![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই তো এখনকার যুগে অনলাইন এ কামাই করা নিয়ে বিজি । নতুন কামাই এর কথা জানলাম আমার জয়পারা, দোহার, ঢাকার এক ছোট ভাই এর কাছে । তার এলাকায় তো শাহবাগ নিয়ে হুলুস্থুল কারবার ! সেখানে নাকি শাহবাগ আন্দলনে যাওয়ার জন্য লোক ভাড়া করা হচ্ছে । তার পরিচিত ১৩-১৪ জন এখন শাহবাগ এ কামাই নিয়ে পড়ে আছে । আওয়ামি লিগ এর কর্মীরা তাদেরকে শাহবাগ এ যাওয়ার জন্য ঘণ্টা প্রতি ৫০ টাকা এবং তিন বেলা বিরানি খাওয়াবে । এই সুযোগ কি আর কেও ছাড়বে !!
কেমন কথা !!! শাহবাগ আন্দলন এ যাওয়াটা সম্পূর্ণ মনের ব্যাপার । কারো মাঝে দেশপ্রেম থাকলে সে এমনি ই শাহবাগ এ যাবে , এজন্য তাদের পারিশ্রমিক দিতে হবে কেন ! এভাবে কাওকে প্রলভন দেখিয়ে শাহবাগ নিয়ে যাওয়ার কোন দরকার আছে বলে আমি মনে করিনা । কেও এসব প্রলভন এ জড়াবেন না প্লিজ । দেশপ্রেম থাকলে এমনি ই যাবেন ।
©somewhere in net ltd.