নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বিশ্বত্রাস করোনার ছোবলে... ১৪২৮ এর সূচনা জীবন নিলো কেড়ে প্রয়াত কবি শঙ্খ ঘোষ.....স্তব্ধ হলো শঙ্খনাদ (প্রথম পর্ব)

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৩৬

[link|https://www.youtube.com/watch?v=S90LepXzyUE
প্রয়াত কবি শঙ্খ ঘোষ স্তব্ধ হলো শঙ্খনাদ]


বিশ্বত্রাস করোনার ছোবলে... ১৪২৮ এর সূচনা জীবন নিলো কেড়ে
প্রয়াত কবি শঙ্খ ঘোষ.....স্তব্ধ হলো শঙ্খনাদ (প্রথম পর্ব)

কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী




[শক্তি-সুনীল-শঙ্খ-উৎপল-বিনয়, জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার
এই পঞ্চপাণ্ডবের বাকি চার জন চলে গিয়েছিলেন আগেই।
চলে গেলেন কবি শঙ্খ ঘোষ।]


বিশ্বত্রাস করোনার ছোবলে নিহত,
স্তব্ধ হল শঙ্খনাদ; কবি পরাজিত।
১৪২৮ এর সূচনা কবি মহা-প্রয়াণ,
অন্তিম প্রহরে স্তব্ধ পাখিদের গান।


থেমে গেল কবিতার ছন্দ গতিপথ,
কালের চক্রান্তে আজি ভগ্ন মনোরথ।
মৃত কবি ? কেবা পারে বলিতে একথা?
কবিতা জীবন যার, না হয় অন্যথা।


নির্মম নিয়তি কেড়ে নিল কবি-প্রাণ,
কবিতার পাতা আজি শোকে ম্রিয়মান।
বাকরুদ্ধ হলো কালো অক্ষরের দল,
কবির প্রয়াণে আজি শোকেতে বিহ্বল।


ব্যথিত চঞ্চল হিয়া, যুদ্ধ যাক থেমে,
কবি পঞ্চপাণ্ডবেরা পুনঃ এসো নেমে।
কাব্যের ঝঙ্কার কভু রুদ্ধ নাহি হবে,
কবিতায় কবিগণ জানি বেঁচে রবে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩৮

ডঃ এম এ আলী বলেছেন:



বাংলা সাহিত্যের একটা অধ্যায়ের অবসান হলো।
বাংলা কবিতার জগতে শঙ্খ ঘোষের অবদান অপরিসীম। ‘দিনগুলি রাতগুলি’,
‘বাবরের প্রার্থনা’, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘গান্ধর্ব কবিতাগুচ্ছ’ তাঁর উল্লেখযোগ্য
কাব্যগ্রন্থ। রবীন্দ্রবিশেষজ্ঞ হিসেবেও তাঁর নামডাক ছিল। ‘ওকাম্পোর রবীন্দ্রনাথ’ তাঁর
উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থ। ‘শব্দ আর সত্য’, ‘উর্বশীর হাসি’, ‘এখন সব অলীক’
উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ। তাঁর লেখা ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘গান্ধর্ব কবিতাগুচ্ছ’,
‘জন্মদিনে’, ‘আড়ালে’, ‘সবিনয়ে নিবেদন’, ‘দিনগুলি রাতগুলি’, ‘বাবরের প্রার্থনা’
বছরের পর বছর দুই বাংলায় চর্চিত, জনপ্রিয় সাহিত্য কর্ম।

দীর্ঘ সাহিত্য জীবনে একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন শঙ্খ ঘোষ ।
২০১১ সালে ভারত সরকারের পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন শঙ্খ ঘোষ।
দুই বাংলায় জনপ্রিয় এই গুণী কবিকে নিয়ে কবিতা
লিখে সামুতে প্রকাশের জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

২৬ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: হৃদয়ছোঁয়া মন্তব্যে অনুপ্রাণিত হলাম। সাথে থাকুন। পাশে রাখুন। জয়গুরু!

২| ০৫ ই মে, ২০২১ রাত ২:৪৭

রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.