নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

দয়াল প্রভু

১৩ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৮



দয়াল প্রভু
-লক্ষ্মণ ভাণ্ডারী


দয়াল প্রভু পুরুষোত্তম
ঠাকুর শ্রীঅনুকূল,
তোমার নামে সবার ভাঙে
জীবন চলার ভুল।

তব আশীষ নিয়ে সবাই
জীবন পথে চলে,
তোমার নামে তোমার গানে
তোমার কথা বলে।

তুমি যে প্রভু পরম গুরু
আমার ধ্রুবতারা,
তোমার নামে বিভোর আমি
হই যে দিশাহারা।

জীবন পথে চলতে গিয়ে
তোমায় পেলাম আমি,
ইষ্টগুরু তুমি পরম পিতা
আমার জীবন স্বামী।

তব চরণ অন্তিমে যেন
প্রভু যেন আমি পাই।
তাইতো প্রভু সারা জীবন
তব নাম আমি গাই।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৫

কাইকর বলেছেন: বাহ

১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। ছবির মাঝখানে আছেন আমার পরম দয়াল, পরমপিতা, তার বামপাশে আমার পরমারাধ্যা জগজ্জননী বড়মা, ডানপাশে পরমপূজ্যপাদ শ্রী শ্রী বড়দা। জয়গুরু।

সাথে থাকুন, পাশে রাখুন।
শুভকামনা রইল সতত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১২

রসায়ন বলেছেন: ভালো লেগেছে কবিতা । পোস্টের ছবি গুলো কি আপনার পরিবারের সদস্যদের ?

১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। ছবির মাঝখানে আছেন আমার পরম দয়াল, পরমপিতা, তার বামপাশে আমার পরমারাধ্যা জগজ্জননী বড়মা, ডানপাশে পরমপূজ্যপাদ শ্রী শ্রী বড়দা। জয়গুরু।

সাথে থাকুন, পাশে রাখুন।
শুভকামনা রইল সতত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

সৈয়দ ইসলাম বলেছেন: রসায়নের ন্যায় আমারও প্রশ্ন!

যাক পদ্যখানা ভালই লেগেছে।
প্লাস++++

১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। ছবির মাঝখানে আছেন আমার পরম দয়াল, পরমপিতা, তার বামপাশে আমার পরমারাধ্যা জগজ্জননী বড়মা, ডানপাশে পরমপূজ্যপাদ শ্রী শ্রী বড়দা। জয়গুরু।

সাথে থাকুন, পাশে রাখুন।
শুভকামনা রইল সতত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৪| ১৪ ই জুন, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: মন ছুঁয়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.