![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন প্রকৌশলী।একটা মোবাইল কোম্পানিতে কামলা দিই ।নিজের সুখ দুঃখ শেয়ার করতে চাই সবার সাথে। স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।
বার্সার ফ্যানরা আগাইয়া আসেন হরতালের দিনে একটু আড্ডাবাজি করি। আজ জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে স্প্যানিশ ফেভারিট বার্সেলোনা। সম্পূর্ণ ভিন্নরকম(বার্সার কাটিকুটি আর বায়ার্নের লং পাস) ফুটবলের লড়াই হতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে। একদিকে গতিশীল আক্রমণাত্মক ফুটবল অন্যদিকে ছন্দময় ফুটবল। দুই দলই চ্যাম্পিয়ন্স লিগে চার বার করে চ্যাম্পিয়ন। দুই দলই এখন চরম ফর্মে আছে।
টুর্নামেন্টে চার বার করে চ্যাম্পিয়ন হলেও সাম্প্রতিক সাফল্যের হারে বায়ার্নের চেয়ে বার্সা অনেক এগিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০১ সালে। আর বার্সা গত ৭ বছরে তিন বার (২০০৬, ২০০৯, ২০১১) চ্যাম্পিয়ন। বাংলাদেশ সময় ১২.৪৫ মিনিটে বায়ার্নের মাঠে নামছে বার্সেলোনা।ইউরোপিয়ান প্রতিযোগিতায় এখন পর্যন্ত বায়ার্নের মাটিতে তিনবার মুখোমুখি হয়েছে বার্সেলোনা কিন্ত তাদের মাটিতে কোন জয় পায়নি। আপনি কি মনে করেন বায়ার্নের মাটিতে আজ বার্সেলোনা জিততে পারবে??
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০
রফিকুজজামান লিটন বলেছেন: দেখা যাক ......... বার্সা হারবে না
২| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: বার্সার সাপোর্টারদের তো দেখি খবর নাই.....
আমি জার্মান ফুটবল পছন্দ করি......তাই বায়ার্নই আজকে আমার পছন্দের দল......
নষ্ট ছেলেকে স্কোরলাইনের জন্য ধন্যবাদ......ভালো লাগছে....
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭
রফিকুজজামান লিটন বলেছেন: আপনার পছন্দকে সম্মান জানাই তবে খেলার মাঠে কোনও ছার নাই
আশা করছি বার্সাই জিতবে ।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬
নষ্ট ছেলে বলেছেন: পিএসজি'র লগে তো একটা ম্যাচও জিততে পারল না। সাম্প্রতিক সময়ে বার্সার পারফরমেন্স দেখেন আর বায়ার্নেরটাও দেখেন। তারপর কম্পেয়ার করেন
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০
রফিকুজজামান লিটন বলেছেন: পিএসজি'র লগে মেসি ফুলটাইম খেলতে পারে নাই। প্রথম ম্যাচে হাফ টাইম খেলছিল দ্বিতীয় ম্যাচে হাফটাইমের পরে নামছিল। সো এইটা মাথায় রাখতে হবে। বায়ার্নের সাথে লাস্ট ম্যাচে ৪-০ তে জেতেছিল।
৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৭
ডার্লিং বলেছেন: আজকে ২-২ হবে ।
এর পরে নু ক্যাম্পে ব্রায়ানের জন্য কনসেনট্রেশন ক্যাম্প করা হবে
হেইল বার্সা ।
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫
রফিকুজজামান লিটন বলেছেন: ভিভা বার্সা।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯
শািল আহেমদ বলেছেন: শুধু মেসির ছবি দিছেন কেন? মেসি কি শুধু একাই খেলোয়াড়? আজকের খেলা দেখে আপনি হতাশ হবেন। অগ্রিম সান্তনা রইল।
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭
রফিকুজজামান লিটন বলেছেন: অগ্রিম সান্তনার জন্য ধন্যবাদ। এটা আগামীকাল আপনার জন্য রেখে দিলাম। সাথে অগ্রিম দূর্দান্ত বিজয়ের শুভেচ্ছা রইলো।
মেসি আমার প্রিয় খেলোয়াড় তাই তার ছবি
৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩
নষ্ট ছেলে বলেছেন: বায়ার্ন তাদের লাস্ট ১৯ ম্যাচের ১৮ টা জিতছে
বার্সেলোনা তাদের লাস্ট ৬ ম্যাচের ২টা জিতছে
বায়ার্ন স্প্যানিশ টিমের বিরুদ্ধে লাস্ট ২০ টা ম্যাচের ১৪ টা জিতছে, ৫টা ড্র, ১ টা হারছে
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯
রফিকুজজামান লিটন বলেছেন: ভাই কম্পারিজন টা একটু দেখেন
Click This Link
৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬
নষ্ট ছেলে বলেছেন: আরেকটা কথা, মেসি কিন্তু পুরাপুরি ফিট না
বায়ার্নের স্ট্রাইকার ম্যানজুকিক, বাডস্টুবার, টনি ক্রস খেলতে পারব না
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০
রফিকুজজামান লিটন বলেছেন: আশা করছি মেসি ৯০ মিনিটই খেলবে।
৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: এমন হইলে তো বার্সা না খেইলা মেসি একা খেললেই পারে.....
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯
রফিকুজজামান লিটন বলেছেন: আপনার জন্য দানি আলভেজের বাণী ঃ ‘স্রেফ মেসির উপস্থিতিই যথেষ্ট। প্রতিপক্ষ এতে কুঁকড়ে যায়, আমাদের সমর্থকেরা রোমাঞ্চিত হয়। ওর এমনই জাদুকরি সামর্থ্য।’
৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪
আলাউদ্দীন বলেছেন: এটা ঠিক বার্সার গত কিছু দিনের পারফরমেন্স হতাশাজনক।তবে মনে রাখাতে হবে দলটার নাম বার্সা।আর মেসিকে পুরোপুরি ফিট পেতে তারা গত কয়েকটি ম্যাচ তাকে বিশ্রামে রেখেছে।আশাকরি সে তার সেরা ফুটবলটাই আজকে খেলবে।
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২
রফিকুজজামান লিটন বলেছেন: আমিও আশাবাদী , মেসি তার সেরাটাই খেলবে।
১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০
আলাউদ্দীন বলেছেন: মেসি ছাড়া বার্সার ভাল ফিনিসার নাই।কাজেই মেসি পুরো সময় না খেলতে পারলে বার্সার কপালে কি আছে আল্লাহ ভাল জানেন।তবে বার্সার মূল সমস্যা ডিফেন্স।তাদের ডিফেন্সারদের দেখলে কেমন আনকড়া আনকড়া লাগে।
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭
রফিকুজজামান লিটন বলেছেন: হ্যাঁ বার্সার মূল সমস্যা হচ্ছে ডিফেন্স। আজ মেসি ফর্মে ফিরলে আশা করছি বার্সা জিতবে।
১১| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২
নষ্ট ছেলে বলেছেন: একটা ম্যাচ দিয়া কম্পারিজন
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১
রফিকুজজামান লিটন বলেছেন: ২০০৮ থেকে খেলাই হয়েছে ২ বার। লিঙ্কু টা ভালো করে দেখেন ঃ
১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬
দুঃখ বিলাসি বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: বায়ার্ন ৩ - ১ বার্সা
ভাই স্বপ্ন দেখতে থাকেন
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৪
রফিকুজজামান লিটন বলেছেন: আমি তো উলটা টা হওয়ার সম্ভাবনা দেখছি।
১৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯
নষ্ট ছেলে বলেছেন: ফার্স্ট লেগ, সেকেন্ড লেগ মিলে তো খেলা একটাই ধরা হয় নাকি?
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮
রফিকুজজামান লিটন বলেছেন: আপনি ভাই যে ভাবে ভাবেন খেলা ২ দুইটা কিন্তু .।.।.।.।.।.। রেজাল্ট একটা।
১৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: @দুঃখ বিলাসি :
এই ব্লগ পর্যবেক্ষণে রাখেন আর খেলা শেষে আরেকবার আসবেন দয়া করে...
১৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
বিজয় বেষ্ট বলেছেন: আমার মনে হয় বায়ার্ন ১-২ বারছা
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫
রফিকুজজামান লিটন বলেছেন: তাই যেন হয়!!
১৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৭
নষ্ট ছেলে বলেছেন: আলহামদুলিল্লাহ কন বার্সা মাত্র ৪টা খাইছে
নিশ্চিত দুইটা পেনাল্টি দিলে হাফ ডজন হইত
১৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১১
হিম১২৩ বলেছেন: হা হা হা! হায়রে কনফিডেন্স। লেখক কে লজ্জায় ফেলানোর জন্য মেসির উচিত শাস্তি দাবি করছি।
১৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯
আহমেদ সাব্বির পল্লব বলেছেন:
লেখক বলেছেন: আপনার জন্য দানি আলভেজের বাণী ঃ ‘স্রেফ মেসির উপস্থিতিই যথেষ্ট। প্রতিপক্ষ এতে কুঁকড়ে যায়, আমাদের সমর্থকেরা রোমাঞ্চিত হয়। ওর এমনই জাদুকরি সামর্থ্য।’
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪
নষ্ট ছেলে বলেছেন: বায়ার্ন ৩ - ১ বার্সা