নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস থেকে লিখছি. .....

রফিকুজজামান লিটন

আমি একজন প্রকৌশলী।একটা মোবাইল কোম্পানিতে কামলা দিই ।নিজের সুখ দুঃখ শেয়ার করতে চাই সবার সাথে। স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।

রফিকুজজামান লিটন › বিস্তারিত পোস্টঃ

গ্রামে একখান বাড়ি বানাতে চাই। ডিজাইন দিয়া সাহায্য করেন।

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:০২



দাদার আমলের একখান ভাঙ্গাচোরা গ্রামের বাড়ি আছে। প্রায় পরিতাক্ত বলা যায়। আমার আম্মার খুব শখ গ্রামে একখান ছিমছাম বাড়ি হবে, মাঝে মাঝে ওখানে ঘুরতে যাবে।পুকুরে মাছ চাষ করবে। ফসলের সময় সে গ্রামের বাড়িতে যেয়ে থাকবে। আম্মা তার ছেলের বউরে নিয়ে গ্রামে ঘুরতে যাবে। নাতি নাতনি হলে পুকুরে নিয়ে সাঁতার শিখাবে। আমার আম্মার পরিকল্পনা বলে শেষ করা যাবে না। দুনিয়ার সব আম্মারা মনে হয় একইরকম। গ্রাম গ্রাম বলে অস্থির। আম্মার জন্য আসলে কিছুই করা হয়নি। এবার ভাবছি আম্মার জন্য একটা বাড়ি করে দিব। উপরের বাড়ির ডিজাইনটা আমার মুটামুটি ভালো লাগছে। আপনাদের কাছে আরও ভালো বাড়ির ডিজাইন থাকলে আমাকে দিয়া সাহায্য করেন। আমার গ্রামের বাড়ি প্রায় ৪ বিঘা জমির উপর অবস্থিত। আমার বাজেট ৫ থেকে ৭ লাখ টাকার মতো। পরবর্তী মাসেই বাড়ির কাজ শুরু করব। প্লিজ প্লিজ সুন্দর গ্রামের বাড়ির ছবি দিয়া সাহায্য করেন। ও হ্যাঁ যার ডিজাইন পছন্দ হবে তার জন্য থাকবে আমার আম্মার হাতের রান্না খাওয়ার সুযোগ। :):)

মন্তব্য ৪৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:০৪

উত্তেজিত বলেছেন: আয়েশ কইরা বসলাম। আমারো একটা ডিজাইন দরকার আপনের মত। দেখি কি আসে। :)

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:২১

রফিকুজজামান লিটন বলেছেন: :) :)

২| ৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:১৪

শিক কাবাব বলেছেন: ৫ লাখ টাকা দিয়া শুধু বাথরুমটা হইব। বর্তমানে রড সিমেন্টের যে দাম। ২০-৫০ লাখ থাকলে খবর দেন। আমার বাড়ি বানাবার শখ এই যে : বেলকনি অবশ্যই থাকতে হবে, যাতে বৃষ্টি দেখে দেখে চেয়ারে বসে গরম গরম চা খাওয়া যায়। মাঝে মধ্যে হাওয়ার ঝাপটায় বৃষ্টির পানির ফোটা গায়ে এসে পড়বে, খুব আরাম লাগবে।

আসলে, বেলকনি আর বারান্দার পার্থক্য অনেকেই জানে না। এক্ষুনি জেনে নিন।

বারান্দা হচ্ছে জাষ্ট রুমের মত। মানে ওটাকে রুম না বানিয়ে ওয়াল না দিয়ে গ্রিল দিয়ে দিলেন। এটাই বারান্দা। আর যেটা বল্ডিংয়ের বাইরে, তা বেলকনি (ঝুলন্ত বারান্দা)।

বারান্দা
.



বেলকনি
.

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:২০

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ শিক কাবাব ভাই। আসলে আমার গ্রামের বাড়িতে কেও থাকে না। তাই বেশি টাকা খরচ করতে চাচ্ছি না। বছরে দু একবার বেড়াতে যাই।

৩| ৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:১৮

চেয়ারম্যান০০৭ বলেছেন:









Click This Link style='border: 1px solid #ccc;align:center;clear:both' width='120' />

এইটা আমার গ্রামের বাড়ি।কাজ এখনো চলতেছে।এখানে বাড়ির হাফ পার্ট।বাকিটার ছবি পাচ্ছিনা। দেশে গিয়ে তাড়াহুড়ায় তোলা কিছু ছবি।পাশে পুকুর ও গাছ সবি আছে কিন্তু তোলা হয়নি।

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩০

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ নাদিম ভাই, আপনার বাড়ির ডিজাইন টা লাগছে। বিশেষ করে রঙিন টিন। আমারও ইচ্ছা আসে রঙিন টিন ব্যাবহার করার।

৪| ৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:২৫

শিক কাবাব বলেছেন: চেয়ারম্যান মামু ! এত বড় বিশাল বাড়িতে থাকবো কে? আশে পাশেতো লোকজন কাউকে দেখছি না।

ভাই, দুঃখের কথা আর কি বলবো। বেক্কলতির দুঃখ আজো বয়ে বেড়াচ্ছি। এক লোকের বুদ্ধিতে ২৫ বছর আগে এরকম টিনশেড করি। ৩ রুম বারান্দা বাথরুম কিচেন। খরচ হইছে ১ লাখ ৭৫ হাজার। মাগার দুঃখ এইটা যে টিন ও কাঠ দিতে যে খরচ হইছে আর সামান্য কিছু বাড়ায়া দিলে ছাদ ঢালাই দিতে পারতাম, যা আরো টেকশই ও সুন্দর হইতো।

৫| ৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:২৬

আমি লিখতে চাই না বলেছেন: বাগান বাড়ি নিশ্চয় বানাবেন। ই-মেইল আইডি দেন, ডিজাইনের ছবি আকিয়ে তিন দিন পর পাঠাচ্ছি।

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৫

রফিকুজজামান লিটন বলেছেন: হ্যাঁ , বাগান করাই আছে, এর মধ্যে একটা বাড়ি হবে।

০১ লা মে, ২০১২ বিকাল ৫:০৪

রফিকুজজামান লিটন বলেছেন: [email protected]

৬| ৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৩

চেয়ারম্যান০০৭ বলেছেন: শিক কাবাব@

কেন ব্উ পোলাপাইন লইয়া মাঝে মাঝে আয়া পড়বেন।পুকুরে মাছ ধরবেন।বিলে গোছল করবেন।সামনের নারিকেল গাছ থাইকা ডাব পাইড়া খাইবেন ;)

বাড়ি আরো বড় রে ভাই।কেউ থাকেনা।আর পাশেই ঢালাই করা আরেকটা বাড়ি আছে।কিন্তু আম্মুর শখ রং্গিন টিন দিয়ে একটা বাড়ি করবে।কি আর করা।এখন পর্যন্ত অলরেডি ৯ লাখ গেছে।আরো ৫-৬ লাখ যাবে।ভিতরে টাইলস লাগাইবো আমার মায়ে :) আমি পড়াশোনা করলেও প্রায় ৫-৬ লাখ টাকা দিছি।বাপে বাকিটা দিছে।

বৃষ্টির দিনে টিনের ঘরের মজাই আলাদা :)

আর ব্যাপারনা মিয়া নতুন একটা বিল্ডিং বানায়া ফালান :) ভালো থাইকেন।

৭| ৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৭

আবিরে রাঙ্গানো বলেছেন: বাড়ি বানিয়ে শিক্ষা হয়েছে, পাঁচ লাখ বাজেট থাকলে ১০ লাখ খরচ হবে। পারবেন? বাড়িতে বাথরুম থাকবে কয়টা, রুম চান কয়টা? টাইলস হবে না? দুইটা টাইলস বাথরুম করতে কতটাকা খরচ হয় আগে হিসাব করে নিয়ে আপনার বাজেট হিসাব করবেন। উপরে ছাদ চান কিনা? আরো বিস্তারিত লাগবে। তবে একটা কথা বলি, গ্রামে ২ তলা বাড়ি, ২য় তলায় বারান্দা/বেলকনি না থাকলে বাড়ির দাম আমার মতে শুন্য। যাই কইরেন একটা বেলকনি বানাইয়েন। আর আম্মাকে বলবেন না বাড়ি বানাচ্ছেন। বাড়ি বানানো শেষ হলে আম্মাকে নিয়ে গ্রামে গিয়ে চমকে দেয়া যায় কিনা?

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৩০

রফিকুজজামান লিটন বলেছেন: আপনার পরামর্শ গুলো ভালো লাগছে। আমি খরচ বেশি করতে চাচ্ছি না কারন গ্রামে বেশি যাওয়া হয়না। এটা আম্মার শখ বলতে পারেন। ৫-৭ লাখের মধ্যে রাখার চেষ্টা করব তবে বাজেট বাড়ানো সমস্যা না। ৩ রুম হবে, একটা ওয়াশ রুম, একটা কিচেন রুম হবে। শুধু ওয়াশ রুম টাইলস হবে। চেষ্টা করবো আম্মাকে সারপ্র্যাইজ দেয়ার।

৮| ৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৫৪

রঙ্গভরা বঙ্গদেশী বলেছেন: আমারটার ছবি দিতে পারতাম। কিন্তু আপনার বাজেট ৫ থেকে ৭ লাখ টাকার মতো বলেছেন। বাজেট আরো একটু বাড়াতে হবে।

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৩২

রফিকুজজামান লিটন বলেছেন: ভাই, আগে ছবিটা দেন।তারপর বাজেট নিয়া চিন্তা করতেছি।

৯| ৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:৫৯

ধৈঞ্চা বলেছেন:

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৩৩

রফিকুজজামান লিটন বলেছেন: বাড়িটা খুবই সুন্দর তবে মনে হয়না এভাবে বানাতে পারব।

১০| ৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:০৩

হেডস্যার বলেছেন:
@আমি লিখতে চাই না ও লিটন ভাইঃ
ডিজাইঙ্খানার একটা কপি দিলে কৃতার্থ হইতাম :)

[email protected]

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৩৫

রফিকুজজামান লিটন বলেছেন: অবশ্যই ডিজাইন পেলে আপনাকে পাঠাবো।

১১| ৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:০৭

উত্তরেরকল্পতরু বলেছেন: সহযোগিতা করতে চাই। আরেকটু বিস্তারিত জানাতে হবে। কারণ চার বিঘা জমির বাউন্ডারি দিতেই আপনার বাজেটের চাইতে বেশী অর্থ লাগবে। ঠিক কতটা জায়গায় বাড়ি বানাবেন, কতগুলি রুম বানাবেন, কয়টা বারান্দা হবে, কয়টা টয়লেট হবে ইত্যাদি জানা প্রয়োজন।

[email protected]

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৩৯

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ আপনাকে। বাউন্ডারি দিতে হবে না। ৩ টা রুম হবে সাথে একটা ওয়াশ রুম, একটা কিচেন রুম হবে। ছোট একটা বারান্দা হবে।একটা ডিজাইন দিলে কৃতার্থ হইতাম । :)

১২| ৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৫৫

একাকি জীবন বলেছেন: ???

৩০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:১২

রফিকুজজামান লিটন বলেছেন: ???

১৩| ৩০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:০৫

পানকৌড়ি বলেছেন: চেহারমেন ছাবের বাড়িটা আমার মনে ধরছে । পুরা চেয়ারমেনি বাড়ি ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগো বাড়ি এমুন ই থাকে ।

৩০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:১৪

রফিকুজজামান লিটন বলেছেন: আমারও ভালো লাগছে। গ্রামে বাগানের মধ্যে এই রকম বাড়ি হলে বেশ ভালো লাগে।

১৪| ৩০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:১৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: হা হা আমার চাচা কিন্তু আসলেই চেয়ারম্যান আর মামা এমপি।:) @ পানকৌড়ি ভাই

গিয়ে একদিন বেড়াইয়া আসেন ,ভালো লাগবে :)লিটন ভাই ও যাইয়েন।

৩০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:২৩

রফিকুজজামান লিটন বলেছেন: অবশ্যই যাব, আপনার বিয়ের দাওয়াত এর অপেক্ষায় :D :)

১৫| ৩০ শে এপ্রিল, ২০১২ রাত ৮:০৬

আল মামুন ১৯৮৭ বলেছেন: @রফিকুজজামান লিটনঃ আপনি যে কয়টা ডিজাইন পান পারলে আমার ইমেইলে পাঠাইয়া দিলে কৃতজ্ঞ থাকব। কাজে আসতে পারে বলে মনে হয়। শুভ কামনা রইল আপনার ও আপনার মায়ের জন্য।

৩০ শে এপ্রিল, ২০১২ রাত ৮:৪৬

রফিকুজজামান লিটন বলেছেন: অবশ্যই ডিজাইন পেলে আপনাকে পাঠাবো। আপনার জন্যও রইল নিরন্তর শুভকামনা।

১৬| ৩০ শে এপ্রিল, ২০১২ রাত ৮:০৭

আল মামুন ১৯৮৭ বলেছেন: sorry! আমার ইমেইলঃ [email protected]

১৭| ০২ রা মে, ২০১২ রাত ৮:২০

ইন হেল বলেছেন: http://www.homestyler.com

এই সাইট এ গিয়ে আপনি নিজেই ডিজাইন করে নিতে পারবেন ।

আমিও একটা বানাবো গ্রামে । ডিসেম্বরে কাজ শুরু করব ইনশাল্লাহ ।

আমার বাড়ির আয়তন হবে ৫০ বাই ৩০ ফিট । একটা ভালো ডিজাইন

পাইলে আমারে সেন্ড করেন ।

[email protected]

০২ রা মে, ২০১২ রাত ৮:৩২

রফিকুজজামান লিটন বলেছেন: অবশ্যই ডিজাইন পেলে আপনাকে পাঠাবো। আমি এখনও ভালো ডিজাইন পাই নি।

১৮| ০২ রা মে, ২০১২ রাত ৮:৩৭

কান্না হাসি বলেছেন:

০২ রা মে, ২০১২ রাত ৮:৪৩

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ ভাই

১৯| ০২ রা মে, ২০১২ রাত ৮:৫৪

নীল-দর্পণ বলেছেন: আপনার পোষ্টের ছবির বাড়িটিই অনেক সুন্দর। সামনে এরকম বারান্দা ওয়ালা বাড়ী অনেক ভাল লাগে। নিজেরা সেরকম করে না থাকলে ঐ ডিজাইনেই বানাতে পারেন, বাংলো বাড়ীর মতন লাগবে। বছরে দু একবার বেড়িয়ে মজা পাবেন।

আমার বয়স কম & ঢাকায় বড় হলেও ইচ্ছেগুলো আপনার মায়ের মতন-ই :)

দোয়া করি আপনার মা যাতে তার স্বপ্ন বাস্তবে দেখে যেতে পারেন :)

০২ রা মে, ২০১২ রাত ৯:০৯

রফিকুজজামান লিটন বলেছেন: আমার ও ইচ্ছা বাংলো টাইপের বাগান বাড়ি বানানো। এছাড়াও আমাদের আরও দুইটা শহরে বাড়ি আছে । তাই এইটা একটু ডিফারেন্ট টাইপের করার চেষ্টা করছি। আমার আম্মার বয়স মাত্র ৪৮, দোয়া করেন আমার আম্মা এর চেয়েও অনেক বড় স্বপ্ন বাস্তবে দেখে যেতে পারেন ।

২০| ০২ রা মে, ২০১২ রাত ৯:০০

গ্রামের মানুষ বলেছেন:
আমিও গ্রামে একটা বাড়ী বানাবো!

০২ রা মে, ২০১২ রাত ৯:১৫

রফিকুজজামান লিটন বলেছেন: গ্রামে থাকার মজাই আলাদা।

২১| ০২ রা মে, ২০১২ রাত ৯:২৩

আবিরে রাঙ্গানো বলেছেন: গ্রামের বাড়ী আমার মতে আই সেপ হলে বেশি ভাল হয়, কারণ প্রতিটি রুমে দক্ষিনা বাতাস ঢুকে সে ক্ষেত্রে। এবং আলোও বেশি ঢুকে। তাছাড়া সেখানে তো কোন জায়গার লিমিটেশন নেই। কান্না হাসির যে বাসা দেখলাম এমন বাসা বানাতে আপনার বাজেট ডাবল করলেও হবে না। চেয়ারম্যানের বাসাটা অন্ধকার অন্ধকার লাগে। ওমন বাসায় আলো ঢুকবে কম। ধৈঞ্চা এর বাসাটা অনেক সুন্দর, আলো-বাতাস ফুরফুর করে ঢুকবে ঘরে। ঐরকম ২তলা বাসা বানাতে পারলে তো কথাই নেই। আমি ২টি ডিজাইন দিলাম এসব মাথায় রেখে। পছন্দ হলে মাপগুলো আপনি ঠিক করে নিবেন। আমার ডিজাইন ভাল না লাগতেই পারে, তবে সাজেশন থাকবে বাসা আই-সেপ আর লম্বা করবেন পুর্ব পশ্চিম, যেন বাতাস সহজে সব রুমে ঢুকতে পারে।

০২ রা মে, ২০১২ রাত ৯:৪২

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর ডিজাইনের জন্য। আপনার ২য় ডিজাইনটা আমার ভালো লাগছে। আপনার সাজেশন মতো বাসা আই-সেপ লম্বা এবং পূর্ব পশ্চিম করবো। Really You're a Genius!!

২২| ০২ রা মে, ২০১২ রাত ৯:২৫

আবিরে রাঙ্গানো বলেছেন:

০২ রা মে, ২০১২ রাত ৯:৪৬

রফিকুজজামান লিটন বলেছেন: আপনাকে আবারও ধন্যবাদ। :) :)

২৩| ০৩ রা মে, ২০১২ সকাল ৯:১৫

আবিরে রাঙ্গানো বলেছেন: ছবিতে নিচের দিকের ডোর বাদ দিয়ে জানালা দিবেন নাহলে ২ দরজা জড়িয়ে একটি অর্ধবৃত্তাকৃতির বেলকনি দিবেন। জানালা বড় বড় হওয়া চাই। জানালাতে থাই গ্লাস দিতে পারলে ভাল হয়। শিক কাবাবের কমেন্টে আছে যেমনটি। বেলকনি যেন ইটের গাথুনি দিয়ে ঘেরা না থাকে, পাতলা পাতলা গ্রিল হবে, শিক কাবাবের ছবিটি দেখবেন। একতলা করলে বাসাটি উচু করবেন যতদুর পারেন। একতলা করলে ৭ লাখে হবে বলে মনে হয়, তারপরেও এক্সপার্টের সাথে কথা বলে জিগাইয়েন।

০৩ রা মে, ২০১২ সকাল ১০:৪৯

রফিকুজজামান লিটন বলেছেন: একটা বেলকনি মাস্ট রাখব এবং চেষ্টা করবো যতটা সম্ভব খোলামেলা রাখার।গ্রামের বাড়ি তাই থাই গ্লাস দিব কিনা ভাবছি। ধন্যবাদ .......

২৪| ২৫ শে মে, ২০১২ রাত ১২:৫৪

অসাদুল ইসলাম বলেছেন: কান্না হাসি @ ভাই আপনার দেয়া এই ডিজাইনটা আমি ৫ বছর আগে করেছিলাম আমাদের বাড়ি করার সময়। কিন্তু বাজেট সমস্যার কারণে করতে পারি নাই। পার্থক্য খালি গেস্ট রুম নিয়ে। গেস্টরুম না করে আমি শুধু লাইব্রেরি করতে চেয়েছিলাম। আপনার বিরুদ্ধে কপি রাইট আইনে মামলা করা দরকার।

২৫| ২৫ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪৫

তুহিন মাজহার বলেছেন: ভাই আমিও সাহস নিয়ে একটা বাড়ি বানাতে চাই। আপনাদের মন্তব্য চাই, বাজেট ও ডিজাইন নিয়ে। আমার বাসার সাইজ হবে ৪৫ বাই ২০ ফুট। ২ বাথ। ১ কিচেন। বারান্দা দিব না। ১ ডাইনিং কাম ড্রয়িং। রুমের সাইজ ছোট হলেও কোনও সমস্যা নাই। ১১ বাই ১১ হলেও চলবে। আছেন কেউ হেল্পান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.