নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস থেকে লিখছি. .....

রফিকুজজামান লিটন

আমি একজন প্রকৌশলী।একটা মোবাইল কোম্পানিতে কামলা দিই ।নিজের সুখ দুঃখ শেয়ার করতে চাই সবার সাথে। স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।

রফিকুজজামান লিটন › বিস্তারিত পোস্টঃ

এনাম মেডিকেল হাসাপাতাল থেকে ফিরে (কিছু ছবি)

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১

আমরা স্কুল লাইফের কিছু বন্ধু মিলে সাভার দুর্গতদের কল্যাণে ফান্ড গঠন করে এনাম মেডিকেলে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের মাঝে নগদ টাকা এবং ওষুধ হস্তান্তর করতে যাই। এনাম মেডিকেলের ICU তে চিকিৎসাধীন রোগীদের দেখে চোখের পানি আটকিয়ে রাখতে পারছিলাম না। কারোর হাত, কারোর পা কেটে ফেলতে হয়েছে। আমরা রোগীর আত্মীয় স্বজনের সাথে কথা বলছিলাম , সান্ত্বনা দেয়ার চেষ্টা করছিলাম। আসলে সান্ত্বনা দেয়ার কোন ভাষাই খুজে পাচ্ছিলাম না। আমার ডাক্তার বন্ধুরা তাদের চিকিৎসার খোঁজখবর নেয়। এনাম মেডিকেলের কিছু ডাক্তারদের সাথে কথা হয়। ওরা যেভাবে সাপোর্ট দিচ্ছে পুরা জাতি ওদের কাছে কৃতজ্ঞ থাকবে। হাসপাতালটি মানবসেবার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে জাতির কাছে।

ICU এ চিকিৎসাধীন রোগীদের বর্তমান অবস্থার কিছু ছবিঃ

























আমাদের দেয়া কিছু ওষুধ সামগ্রী।





আমাদের ফান্ডে কিছু টাকা আছে এবং বন্ধুরা আরও টাকা দিচ্ছে। এই সপ্তাহান্তে আবার যাব। আমরা চেষ্টা করছি চিরদিনের জন্য পঙ্গু হয়ে যাওয়া ভাই বা বোনটির পাশে দাড়াতে। আমাদের প্রচেষ্টায় কিছু অসহায় মানুষ সাহস খুঁজে পাক, বেঁচে থাকার সপ্ন দেখুক নতুন করে এটাই আমাদের লক্ষ্য।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯

রাফছানজানি বলেছেন: সাভারের এই অভাগাদের পাশে যে যেভাবে সাহায্যের হাত নিয়ে দাড়িয়েছেন সৃষ্টিকর্তা তাদের সবার মঙ্গল করুন।

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৬

রফিকুজজামান লিটন বলেছেন: সৃষ্টিকর্তা তুমি ওদের সহায় হও।

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯

আমি হনুমান বলেছেন: থ্যাংকস ইউ অল

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৭

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

এস এইচ খান বলেছেন: ++

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৭

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ

৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩

সািহদা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ আপনাদের মঙ্গল করুক ।

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ আপু। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুক ।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩

খালেদা আকতার বলেছেন: আজ আমি ঢাকা মোডিকেল এ সাভার এর বেশ কিছু রোগিদের সাথে কথা বলে আসলাম। রোগিদের অবস্থা নতুন করে বলার মত কিছু নেই, কিন্ত আমার কােছ মনে হল যে রোগীদের সাথে আপনজন যারা আছে তাদের জন্য কিছু খাবার সরবরাহ করা দরকার।

সাভারের এই অভাগাদের পাশে যে যেভাবে সাহায্যের হাত নিয়ে দাড়িয়েছেন সৃষ্টিকর্তা তাদের সবার মঙ্গল করুন।

২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

রফিকুজজামান লিটন বলেছেন: সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন।

৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯

চুরি যাওয়া আগুন... বলেছেন: ভাই ফেরেশতা-রা আসমানে থাকে না। আমাদেরই মধ্যে মিশে থাকে। গতকয়েক দিনে শয়ে শয়ে ফেরেশতা জনসমক্ষে দেখা গেল। লাখো কোটি কুর্নিশ আপনাদের মত ফেরেশতাদের।

২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

রফিকুজজামান লিটন বলেছেন: নারে রে ভাই এখনও মানুষই হতে পারি নাই। মানবিক দায়বোধ থেকে কিছু করার চেষ্টা করছি মাত্র। আপনাকে ধন্যবাদ ।

৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১১

এসএমফারুক৮৮ বলেছেন: ধন্যবাদ আপনাদের।

২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ ফারুক ভাই। ভাল থাকবেন।

৮| ২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

নতুন বলেছেন: দেশর বেশির ভাগ মানুষই ভাল.... বিপদেই বোঝা যায় যে মানবিকতা এখনো আছে...

চুরি যাওয়া আগুন... বলেছেন: ভাই ফেরেশতা-রা আসমানে থাকে না। আমাদেরই মধ্যে মিশে থাকে। গতকয়েক দিনে শয়ে শয়ে ফেরেশতা জনসমক্ষে দেখা গেল। লাখো কোটি কুর্নিশ আপনাদের মত ফেরেশতাদের।

এবার শুরুকরতে হবে দুনিতির বিরুদ্ধে... যুদ্ধ...

তাহলে এই রকমের মৃত্যু আমাদের দেখতে হবেনা..

২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

রফিকুজজামান লিটন বলেছেন: হ্যা ভাই, কিছু খারাপ মানুষের জন্য পুরা জাতি আজ সাফার হচ্ছি। সমাজ থেকে দুর্নীতি দূর হোক মানবতার জয় হোক।

৯| ২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

হাবিব০৪২০০২ বলেছেন: স্যালুট

২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ হাবিব ভাই।

১০| ২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

শিপু ভাই বলেছেন:
আমি গতকাল ঢাকা মেডিক্যালে গিয়েছিলাম। আসলে সহ্য করা কঠিন!!!


আপনাদের ততপরতায় খুব খুশি হলাম ভাই।

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩২

রফিকুজজামান লিটন বলেছেন: আসলেই ভাইয়া সহ্য করা খুবই কঠিন। তাদের সাথে কিছু সময় থাকতে পেড়ে নিজেরে কিছুটা হলেও হালকা লাগছে। বেশি কিছু করতে পারি না, একটু সান্ত্বনা, একটু সাহস দিতে ছুটে যাই।

১১| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০

নির্জীব অধম বলেছেন: নিমিষে মাথা নত হয়ে যায়... ডাঃ এনাম, তাঁর হাসপাতাল এবং সেখানকার ছাত্র-ছাত্রীদের অহর্নিশ সেবা দেখে... ধন্যবাদ আপনাদেরকেও... যা বলতে চাচ্ছিলাম... এতো কিছুর ভিড়েও ফেসবুকে কতগুলো অমানুষকে দেখেছি এই হাসপাতাল, তার সদস্যদের নিয়ে চূড়ান্ত মিত্থ্যাচার আর গুজব রটানোতে ব্যস্ত... (শত শত লাশ ডাঃ এনামের তত্ত্বাবধানে গুম)... এতো কিছুর মধ্যেও আমাদের বিবেক যে কেন তার যথাস্থানে থাকে না... আমি বুঝতে পারি না.........।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬

রফিকুজজামান লিটন বলেছেন: কিছু মানুষ এমন থাকবেই। এসব গুঁজব কখনোই পাত্তা দেবেন না। আমি কয়েকজন ডাক্তারের সাথে কথা বলছি তাদের অমায়িক ব্যাবহারে আমি সত্যিই মুগ্ধ। তাদের একজন বলছিল আমি ৩ দিন ৩ রাতের মধ্যে শুধু ২ ঘণ্টা ঘুমিয়েছি। আরেকজন বলছিলো সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না ব্যাকপেইনের ব্যাথায়। তারপর ও সে রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। ওইসব ডাক্তারদের আমি স্যালুট জানাই ।

১২| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮

নতুন বলেছেন: কিছু মানুষরুপি প্রানী আছে যারা ফেসবুকে থাকে..ব্লগিং করে... তাদের মানবতা বইলা কিছু নাই... তাই এরা মানুষ না...

এরা যে কোন কিছু নিয়া ই মিথ্যা ছড়াতে পারে... নিজেদের সাথে`র জন্য...

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮

রফিকুজজামান লিটন বলেছেন: যে যা বলতে চায় শুধু শুনে যান, এসব নিয়ে ভাবার দরকার নাই। ওদের কাজ ওরা করুক আমাদের কাজ আমরা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.