নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম হীন চিন্তা ভাবনা .....

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩

অনেক দিন পর কিছু একটা লিখছি। তেজগাাঁও বেগুন বাড়ি রাস্তা ধরে রিক্সায় করে যাচ্ছিলাম। দেখলাম রাস্তার দুই ধারে ভাঙা চোরা ঘর। দেখেই বোঝা যায় দোকান গুলো কিছু দিন পূর্বেই উচ্ছেদ অভিযানের ঝড়ের কবলে পড়েছিলো। তারপরেও বর্তমানে তারা ইট দিয়ে দেয়াল গেঁথে দোকান ঘর করেনি, তবে তারপুলিন দিয়ে ছাদ করে যার যার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। রিক্সায় যেতে যেতে দেখছিলাম সেই বেচা কেনার দৃশ্য। কেউ মোবাইলের যন্ত্রাংশ, হেড ফোন , কেউ বা চুল কাটছেন, কেউ বা শাক সব্জি বিক্রি করছেন, কেউ বা বই খাতা কলম পেন্সিল এর দোকান সাজিয়ে বসে আছেন। চিন্তা করলাম এটাই আসলে জীবন সংগ্রাম। পেটের দায় বড় দায়। নিজের চিন্তা, পরিবারের ভরণ পোষনের চিন্তা একটা মানুষকে কতটা এগ্রেসিভ করে তোলে। ভেঙে দেওয়া গুড়িয়ে দেওয়া ঘরে বেজে ওঠে জীবনে সুর। সারাদিন সে যা আয় রোজগার করে, তা দিয়ে কতগুলো জীবন বাঁচে, কতগুলো পেটের জালা মেটে, কতগুলো মনের ক্ষুদ্র আশা বা স্বপ্নের কিঞ্চিৎ পূরণ ঘটে।

কত মানুষ এভাবেই কষ্ট করে নিজেদেরে জীবন জীবিকার ব্যবস্থা করে যাচ্ছে, আবার কিছু কুলাঙ্গার এই খেটে খাওয়া মানুষ গুলো থেকে বখরা নিয়ে মৌজ মাস্তি করে বেড়ায়। ভাবতে অবাক লাগে মানুষে মানুষে কত ফারাক .....

রাস্তা জুড়ে পসরা বসানো আসলেই বিরত্তিকর। কিন্তু যখন দেখি বিজ্ঞান কলেজ বা হলিক্রসের সামনে ফ্ল্যাগ ষ্ট্যান্ড লাগানো গাড়ি গুলো ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে জ্যাম বাধায়, কই তথন তো কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বুল ডোজার নিয়ে ছুটে আসতে দেখি না ...... প্রতিদিন চলছে এই বৈষম্য ..... আমাদের ভবিষ্যত প্রজন্ম শিখছেও এই বৈষম্য ......

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫

মামুন রশিদ বলেছেন: বৈষম্যহীন একটা সমাজ গড়তে আমরা ব্যর্থ হয়েছি । ভাবনাগুলো ভালো লেগেছে ।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৫

মোঃরাশেদুজ্জামান রাশেদ বলেছেন: ভাল লাগলো পড়ে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.