নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বিশ্বত্রাস করোনার ছোবলে... ১৪২৮ সূচনায় জীবন নিলো কেড়ে প্রয়াত কবি শঙ্খ ঘোষ.....স্তব্ধ হলো শঙ্খনাদ (দ্বিতীয় পর্ব)

০৩ রা মে, ২০২১ রাত ৮:১৪

বিশ্বত্রাস করোনার ছোবলে... ১৪২৮ সূচনায় জীবন নিলো কেড়ে
প্রয়াত কবি শঙ্খ ঘোষ.....স্তব্ধ হলো শঙ্খনাদ (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


কবি শঙ্খঘোষ নাম খ্যাত চরাচরে,
চিত্তপ্রিয় ঘোষ তাঁর ডাকনাম ধরে।
অবিভক্ত বাংলার জন্ম চাঁদপুরে,
কোথা কবি শঙ্খঘোষ আজ কতদূরে।


কবির জীবন দীপ হয়ে গেল শেষ,
করোনার বিষবাষ্পে হল নিঃশেষ।
কাব্যের জগতে এক নক্ষত্র পতন,
স্তব্ধ হলো শঙ্খনাদ, না শুনি কখন।


সে কোন অমরালয়? অমর কে কবে?
সুন্দর পৃথিবী ছাড়ি জানি যেতে হবে।
নিয়েছে হৃদয় কেড়ে, নির্মম নিয়তি,
শ্রদ্ধার্ঘ জানাই মোরা প্রিয় কবি প্রতি।


কবির প্রয়াণে বিশ্ব করিছে ক্রন্দন,
কবির বিরহে কাব্য লিখিল লক্ষ্মণ।

https://www.youtube.com/watch?v=g3wj8bTVsJQ

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২১ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:




আমি কমেন্ট করতে পারছি আজকাল, আপনাকে ধন্যবাদ।

২| ০৩ রা মে, ২০২১ রাত ৮:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: এই গুণী কবিকে নিয়ে লিখে চলুন , আছি সাথে ।
দুর্ভাগ্য আমাদের সামুর কবিকুল না চিনিল তাকে ।

শুভেচ্ছা রইল

৩| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: অনেকদিন অজয় নদী নিয়ে কিছু লিখছেন না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.