নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ার্ডপ্রেসে আগে একটা ব্লগ এখন আর না এই নামেই ছিল । তাই সে নামই রাখলাম । আমার ব্লগ লেখা পাগলা ।

লেখা পাগলা

একজন সাধারন মানুষ,বাংলাদেশের একজন অসচেতন নাগরিক ।

লেখা পাগলা › বিস্তারিত পোস্টঃ

\'\'প্রেম হলো কবি জীবনের শ্রেষ্ঠ বিষাদ,,

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১১:৩০


প্রেম থেকেই অপলক সৃষ্টি
কিছু নষ্ট মনের নষ্ট দৃষ্টি
আবার অবিরত আঁধার গর্জন
দুই নয়নে ঝরে শুধু অপসুখের বৃষ্টি।

মুছে যাওয়া আবরন,
তুলে ধরা বিচ্ছেদ বিবরন,
তেমন নাই রজনীর ছঁন্দ,
শুধু শুধু দুই ভুলের দন্দ ।

কবির প্রেম তাকে বানিয়ে তুলে ছন্দ অক্ষর,
প্রেম আসলে বিষাদ ভরা একটি কারাগর।
প্রেমে না পড়ে হয়নি কবি যে,
কি করে কবিতায় বিরহের ছাপ তুলবে সে।

প্রেম যুগের পর চালিয়ে চলছে ধংস'টা,
প্রেমে আছে বিরহের বিষের কাটা,
প্রেম অভিশাপ,প্রেমে জন্ম মিথ্যে অপবাদ,
প্রেম হলো, কবি জীবনের শ্রেষ্ঠ বিষাদ।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৬

উদ্ভ্রান্ত কবি বলেছেন: একদম সত্য লিখেছেন কবি ভাই

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১১:৫০

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ নিরঅন্তর শুভকামনা জানবেন।

২| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৯

nilkabba বলেছেন: প্রেম যদি হয় জীবনের শ্রেষ্ঠ বিষাদ
তবে সে বিষাদিত জীবনেও রয়েছে মধুরতা,,,,
সুন্দর লিখেছেন।

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১০

লেখা পাগলা বলেছেন: নিরঅন্তর শুভকামনা জানাই।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩৭

রক্তিম দিগন্ত বলেছেন:
পুরো কবিতার কী দরকার?
প্রথম স্তবকেই যথেষ্ট - প্রেমের সংজ্ঞা দেওয়ায়।

চমৎকার লিখেছেন। +

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১২

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ প্রিয় রক্তিম দিগন্ত ভাই।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:০৬

ভ্রমরের ডানা বলেছেন:
প্রেমাসক্ত কবিতা ভাল লেগেছে। কবিতায় কিছু টাইপো আছে। ঠিক করে নিন।

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৪

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ নিরঅন্তর শুভকামনা থাকল।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লেগেছে। ;)

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৪

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ নিরঅন্তর হাসু মামা।

৬| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৮

ঠ্যঠা মফিজ বলেছেন: কবিতা অন্যরকম ভালো লাগা।

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৫

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ নিরঅন্তর ঠ্যঠা মফিজ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.