![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“দিবা” কাব্যের প্রহসনে পদদলিত মন্থরিত স্মৃতির দেয়াল। অনুসূচনার যৌবনিক আড়ষ্টতায় অধরা লগ্নের জলছবি, নষ্ট জীবনের বিপন্ন বৃত্তে আজো আঁকি কার ছবি। সে কি তুমি ? হয়তবা!
হাঁটতে হাঁটতে ৩০ টি বসন্ত পার হয়ে সভ্যতার এ দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ভাবছি কে আমি ?
কোত্থেকে আর্বিভূত হলাম। কোন কি আগন্তুক!
না স্বপ্ন-বিলাসী স্বপনের দোরগোড়ায় দাঁড়িয়ে কি দেখছি
সভ্যতা না অসভ্যের অরাজকতা
৩০ টি বসন্ত তা আর এমন কি ?
তাহলে কি সময়ের অপর নাম অস্থিরতা
না নৈতিক মূল্যবোধের নাগপাশ থেকে মুক্তি
না মূল্যহীন ভালবাসার সাজানো সংসার
যার এক পাশ স্পর্শকাতর অন্য পাশে অভিনয়।
তবে কি অনেক দেখেছি, হাঁসির অন্তরালে অব্যক্ত সত্য
ভালবাসার নামে মিথ্যে অনুকরণ
পয়োধর দিয়ে এন্টারটেইনমেন্ট।
বাষ্প-হীন অনুতাপয় কান্না দেখিনি দেখেছি
অট্টহাস্যে ফেটে পড়া অভিসার
দিয়েছি ক্লেদাক্ত জীবনের অভিসম্পাত
আমি কি নিষ্পাপ ছিলাম ?
পুষ্পের পরাগ রেণু তো আমি নই
তবে আমার কেন এই অভিযোগ
তাহলে এর সবই কি অসার পঙক্তি
না মিথ্যে প্রবোধ নয় নৈতিকতার স্খলন।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! সুন্দর ; কথা ও কাব্যে মুগ্ধতা ।
বাসন্তিক শুভেচ্ছা রইল।