নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

বুথে জরুরী ফোন নাম্বার রাখা জরুরী ...

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

সকাল থেকে বৃষ্টি। বৃষ্টি মাথায় করে বাস স্ট্যান্ড এলাম। পাশাপাশি কয়েকটা বুথ। ডচ বাংলা বুথের একটিতে দাড়ালাম। এক ভদ্রলোক টাকা তোলার জন্য বুথের ভিতর গেলো। কিছু সময় পর বেরিয়ে এসে বুথের গার্ডের কাছে কাস্টমা কেয়ারের নাম্বার চাইলো। কিন্তু গার্ডের কাছে কোন নাম্বার ছিলো না। ওনার সমস্যা গুরুতকার্ড খেয়ে নিয়েছে মেশিনে। এখন বেরও হয় না, টাকাওপায় না। সমস্যাটা যে দ্রুত কাষ্টমার কেয়ারে জানাবে, তাও পারছে না। গার্ডের কাছে কোন নাম্বার নেই। বেচারা তো মহা ক্ষেপা।

... বেচারার জন্য মায়াই লাগছিলো। এমন পরিস্তিতি আপনার আমার যে কারোরই হতে পারে। তাই এমন বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মেবাইল নাম্বার প্রত্যেক বুথে লিখে রাখার প্রয়োজন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: ফোন করলেই উপকার করতে ছুটে আসবে কি ?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২০

আহলান বলেছেন: ছুটে আসার প্রশ্ন না, এটলিষ্ট ইনফর্ম ....

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০

ইকরাম বাপ্পী বলেছেন: এখনও ডাচ বাংলার উপর ভরসা করেন? যাদের অধিকাংশ বুথই সপ্তাহের সাড়ে ৬দিন নেটওয়ার্ক প্রব্লেমে থাকে? আবার তারা নাকি সব থেকে বেশি বড় নেটওয়ার্ক বানাইসে... ...... তার থেকে ব্রাক, এসসিবি,ইবিএল এগুলা ভালো করতেসে

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০২

খাটাস বলেছেন: আমি তো অনেক বুথে দেখেছি হেল্প লাইনের নাম্বার থাকে।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: হেল্প লাইনে ফোন করেও অবশ্য কোন লাভ হতোনা। পরবর্তী মেইনটেনেন্সের সময় ঐ কার্ড বের করে যে ব্রাঞ্চের এ্যাকাউন্ট, সেখানে দিয়ে পাঠাবে। গ্রাহককে সেখানে গিয়ে নিয়ে আসতে হবে।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক জায়গায় নাম্বার থাকে......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.