![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে যারা সংখ্যালঘু সংখ্যালঘু করে নিজেদের বজ্রকন্ঠ বিস্ফোরিত করছেন তাদের ভাষ্যমতে সংখ্যালঘু কারা? জাতিগত, নৃতাত্ত্বিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং ভাষাগত ক্ষুদ্র জনগোষ্ঠীদের সংখ্যালঘু বলা হচ্ছে। আন্তর্জাতিক আইনে জাতিসংঘের ঘোষণাপত্র অনুযায়ীও সংখ্যালঘুর একই সংজ্ঞা দাঁড়ায়। সংজ্ঞাটির প্রস্তুতকারক যদিও আন্তর্জাতিক আইন সংস্থা কিন্তু বাংলাদেশের মত বেআইনের দেশে আইন কর্তৃক প্রদত্ত সংজ্ঞা ব্যক্তিগতভাবে আমি মানি না !! হ্যাঁ আমি এই অবলা ক্ষুদ্র জনগোষ্ঠীদের নিয়েই লিখছি। অনেকেই হয়ত বলবেন যে এ তো পুরনো বিষয়। কিন্তু এই পুরনো বিষয়টিই যে এখনো আমরা ভালভাবে বুঝে উঠতে পারিনি, নিজেদের সংকুচিত মন প্রসারিত করতে পারিনি তাদের ব্যাপারে !!
সংখ্যালঘু কি ??!! কিসের সংখ্যালঘু !! কেন !! তাদের কি মানুষ পরিচয়ে পরিচিত করা যায় না !! বাঙালি পরিচয়ে পরিচিত করা যায় না !! মুক্তিযুদ্ধের অন্যতম মূল লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ !! এই কি তার বর্তমান অবস্থা !! আসলে সারা দেশজুড়ে ভোট দেয়ার অপরাধে পাঁচ শতাধিকের বেশি হিন্দু ধর্মাবলম্বীদের ঘর-বাড়ি যারা পুড়িয়ে দিয়েছে তারাই কি সংখ্যালঘু নয় ??!! আমরা যারা তাদের কষ্টে বেদনাপ্লুত তাদের সংখ্যাই কি বেশি নয়??!! বাঙ্গালিরা লড়তে জানত, এখন কি জানে না?? আমরা কি পারি না এই ক্ষুদ্র জনগোষ্ঠীর উপর যারা হামলা চালাল সেই সংখ্যালঘুদেরই ৭১ এর মত পুনরায় ধ্বংস করে দিতে??!! যেখানে আমাদের ইসলাম ধর্মেই বলা হয়েছে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা জানাতে তাহলে কেন তাদের প্রতি এই আচরণ !!??
পরিশেষে এই কথাই বলতে চাই যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আর এও ভুলে গেলে চলবেনা যে উপরে একজন সবই দেখছেন !! এবং তিনি অবশ্যই ন্যায় বিচারক !!!
২| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৪
আমি লিও বলছি বলেছেন: যাক ! সমর্থন পেয়ে ভাল লাগলো। অসংখ্য ধন্যবাদ
৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩
রকিবুল বলেছেন:
ভাল বলেছেন ভাইয়া, সংখ্যালঘু তারাই যারা সংখ্যায় কম এবং মানুষকে মানুষ মনে করে না।
তাদের এই দুনিয়া থেকে হটাতে হবে এবং সংখ্যালঘু মুক্ত দুনিয়া গড়তে হবে।
৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৫
আমি লিও বলছি বলেছেন: একদম ঠিক বলেছেন গুরু । দোয়া রাখবেন
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
সাদা মনের মানুষ বলেছেন: আপনার সুন্দর ভাবনায় আমি চমৎকৃত, ঐ আক্রমন কারীরাই সংখ্যালঘু।