নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারাবিহ এলো সাহারী এলো,
এলো ক্বদরের রাত
কত আয়োজন, কতনা যতন,
সুমধুর তেলাওয়াত
আসরের পরে মাগরীব এলো,
সাথে লয়ে ইফতার
সবাই বসে করি মোনাজাত
চাই মাগফেরাত
এমনি করিয়া একটি একটি
রোজা মোর চলে যায়
গোনাহ আমাদের মাফ হলো কিনা
আমরা যে অসহায়।
রাত জেগেে জেগে কোরানের পাঠ,
করেছেন কত জন
সালাতের মাঝে সিজদায় পড়ে
ভাসিয়েছে দুনয়ন
আগামী রাতে উঠিবে আকাশে
নতুন মাসের চাঁদ
খুশিতে মোরা হবো ডগমগ
ভেঙে আনন্দের বাঁধ
সিয়াম সাধনের শিক্ষা দিয়ে
রমজান যে চলে যায়
আগামী রোজার দেখা পাব কিনা
থাকি মোরা সে আশায়!
০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ১১:২১
আহলান বলেছেন: ভাই কবিতায় হাতেখড়ি ... ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ১০:৩৯
সিগনেচার নসিব বলেছেন: সুন্দর লিখেছেন কবিতা !
অগ্রীম ঈদের শুভেচ্ছা রইল।