নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই মেলা মেলা কথা ব্লগে লিখেই যাচ্ছে। পৃষ্ঠার পর পৃষ্ঠা ভার্চুয়াল পাতায় পাতায় ভরে যাচ্ছে আমাদের সামু ব্লগ। কারোর লেখা আবার সর্বাধিক পঠিত, কারো আবার সর্বাধিক লাইক প্রাপ্ত, কারোটা আবার সর্বাধিক মন্তব্য প্রাপ্ত। তবে অধিকাংশের লেখাই দেখি সর্বাধিক অপঠিত, লাইক তো দূর, শূন্য মন্তব্যপ্রাপ্ত। কষ্ট করে লেখার পরেও যখন লেখা হিট খায় না, তখন লেখক চিন্তা করে কি উপকরণ মিশ্রণে লেখা তৈরী করলে আমার এই লেখা খানি ডান পাশের সরু ভিআইপি কলামে সর্বাধিক লাইক প্রাপ্ত বা সর্বাধিক মন্তব্য প্রাপ্ত বা সর্বাধিক পঠিত তকমা পেয়ে ঘন্টা তিনেকের জন্য ঠাঁই পাবে? যারা এমন চিন্তা ভাবনা করছেন, তাদের আর কোন চিন্তার কারণ নাই। এই সমস্যার সুবর্ণ সমাধান দেয়ার উদ্দেশ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস! (মনে মনে ভাবছি, এই বার আমার এই লেখা ভিইপি কর্ণারে আশ্রয় না পাইয়া কই যাইবো! )
প্রিয় সহ ব্লগার গন! শুরুতেই আপনাদেরকে আমি বলবো লেখার বিষয় ও হেডলাইন নির্বাচনে কৌশলী হোন। নিম্নে আমি আপনাদেরকে কিছু পদ্ধতি বাতলায়া দিবো, এই পদ্ধতি অনুসরণ করলে আপনার লেখা হিট হবেই হবে।
১ নং- ধর্ম ভিত্তিক ক্যচাল পদ্ধতিঃ
এই পদ্ধতিতে আপনি যেটা করবেন সেটা হলো যে কোন ধর্মের যেকোন বিষয়কে একটু খোচা মেরে ছেড়ে দিবেন। হয় মহা নবী (সাঃ) কে নিয়ে, না হয় শ্রী কৃষ্ণকে নিয়ে একটা কিছু বলে দিতে পারলেই আপনার কাজ শেষ। পোষ্টকে হিটের পর্যায়ে নিতে বাদবাকি কাজ আমরা পাঠককূল সেরে নেবো।
২ নং- ১৮+ পদ্ধতিঃ
এটি বহু পরীক্ষীত অব্যর্থ পদ্ধতি! অত্যান্ত সুচারু রুপে নারী/ পুরুষের গোপন বিষয়গুলো একটু তুলে ধরুন। হয় ডাক্তারী ভাষায় বা কবি সাহিত্যের ভাষায়, যেভাবেই হোক... পাঠক যদি একবার ধরতে পারে আপনি যৌনতা নিয়ে নাড়াচাড়া করছেন, তবে ঠিকই ভ্রমর যেমন ফুল খুজে খুজে আসন পেতে বসে, আমরা পাঠকরাও ঠিক তেমন আপনার পোষ্ট খুজে খুজে বসে যাবো। আর কোন কিছু না হোক, সর্বাধিক পঠিত তকমাটি তিন ঘন্টার জন্য আপনার অবধারিত।
৩নং- আড্ডাবাজি পদ্ধতিঃ
এটিও বেশ অব্যর্থ পদ্ধতি। প্রথমে ব্লগের বাম পাশ থেকে শত খানেক ব্লগারের নাম সংগ্রহ করুন। তারপর প্রত্যেককে সুন্দর অসুন্দর হাস্যকর উপাধীতে ফুলিয়ে দিন। তার পর মজা দেখতে থাকুন। কিভাবে আপনার দেয়া বাতাসে আমরা উড়তে উড়তে আপনার পোষ্টে এসে লাইক মেরে চলে যাব।
প্রিয় সহ ব্লগার! এই সব অব্যর্থ পদ্ধতি এপ্লাই করেও যদি আপনি সফলতা না পান, তবে সফলতা অর্জনের জন্য আপনাকে সত্যি সত্যিই একজন হুমায়ুন আহমেদ হয়ে উঠতে হবে। যে লেখায় সমাজ, দেশ, জাতি, সামান্য হলেও জ্ঞান লাভ করতে পারে। আপনার লেখায় তথ্য, বিজ্ঞান, যুক্তি থাকতে হবে। যা পড়ে পাঠক তার অজানাকে জানবে। চিন্তা শক্তি পাবে।
২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২১
আহলান বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। এই পোষ্টটি বহু গবেষণার ফসল। না হয় আপনিও ব্লগ অবজার্ভ করুন। সত্যতা টের পাবেন।
২| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২০
বিজন রয় বলেছেন: হা হা হা....... কেমন আছেন?
কিন্ত আপনার বাতলে দেয়া ৩টি পদ্ধতির কোনটাই আমি প্রয়োগ করিনা।
তবুও আমি লাইক পাই, মন্তব্য পাই, আমার লেখা অন্যেরা পড়ে।
এই জন্য আমি হিট ব্লগার না।
হা হা হা ................
২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২২
আহলান বলেছেন: আরে ভাই আপনি তো অর্জিনাল .... আপনার তো এসব লাগার কথাও না !
৩| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২১
হাতুড়ে লেখক বলেছেন: আমি দিব্যি দেখতে পাচ্ছি, এই পোষ্টখানাও হিট খাবে।
২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৩
আহলান বলেছেন: না না ভাই ! আমি একদম হিট সিকার নই ... কি যে বলেন ... !!!
৪| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৯
বিজন রয় বলেছেন: তবে আপনার বাতলে দেয়া ৩টি পদ্ধতি অনেকেই প্রয়োগ করেন।
কারণ তাদের কোন যোগ্যতাই নেই লেখালেখির।
আবার লেখা চোরের সংখ্যা দিন দিন বাড়ছেই।
আপনি কেমন আছেন তা বলেননি কিন্তু।
৫| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩১
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভাই আপনার এই পদ্ধতির কি নাম???
৬| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩২
গুলশান কিবরীয়া বলেছেন: ভালো পোস্ট , একেবারে হিট ওয়েভে লাল হয়ে যাবে এই পোস্ট ।
৪ নম্বরটা হোল -- সমালোচনা মূলক পোস্ট । সমালোচনা মূলক পোষ্টও খুব হিট হয় ।
৭| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৩
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ আমি একটা ফানপুস্ট রেডি করছিলাম। ৩য় নম্বুরের ডরে দিতে ভরসা পাইনা ম্যাল দিন(মাস দুয়েকের মতো) হইলো!! খামাকা ট্যাগিং খাইতে কার ভাল্লাগে?
৮| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৪
ঋদ্ধি বলেছেন: এই পোস্টটা মনেহয় ৪ নং পদ্ধতি
মজা করলাম। ভাল বলেছেন। সহি পর্যবেক্ষণ।
৯| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৭
অদৃশ্য বলেছেন:
বেশ মজারতো... ভাবছি পরের পোষ্টেই এর প্রয়োগ করে ফেলবো... দেখি বেটা হিট না খেয়ে কই যায়... হাহ হাহ হাহ
শুভকামনা...
১০| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শেষ প্যারাটা পড়লাম। ঐটাই কাজের।
১১| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৪
কাছের-মানুষ বলেছেন: আফসোস ৩টি পদ্ধতিই আমি প্রয়োগে চরমভাবে ব্যার্থ ! শেষেরটাই চরম ।
১২| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৬
গুলশান কিবরীয়া বলেছেন: শেষের লাইন গুলো ভালো বলেছেন , আমিও একমত রাজপুত্রের সাথে এবং আপনার সাথে । তবে খ্যাতি অর্জনই যদি হয় লেখার মূল উদ্দেশ্য তবে সেই উদ্দেশ্য কখনোই সফল হবে না । তাই আমি বলি ---
যতই করবে তড়িঘড়ি
ততোই হয়ে যাবে অনেক দেরি
সুখ্যাতি আর সুনাম , যাই বল না ,
ও বড়োই নিঠুর পাষণ্ড এক নারী
কাছে গেলেই গুটিয়ে নেবে
লজ্জাবতীর মতন ।
হা হা হাসি পেল -
লজ্জাবতী নয় গো , লজ্জাবতী নয়
এ যে ওর ধর্ম ,
ও এভাবেই রিএক্ট করে , তোমরা ভাবো লজ্জা , ও যে অমনি ।
তাইতো বলি ছুটো না খ্যাতির পেছন পেছন
ও আসবে সময় মতন,
ধরা দিয়ে জড়িয়ে নেবে নিভৃতে ।
১৩| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৮
অপ্রিয় সত্য বলেছেন: অাগে নিজে হিট হন
১৪| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩১
মিশু ইমতিয়াজ বলেছেন: শেষ ভাল যার সব ভাল তাঁর ।
১৫| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৬
সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: এ জন্যই আমি লিখি না, শুধু পড়ি। বুঝলেন তো ভাইজান? আসল কথা কিন্তু বললাম না।
১৬| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
সুমন কর বলেছেন: এবার আপনি প্রয়োগ করা শুরু করে দিন .............হাহাহাহা
পড়ুন, মন্তব্য করুন এবং তারপর লিখুন........!
১৭| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
সাহসী সন্তান বলেছেন: আপনার পোস্টও তো হিট! তিন নাম্বারটা ইদানিং অনেকেই দেখছি প্রয়োগ করছে। তবে আমার মতে লেখার মান ভাল হলে, ঐসব ছহী ফাঁদ নামা বা তাবিজ কবজের দরকার হয় না, বরং পাঠক খুঁজে নিয়ে লেখা পড়ে আসে!
রম্য হিসাবে পোস্টটা ভাল হৈসে! শুভ কামনা আহলান ভাই!
১৮| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
সামু পাগলা০০৭ বলেছেন: মজা লাগল পড়ে। শেষের কথাগুলো কাজের কিন্তু!
খ্যাতি নয় লেখার মান ধরে রাখাই হোক লেখকের প্রকৃত উদ্দেশ্য!
মজার লেখা উপহার দেবার জন্যে ধন্যবাদ।
ভালো থাকুন।
শুভকামনা।
১৯| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হিট। এই পোস্টটাও হিট। এটা ৪ নং তরিকা।
ধন্যবাদ আহলান।
২০| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
মনিরা সুলতানা বলেছেন: কত অজানারে পোস্ট
২১| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৪
রাজীব নুর বলেছেন: হুম।
২২| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫০
নীলপরি বলেছেন: আপনারটাও হিট ।
আরো কিছু উপায় মনে হয় আছে ।দেখেছি । তবে নিজে পাবলিকে কি খাবে সেই ভেবে লিখতে পারি না ।
২৩| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০২
আহলান বলেছেন: ব্যস্ততার কারণে সময় মতো সবার কমেন্টের উত্তর দিতে পারিনি। তবে সবার মজার মজার কমেন্ট আমার পোষ্টকে আরো সমৃদ্ধ করেছে। তাই সবাইকে একযোগে শুভেচ্ছা ও ধন্যবাদ .....
রোগীর চেয়ে ডাক্তার বেড়ে গেলে, মক্কেলের চেয়ে উকিল বেড়ে গেলে, ছাত্রদের চেয়ে শিক্ষক বেড়ে গেলে, যেমন বিড়ম্বনা আর জটিলতার সৃষ্টি হয়, ঠিক তেমনি পাঠকের চেয়ে লেখক বেড়ে গেলে সাহিত্যের বারোটা বাজে .... মান সম্পন্ন জীবন ঘনিষ্ট সমাজের জন্য প্রয়েজনীয় লেখাগুরুত্ব না পেলে সেই প্ল্যাটফর্ম কত কাল মান সম্পন্ন থাকবে! জাতি বিবেকের কাছে বিরাট প্রশ্ন এটাই!!!
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৮
প্রামানিক বলেছেন: যুক্তি মন্দ নয়। ধন্যবাদ