![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন প্রকৌশলী।একটা মোবাইল কোম্পানিতে কামলা দিই ।নিজের সুখ দুঃখ শেয়ার করতে চাই সবার সাথে। স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।
* বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আতিউর রহমান অজপাড়াগাঁয়ের দরিদ্র কৃষক পরিবারের সন্তান। বাকিটা এই লিঙ্ক থেকে পরে নেন। নিশ্চিত চোখের পানি ধরে রাখতে পারবেন না ।
* বলিউড অভিনেতা শাহরুখ খান মুম্বাইতে এসে বেঞ্চে ঘুমাতেন, প্রতিদিন কাজ খোজার জন্য বের হওয়ার আগে বন্ধুর কাছে ২০ টাকা করে ধার নিতেন!!
* হলিউড অভিনেতা ব্রাড পিট প্রথম জীবনে 'এল পল্লো লোসো' নামের এক রেস্টুরেন্টে মোরগের ড্রেস পরে হোটেলবয় এর কাজ করতো।
* আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মুচির দোকানে কাজ করতেন।
* আবুল কালাম (ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি) ছিলেন গরীব ঘরের সন্তান। তাঁর বাবা ছিলেন একজন মাঝি।
তবুও তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী হতে পেরেছিলেন।
* নিকোলাস ক্রেজ 'ফেয়ারফ্যাক্স' থিয়েটারেপপকর্নবিক্রি করতো।
* বিখ্যাত গায়ক বন জোভি প্রথম জীবনে বাড়িঘর সাজানোরডেকোরেটর ের কাজ করতো।
* হলিউড অভিনেতা 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো' খ্যাত জনি ডেপ ছোটোবেলায় রাস্তায় রাস্তায় বল পয়েন্ট কলম বিক্রি করতো !!
* আন্ড্রু কার্নেগী প্রচুর গরীব ঘরের ছেলে ছিলেন। তিনি একটি খামারে কাজ করতেন। পরে তিনি আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হয়েছিলেন।
* থমাস এলভা এডিসনকে ছোটবেলায় সবাই বোকা, গাধা বলে রাগাত। তিনি পড়াশোনায় ভালো ছিলেন না।
তবু তিনি একজনবিখ্যাত বিজ্ঞানী হতে পেরেছিলেন।
* ক্রিকেটার মাহেন্দ্রা সিং ধনী প্রথম জীবনে ট্রেনের টিকেট কাউন্টারে বসতেন ।
জীবন থেমে থাকে না, আপনি না চাইলেও সময় গড়াবেই। ভবিষ্যতকে আপনি মোকাবেলা করতেই হবে। তাই অহেতুক আর কোনঅজুহাত নয়, এবার সময় বিশ্বকে জয় করার।
সাহস নিয়ে বলুন "আমি পারবোই" ।
শুভ রাত্রি।
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১২
রফিকুজজামান লিটন বলেছেন: ডক্টর আতিউর রহমান স্যারের লিখাটা পরে দেখেন সে তার অতীতকে ভুলে নি। এ ধরনের মানুষ পাওয়া আমাদের দেশে খুবই বিরল।
২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৩
অনেকের মধ্যে একজন বলেছেন: সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১০
রফিকুজজামান লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
৩| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৮
নীল আকাশ আর তারা বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫০
রফিকুজজামান লিটন বলেছেন: আপনাকেও একগুচ্ছ ++
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
এম আর ইকবাল বলেছেন:
আমাদের দেশের প্রথম সারির ধনীদের
বায়োডাটা নিয়ে দেখেন,
কে কি ছিলেন ।
অনেকে নিজের যোগ্যতায় উঠে এসেছেন ।
অনেকে অবশ্য তার অতীত গোপন করেছে,
লোক লজ্জার ভয়ে ?
নাকি অর্থ্যের উৎসের ব্যাখ্যা দিতে পারবেনা বলে ।
অনেককে দেখবেন পুরানো আমলের গাড়ী কিনে
বাড়ির গেরাজে সাজিয়ে রেখেছে ।
আমার দাদা জমিদার ছিলেন এ ভাব দেখাতে ?