নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

পানিতে নয়- মানবতায় বিষ মেশানোর ইহুদি রাজনীতি এখন বিশ্ব স্বিকৃত !!!

২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:৪২


পানি-র অপর নাম জীবন। তৃষ্ণার্ত একজন মানুষকে পানি পান করানোর মতো মহৎ কাজ আর হয় না। ওষ্ঠাগত প্রাণ মূমুর্ষূ ব্যক্তিকেও মানুষ চামচে করে মুখে পানি তুলে দেয় পরম মমতায়। কথিত আছে একজন ব্যভিচারীনি অমুসলিম মহিলা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে বেহেশতে প্রবেশ করবেন। এই ঘটনা থেকেই বোঝা যায় পনি পান করানো (অর্থাৎ পান যোগ্য বিশুদ্ধ পানি) কত বড় মর্যাদা বহন করে।

কিন্তু বর্তমান বিশ্বের ইহুদি রাবীরা ঐ ব্যভিচারী নারীর তুলনায় কতটা জঘন্য আর নিকৃষ্ট হয়ে উঠেছে তা স্পষ্ট হয়ে ওঠে নিম্নেক্ত খবরে-



ফিলিস্তিনিদেরকে পশ্চিম তীর ছেড়ে যেতে বাধ্য করার জন্য অধিকৃত ফিলিস্তিনের খাবার পানিতে বিষ মেশানোর নির্দেশ দিয়েছে ইসরাইলের পুরোহিতরা। খবর পার্সটুডের।

রাবাই হিসেবে পরিচিত এই বর্ণবাদী পুরোহিতরা এক ধর্মীয় নির্দেশনা জারি করে ইসরাইলি বসতির অধিবাসীদেরকে এই জঘন্য ও মানবতা-বিরোধী কাজ করতে বলেছে।

সম্প্রতি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নানা এলাকায় খাবার পানির লাইন কেটে দিয়েছে পানি সরবরাহের ইসরাইলি কোম্পানি।
পানি সংকটে ফিলিস্তিনিদের দুর্ভোগ
ফিলিস্তিন আল ইয়াওম নামের সংবাদ-মাধ্যম জানিয়েছে, ইসরাইলি পুরোহিতদের পরিষদ প্রকাশ্যেই এক আদেশ জারি করে ফিলিস্তিনিদের খাবার পানিতে বিষ মেশানোর এই কাজকে বৈধ বলে ঘোষণা করেছে। এর আগে ইহুদী ধর্মের নেতারা বলেছিলেন, ফিলিস্তিনিদের সম্পদ চুরি করা ও তাদের জয়তুন বাগানের ফসল নষ্ট করাও বৈধ।

এরা কি তবে মানুষের কাতারে পড়ে!!

সূত্র- এটা কোন সভ্য মানুষের কাজ !

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:০৪

চাঁদগাজী বলেছেন:




ওখানে কি হচ্ছে, বাংলাদেশ থেকে জানা মুশকিল

২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৬

আহলান বলেছেন: খবরের মাধ্যমে যতটুকু জানা যায় ..

২| ২৩ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ওখানে বেশি কিছু হয় না।
হয় শুধু..........।
নিরীহ মানুষের প্রাণ সংহার।
অত্যাচারের রোলার স্টিম চলে অবিরাম।
আর চলে দখল দারিত্ব।
এটুকু দেখার চোখ নেই বিশ্ব মোড়লদের
অথচ
...................
................
...............

২৩ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪০

আহলান বলেছেন: ঠিকই বলেছেন ভাই ...দেখেও দেখে না কেউ, বুঝেও বুঝে না ... :(

৩| ২৩ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৪

সাধারন জন বলেছেন: আল্লাহ কিয়ামতের দিন ঐ ইহুদীদের কি করবেন তা একমাত্র তিনিই জানেন

তবে ফিলিস্তিনিদের বলবেন- আমার জমিন কি প্রশস্ত ছিলো না?
সৌদি-কাতার-কুয়েতিদের বলবেন-ফিলিস্তিনিদের আশ্রয় দাও নাই কেন?

কি জবাব দিবে এরা তখন?

ফিলিস্তিনিদের ওখান থেকে ঢিল না ছুড়ে হিজরত করে অন্য দেশে যাওয়াই উচিত, এটাই ইসলামের শিক্ষা, সুরা কাহাফ এই শিক্ষাই দেয়। আবার মুসলিম দেশগুলোর উচিত ওদের কে তাদের দেশে আশ্রয় দিয়ে নিজেদের নাগরিক বানিয়ে নেওয়া।

২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

আহলান বলেছেন: ধন্যবাদ

৪| ২৪ শে জুন, ২০১৬ রাত ৮:৩২

চিন্তিত নিরন্তর বলেছেন: নিজেদের সার্থ উদ্ধার করতে ওদের বছরের পর বছর সময় দিতে হয়েছে, এবার বুঝি সবচেয়ে নোংরা পথটাই বেছে নিচ্ছে। "CONTROL WATER CONTROLLED EVERYTHING "

২৪ শে জুন, ২০১৬ রাত ১০:৪২

আহলান বলেছেন: তাই মনে হচ্ছে ভাই

৫| ২৪ শে জুন, ২০১৬ রাত ১১:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাবাই হিসেবে পরিচিত এই বর্ণবাদী পুরোহিতরা এক ধর্মীয় নির্দেশনা জারি করে ইসরাইলি বসতির অধিবাসীদেরকে এই জঘন্য ও মানবতা-বিরোধী কাজ করতে বলেছে।

ছী: ঘৃণা তাদরে জন্য!

৥ সাধারন জন - এখনচাইলেই কি পৃথিবীর অন্য দেশে যা্ওযা যায়!! বাস্তবতায় ভাবুন! বড়জোর শরনার্থী হতে গিয়ে সাগলে সলিল সমাধি হয়.

এই ঘৃন্যতার অবসান হোক। বর্ণবাদী ইস্রেল ধ্বংস হোক

২৫ শে জুন, ২০১৬ সকাল ৮:৪০

আহলান বলেছেন: চাইলেই কি অন্য দেশ পুশ ইন মেনে নেবে? সারা বিশ্ব সিরিয়ান শরনার্থীদের বর্ডার ক্রসের কি করুণ দৃশ্যই না প্রত্যক্ষ করছে। ধন্যবাদ ভৃগু ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.