![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“দিবা” কাব্যের প্রহসনে পদদলিত মন্থরিত স্মৃতির দেয়াল। অনুসূচনার যৌবনিক আড়ষ্টতায় অধরা লগ্নের জলছবি, নষ্ট জীবনের বিপন্ন বৃত্তে আজো আঁকি কার ছবি। সে কি তুমি ? হয়তবা!
চোখ মেলে তোমাকে দেখব বলেই, সকালটা হয় না, সকাল আসে
বহু দীর্ঘ পথ মাড়িয়ে, শিশিরের ভেঁজা পায়ে
শঙ্খিনী নদী তীরে, সোনা ঝরা রোদ্দুরে।
সকাল আসে
নান্দনিক প্রাণ তরঙ্গে
দিগ্বিদিক শিহরিত শব্দ-লহরীর মধ্যে
মহুয়ার ঘ্রাণে।
সকাল আসে
কলঙ্ক মুছে দিয়ে, সামাজিক অনুশাসনে
সংস্কারের পথ ধরে, শুকিয়ে যাওয়া মন বাগিচায়
পুষ্পের অনুরাগে।
সকাল আসে
আমার মত করেই কাউকে ঠকাতে
হিমের উগ্র ঘন্ধে, ছাই রঙ্গা প্রজাপতির পাখা মেলে
ঘুঘুর কবোষ্ণ বুকের মত খন্ড প্রকৃতির অনুকম্পা হাতে।
সকাল আসে
উষ্ণতায় আশ্লেষে ভরন্ত ভাল লাগায়
পাণ্ডব বর্জিত শরীরাশ্রীত ক্লান্ত মনে।
সকাল আসে
ভালবাসার শব ব্যবচ্ছেদে সাহসী কোন যুবতীর
তারুণ্য উজ্জ্বল অপাপবিদ্ধ গর্বিত বিশ্বাসের মহীরুহে।
সকাল আসে
আমার একাকীত্বের উৎসবে
স্বপ্ন বিলাসী অভিশপ্ত একাকী ভঙ্গুর পৌরুষের গায়ের গন্ধ নিয়ে।
সকাল আসে
আসা এ সকালটার মত করেই
তোমাকে চাই শরীর মনের সমস্ত উষ্ণতা দিয়ে
লজ্জা-ভারে নুয়ে থাক তুমি
ভাল লাগা লজ্জাবতীর মত
বে-হিসাবী পৌরুষের দাবদাহে।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
লিখন ০৩ বলেছেন: ধন্যবাদ তটুকুই যতটুকু সুন্দর মন নিয়ে কবিতাটা পড়েছেন। আর সাবলীল মন্তব্যে সাহস দিয়েছেন
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৯
মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।