নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর শীতের চাদরে ঢাকা আমার কবিতা (প্রথম পর্ব

২২ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৪

শীতের স্নিগ্ধতায় শীতের সকাল …শীতে কাঁপে অজয়ের চর
শীতের চাদরে ঢাকা আমার কবিতা (প্রথম পর্ব)

কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শীতের সকালে যখন ঘন কুয়াশায় সবকিছু ঢেকে যায় তখন প্রকৃতিকে অপূর্ব সুন্দর মনে হয়। ... কুয়াশার চাদর সরিয়ে সূর্য যখন উঁকি দেয় তখন স্নিগ্ধ আলোয় ঝলমল করে কুয়াশায় ভেজা প্রকৃতি। খুব অপরূপ লাগে কুয়াশা ঝরা শীতের সকাল


শীতের সকালে কাঁপে অজয়ের চর,
নদীচরে শোভা দেয় সোনা রবি কর।
কুয়াশায় মুখ ঢাকা শীতের সকাল,
রাখাল চলিছে গোঠে নিয়ে গরুপাল।

উত্তরে হাওয়া বয় এলো আজি শীত,
নীড়ে নীড়ে পাখিসব গাহিতেছে গীত।
কাঁখেতে কলসী লয়ে গাঁয়ের বধূরা,
জল নিতে আসে সবে রাঙাশাড়ি পরা।

শীতের সকালে দেখি কাঁপে শালবন,
বনটিয়া শিস দেয় ভরে উঠে মন।
মহুলের বনে বনে পড়ে যায় সাড়া,
শীতের সকালে জাগে আদিবাসী পাড়া।

শাল পিয়ালের বনে পাখি ঝাপটায়,
আদিবাসী রমণীরা নাচে আর গায়।
মহুয়া নেশায় মত্ত আদিবাসীগণ,
শীতের সকাল কাব্য লিখিল লক্ষ্মণ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৪

শায়মা বলেছেন: শীত মানেই জবুথবু আর উৎসবের রঙ্গে রঙ্গিন দিন রাত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.