নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ার্ডপ্রেসে আগে একটা ব্লগ এখন আর না এই নামেই ছিল । তাই সে নামই রাখলাম । আমার ব্লগ লেখা পাগলা ।

লেখা পাগলা

একজন সাধারন মানুষ,বাংলাদেশের একজন অসচেতন নাগরিক ।

লেখা পাগলা › বিস্তারিত পোস্টঃ

মন সেও যেন এক কূলহীন নদী

০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৫


অশ্রু মাখা চোখ ‘দু’টো,নোনা অশ্রুতে করে থৈ থৈ
আশ্চার্য নিজেও বলতে পারে না তার দুঃখের সে প্লাবনের শেষটা কই ।
জল পায় না খুঁজে তার তলের ঠিকানা,
কোথায় শুরু,আর কোথায় শেষ, তাও তার অজানা ।
মুক্ত লুকিয়ে থেকে বাসা বাঁধে ঝিনুকের মাঝে,
আবার সেখান থেকেই কেউ না কেউ তাকে নেয় খুঁজে ।
পুরো পৃথিবী জুড়েই যেমন আছে ভয়ের রাজ্য,
তেমন আছে দূর্সাহসেরও বহু খেলা,
পৃথিবীটা ভয়,সাহস,এ দুইয়ের রয়েছে সমান অধিকার,
কেউ কারো থেকে নয় আলাদা, নয় একালা ।
মন সেও যেন এক কূলহীন নদী,
এই কমে সুখ বেড়ে যায় দুঃখের গতি।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৬

বোরহাান বলেছেন: ভালো লিখেছেন! ক্যারি অন

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১:৪৭

লেখা পাগলা বলেছেন: ধান্যবাদ ভালো থাকুন জীবন মঙ্গলময় হোক।

২| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৬

মামুন ইসলাম বলেছেন: বাহ! চমৎকার কবিতা।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১:৪৫

লেখা পাগলা বলেছেন: শুভকামনা থাকলো ।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৭

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কবিতা ।
শুভেচ্ছা রইল ।

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৯

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা রইল ।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারণ লেখা।

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২০

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ হাসু মামা ।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: তাউ, দুর্সাহসেরও, একালা, সেউ।
বানান গুলো ঠিক করে নেন।

একজন লেখকের জন্য সমালোচনা আশীর্বাদ।
অনেকে অনেক কিছু বলে। আপনি লিখতে থাকুন। এই মন্তব্যটা যে করেছেন সে মেইন কথাটাই বলে নি।
- লিখুন তবে সমালোচনাকে মাথায় রেখে।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: তাউ, দুর্সাহসেরও, একালা, সেউ।
বানান গুলো ঠিক করে নেন।

একজন লেখকের জন্য সমালোচনা আশীর্বাদ।
অনেকে অনেক কিছু বলে। আপনি লিখতে থাকুন। এই মন্তব্যটা যে করেছেন সে মেইন কথাটাই বলে নি।
- লিখুন তবে সমালোচনাকে মাথায় রেখে।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:১০

রক্তিম দিগন্ত বলেছেন:
সুন্দর কবিতা। ভাল লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.