা বসে ঘরে।
মায়ের বারণ শুনে কি মন আম বাগানেতে ধায়,
বৈশাখী ঝড়ে কাঁচা আম পড়ে আসে ছুটে সবাই।

কাল বৈশাখীর প্রলয় নর্তনে শাখী ভাঙে মড় মড়,
ঝড়ো হাওয়ায় চাল উড়ে যায় বাজ পড়ে কড়কড়।
বৃষ্টির ফোঁটা উতপ্ত মাটিতে অঝোর ধারায় ঝরে,
ছিঁড়েছে পাল, ভেঙেছে হাল বসে মাঝি বালুচরে।

সেদিন দেখি বৃষ্টি ধারায়, মাঠে, ঘাটে ও পথে জল,
অজয়নদী বৃষ্টির জলে বয়ে চলে অবিরাম কল কল।


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৮ সকাল ১১:৫১

কাইকর বলেছেন: ছোট বেলার আম কুড়ানোর কথা মনে পড়ে গেল।খুব সুন্দর হয়েছে কবিতা খানি।লাইক দিলাম।ধন্যবাদ আপনাকে।

২| ২২ শে মে, ২০১৮ সকাল ১১:৫৫

পবন সরকার বলেছেন: ভালো লাগল দাদা, মাঝখানে কিছু দিন কোথায় গিয়েছিলেন দাদা?

৩| ২২ শে মে, ২০১৮ দুপুর ১২:০৭

তারেক_মাহমুদ বলেছেন: বরাবরের মতই সহজ সরল সুন্দর। জানি উওর দিবেন না দিলেও কপি পেষ্ট করা উওরে লিখবেন জয় গুরু জয় গুরু।

৪| ২২ শে মে, ২০১৮ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন:

কবিতা এই মেয়েটার মতোন সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.