নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বিশ্বত্রাস করোনার ছোবলে... ১৪২৮ সূচনায় জীবন নিলো কেড়ে প্রয়াত কবি শঙ্খ ঘোষ.....স্তব্ধ হলো শঙ্খনাদ (চতুর্থ পর্ব)

০৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

বিশ্বত্রাস করোনার ছোবলে... ১৪২৮ সূচনায় জীবন নিলো কেড়ে
প্রয়াত কবি শঙ্খ ঘোষ.....স্তব্ধ হলো শঙ্খনাদ (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী




নিনাদিত হল শঙ্খ- ১৯৩২-এর ৫ই ফেব্রুয়ারি,
শুভ জন্মদিনটিকে মোরা কভু কি ভুলতে পারি।
কবির জন্মভূমি জানি চাঁদপুর অবিভক্ত বাংলার,
কবি শঙ্খঘোষ তোমায় প্রণাম জানাই বারবার।


জন্মিলে মরিতে হয় জানে তা তো সর্বজন,
কে আছে অমর অবনীমাঝে নাশিয়া মরণ?
২১শে এপ্রিল-২০২১ কবি মুদিলেন দুনয়ন,
সাহিত্যের ভাগ্যাকাশে হলো নক্ষত্র পতন।


থেমে গেল শঙ্খনাদ, ভাসে বিষাদের সুর,
কবির অধিষ্ঠান আজি জানি উর্দ্ধ সুরপুর।
যেখানেই থাকো কবি সেতো অমরালোক,
জন্ম-মৃত্যু নাহি সেথা অথবা দুঃখ-শোক।


নাহি নিনাদিল শঙ্খ, কবি নিলেন বিদায়,
ফিরিয়া আসিও কবি পুনঃ এই বাংলায়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৬

স্বর্ণবন্ধন বলেছেন: সুন্দর লিখেছেন।

২| ০৭ ই মে, ২০২১ রাত ৯:২৪

শেহজাদী১৯ বলেছেন: কবির জন্য কবিতা।
দারুন।

৩| ০৮ ই মে, ২০২১ রাত ১:৩৯

রাজীব নুর বলেছেন: অজয় নদীর মতোন আপনি শঙ্খ ঘোষ কে ভালোবাসেন।

৪| ১৪ ই মে, ২০২১ বিকাল ৩:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার স্তুতি বাক্যে
শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষ কে
স্মরণ করার জন্য।
ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.