নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমে ব্যার্থ হয়ে রমিজ মিঞা পাশের গ্রামের সুন্দরী কমলার মুখে এসিড ছুড়ে মেরেছে ... মুখের ৭০ শতাংশ পুড়ে গেছে তার। পোড়া মুখের যন্ত্রণায় কাতর কমলা হাসপাতালে মৃত্যুর সাথে জুঝছে ..... ।
মানুষ কতটা অমানুষ হলে এমন করতে পারে? যাকে মনে প্রাণে সত্যিকার ভাবে ভালোবাসলি, তাকে না পেয়ে তার এতো বড় সর্বনাশটা তুই করতে পারলি? এটাই কি সত্যিকারের ভালোবাসা .... ? না এটা সত্যিকারের প্রেমিকের আচরণ হতে পারে না ....
উপরের ঘটনার মতোই আজ কঠিন যন্ত্রণার মধ্যে দিয়ে বয়ে চলেছে আমাদের সুন্দরবন। তার মুখে তৈল নামক এসিড ঢেলে দেয়া হয়েছে। মৃত্যু যন্ত্রণায় কাতর আজ শেলা নদী .... শেলা নদীর জীব বৈচিত্রের মুখ আজ ঐ কমলার মতোই বিভৎস .... কিন্তু কমলা যেমন তার নিজের কষ্ট নিজেই বয়ে বেড়াচ্ছে .... শেলা নদীকেও ঠিক এভাবে একাই বয়ে বেড়াতে হবে এই যন্ত্রণা ..... আমরা অপারগ ...তোমাকে নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ হে শেলা নদী, তোমাকে নিরাপদে রাখতে আমরা ব্যর্থ হে শেলা নদীর মাৎস্য সম্পদ, তোমার মূল্য বুঝতে আমরা ব্যর্থ হে সুন্দরবন .... !! আমাদের ক্ষমা করো ....আমাদের ক্ষমা করো ......
©somewhere in net ltd.