নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস থেকে লিখছি. .....

রফিকুজজামান লিটন

আমি একজন প্রকৌশলী।একটা মোবাইল কোম্পানিতে কামলা দিই ।নিজের সুখ দুঃখ শেয়ার করতে চাই সবার সাথে। স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।

রফিকুজজামান লিটন › বিস্তারিত পোস্টঃ

আমার জীবনের অদ্ভুত কিছু ঘটনা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১

আমি কম্পিউটারের মাউস চালাই বাম হাত দিয়ে কিন্তু আমি বাম হাতি নই । ডান হাতে মাউস নিলে কোথায়ও ঠিক মত ক্লিক করতে পারি না। ডান হাত দিয়ে লিখতে,খেতে বা অন্য সব কাজ (মাউস ব্যাতিত) ভালো করতে পারি। আমি জানি না এর জন্য কোন ব্যাখ্যা আছে কিনা।



আমি কখনও মাছ খাই নাই। খাই নাই বললে ভুল হবে আসলে খেতে পারি না। ছোট বেলায় আম্মা যখনই মাছ খাওয়ানোর চেষ্টা করতেন তখনি বমি করতাম।আম্মা যে কতো রকম চেষ্টা করছেন তা লিখে শেষ করা যাবে না। মাঝে মাঝে আম্মা গল্প বলেন আর আমি শুনে হাঁসি। কৈশোরে বাবা জোর করে মাছ খাওয়ানোর চেষ্টা করতেন, রেজাল্ট ওই একই হতো। বাবা একবার অনেক চিন্তা করে একজন ডাক্তারের কাছে নিয়া গেলেন । ছয় মাস চিকিৎসা চলার পর রোগীর কোন উন্নতি না দেখে ডাক্তার ও হাঁসি দিয়া বিদায় দিলেন। বড় হবার পর আমি নিজেও অনেক চেষ্টা করছি কোন লাভ হয় নাই।



আমার প্রিয় খাবারের মধ্যে ডিম আর সব ধরনের সবজি। সব সময় এইগুলো চাই। দেশের বাইরে থাকার জন্য এখন আর সবজি তেমন পাইনা(রান্না করতে পারি না)তবে ডিম আগের মতই চলছে।আমি এত বেশি ডিম খাই যা শরিরের জন্য মটেই ভাল কিছু না। আমার ডাক্তার বন্ধুরা অনেকবার সাবধান করেছে। প্রতিবছর যখন বডি চেকআপ করাই তখন রিপোর্টে দেখি, বিধাতা সব নরমালই রাখছে :)



গরুর মাংস ভুনা নাকি অনেক টেস্ট। কখনও গরুর মাংস খাওয়া হয়নি। আমার আম্মার করা নিষেধ গরুর মাংস খাওয়া যাবে না।আম্মার মতে,গরুর মাংস খেলে নাকি আমার অমঙ্গল হবে(আমি মুসলিম)। জানি এটা কুসংস্কার তারপর ও মেনে চলি, আম্মার আদেশ বলে কথা।



দুবাইয়ের পথে (ছবি ব্লগ)



মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৯

হেডস্যার বলেছেন:
শাকসবজি খাইয়া আপনে প্রকৌশলী হইয়া গেলেন....আর আমরা মাছ মাংস খাইয়া কি করলাম !! আফসুস, বিরাট আফসুস :|

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০

রফিকুজজামান লিটন বলেছেন: হাহাহাহাহাহাহাহা......... ব্যাপক মজা পেলাম স্যার :)

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

মোঃ শিলন রেজা বলেছেন: মজা পেলাম

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ রেজা ভাই।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: তার মানে আপনি বিফ বিরিয়ানি, খাননি :-* :-* :-* :P :P :P

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

রফিকুজজামান লিটন বলেছেন: তানভীর ভাই, কখনোই বিফ বিরিয়ানি খাওয়া হয়নি। আফসুস :( আমি একবার দিনাজপুর গেছিলাম। দিনাজপুর শহরে বিফ ভুনার জন্য একটা বিখ্যাত রেস্টুরেন্ট আছে। আমার বন্ধুর পিড়াপিড়িতে রাজীও হয়ে গেলাম। খাওয়ার সময় আম্মার কথা মনে পরে আর খাওয়া হয় নি :)

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: শুধু আপনি নন, আপনার পরিবার কুসংস্কার আছন্ন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

রফিকুজজামান লিটন বলেছেন: আমার আম্মা মুটামুটি একজন শিক্ষিতা কিন্তু কিছু বিষয়ে কুসংস্কারছন্ন। আমাদের দেশে অনেক পরিবার যারা অনেক কুসংস্কারে আচ্ছন্ন বিশেষ করে গ্রাম বা মফস্বল শহরে।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

সাজিদ কবির বলেছেন: ভালো তো ভালো না । ভালো অভ্যাস ই তো করেছেন । বাজারে মাছ মাংসের মুল্যের যে উর্ধগতি । এই জিনিশ আপনার উপকারেই এলো

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

রফিকুজজামান লিটন বলেছেন: কেন যে এমন অদ্ভুত অদ্ভুত অভ্যাস গুলা আমার জিবনেই ঘটল। তবে মাঝে মাঝে ভালই লাগে এই ভেবে যে খাবার দাবার নিয়ে বেশি কিছু ভাবতে হয়না। :)

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

সাইলেন্স বলেছেন: গরুর মাংস যে খায়নি ( মুসলিম হবার পরেও ) তার মানব জীবন বৃথা। ;)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২২

রফিকুজজামান লিটন বলেছেন: সাইলেন্স ভাই এইভাবে আমার জীবনটারে বৃথা বানাই দিলেন :(( :((

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

সাইফুল আজীম বলেছেন: আমিও মাছ খাইনা ভাই। চিংড়ি ছাড়া আর যেকোন মাছ দেখলেই বমি আসে (চিংড়িতো মাছই না!!!)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৬

রফিকুজজামান লিটন বলেছেন: যাক একজনকে তো পাওয়া গেছে প্রায় আমার মতো ....... :P :P

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৬

হাসান রাজু বলেছেন: আমি খাই ইলিশ, চিংড়ি, চাপিলা মাছ বাকি সব বাদ । কোন ব্যাখ্যা নাই । কেউ জানতে চাইলে বলি, যে ইলিশ মাছের স্বাদ পাইছে তার অন্য মাছের স্বাদ নেয়ার দরকার কি?
আমার ভাই বাঁ হাতে বলিং করে, ব্যাট করে ডান হাতি ব্যাটসম্যানদের মত । ব্যাডমিন্টন খেলে বাম হাতে, লেখে ডান হাতে । এই রকম আরও । আল্লাহ্‌ আপনাকে সবসময় ভালো রাখুন ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪

রফিকুজজামান লিটন বলেছেন: ভেরি ইন্টারেস্টিং ।
আপনিও ভাল থাকুন। শুভ কামনা সবসময়।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৯

কালীদাস বলেছেন: একদিক থেকে খারাপ না, হার্ট ভাল থাকার কথা অন্য অনেকের চেয়ে বেশিদিন :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮

রফিকুজজামান লিটন বলেছেন: যাক পজেটিভ একটা ফিডব্যাক পেলাম। ধন্যবাদ কালীদাস ভাই।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: মাছ আমারও খুব একটা পছন্দের না!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯

রফিকুজজামান লিটন বলেছেন: অনেকেই আছে , মাছ ছাড়া তাদের চলেই না ...... :) :)

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬

মামুন রশিদ বলেছেন: সুষম খাদ্যের দরকার আছে, তবে আমাদের স্টমাক সব ধরণের খাদ্যে অভ্যস্থ হয়ে যায় । ডাক্তার সাহেবরা কি বলবেন জানিনা, আপনি যদি সবজী আর ডিম খেয়ে চলতে পারেন আমি এতে কোন সমস্যা দেখিনা । ভেজেটেরিয়ানরা তো ডিমও খায়না, তবু তারা সুস্থ শরীর নিয়েই বেঁচে থাকে ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২০

রফিকুজজামান লিটন বলেছেন: মামুন ভাই, সুন্দর কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ ।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৬

ঢাকার কুতুব বলেছেন: আমার মনে হয় আপনি এলিয়েন; এটা অবশ্য আপনার মা ও জানে কিন্তু গোপন রেখেছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

রফিকুজজামান লিটন বলেছেন: হাহাহাহাহা........ আম্মারে জিজ্ঞাসা করতে হবে :P :P

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬

সাইদুল অপু বলেছেন: মিসির আলির সাথে যোগাযোগ করেন। ;-)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

রফিকুজজামান লিটন বলেছেন: হাহাহাহা....মিসিং মিসির আলি :)

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫০

কামরুল ইসলাম রুবেল বলেছেন: হালাল কোন কিছুই বাদ যায়না, মাঝে মধ্যে তো হারাম ও চেখে দেখি (একটু আধটু তরল আরকি)। শুধু হাঁসের ডিম খেতে পারিনা :D :D :D

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩

রফিকুজজামান লিটন বলেছেন: কামরুল ভাই, আপনিও একটু ব্যাতিক্রম , এই যেমন হাসের ডিম খান না। :)

১৫| ১৮ ই মে, ২০১৪ সকাল ৮:৫০

নীল-দর্পণ বলেছেন: জীবনে খেলেন কী তাহলে !! :-* :-*

১৮ ই মে, ২০১৪ সকাল ১১:১১

রফিকুজজামান লিটন বলেছেন: আমার কাছে সবজি, ভর্তা এতো ভাল লাগে যা বুঝাতে পারব না!!
জীবনটা ভালই চলছে , জানিনা দোকলা হবার পর কেমন হবে :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.