নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস থেকে লিখছি. .....

রফিকুজজামান লিটন

আমি একজন প্রকৌশলী।একটা মোবাইল কোম্পানিতে কামলা দিই ।নিজের সুখ দুঃখ শেয়ার করতে চাই সবার সাথে। স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।

রফিকুজজামান লিটন › বিস্তারিত পোস্টঃ

দুবাইতে বুয়েটিয়ানদের(BUET) মিলনমেলা (ছবি ব্লগ)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

ব্যস্ত প্রবাস জীবনের ফাঁকে পুরনো দিনের বন্ধু, ছোট ভাই, বড় ভাইদের সঙ্গে সময় কাটাতে পরিবার নিয়ে এসেছেন মরুর বুকে সমুদ্রদের মাঝে সবুজে ঘেরা মামজার পার্কে(Mamzar Beach Park)।আগে দ্বীপটি শারজার অংশ ছিল,এখন এটি দুবাই দেখভাল করে।



ঢাকায় কোন অনুষ্ঠানে গেলে আমার কাছে সব আপুকে একই রকম মনে হতো(কানিজ আলমাসের সৌজন্য) ।এইখানে সব ভাবিকে দেখে মনে হচ্ছে কানিজ আলমাস এখনও দুবাই এসে পৌছাইনি :)। সবাই আজ বাঙালী সাজে সেজে এসেছেন। শীতের সকালে দূর্বা ঘাসের উপর সূর্যের আলো যেন মুক্তোর মতো ঝিলিক দিচ্ছে সাথে চারিদিকে সবুজ সমারোহের মাঝে বাচ্চাদের ছুটাছুটি, গাছে উঠা, ফুটবল খেলা করার দৃশ্য আমাদের ছোটবেলার কথাই মনে করিয়ে দিচ্ছে।



আমার ড্রাইভিং ফেল করার কথা শুনে এক ভাইয়া বলছে আমি মিয়া সাতবার ফেল করছি অথচ আমার ডাইভিং কন্ট্রোলের উপর পি এইচ ডি করা আছে। পাশের ভাইয়া বলছে আমি এইখানে এত ভাল গাড়ি চালাই কিন্তু ঢাকায় গেলে গাড়ি চালাতে ভয় পাই। গাড়ি নিয়ে বের হলেও রাত একটার পর বের হই। পাশ থকে বলছে এই তুই রাত একটায় গাড়ি নিয়া কই যাস? পুরা হাসির রোল পরে গেল (ডার্টই মাইন্ড)। :P সারাটা দিন কাটছে এই ধরণের জোকস , গল্প, হাঁসি, তামাশা আর হই হুল্লর করে। দুপুরে লাঞ্চের সময় সবাই খাবার নিয়ে চেয়ার ছেড়ে দূর্বা ঘাসের উপর দলে দলে গোল হয়ে বসে খাচ্ছে, সবাই যেন ক্যাম্পাস জীবনের বনভোজনে ফিরে গেছি।

এখানকার বাচ্চাদের পড়াশুনা করতে হয় ইংলিশ মিডিয়ামে। সহপাঠী, প্রতিবেশিরাও বিভিন্ন ভাষাভাষীর। তাদের সাথে সবসময় ইংরেজিতে কথা বলতে হয়। কিন্তু আজ সব শিশু এক অপরের সাথে বাংলায় কথা বলছে। খুব চমৎকার লাগছে, শিশুরা তারা তাদের শিকড় ভুলেনি। ভাইয়া ভাবিরাও প্রশংসার দাবি রাখে। শিশুদের জন্যও কিছু খেলার আয়োজন ছিল। কেও জিতবে কেও হারবে এটাই স্বাভাবিক। কিন্তু কোন বাচ্চারই মন খারাপ করতে হয়নি, সবার জন্যই পুরুস্কারের ব্যাবস্থা ছিল। উদ্যোগটা আমার কাছে যথেষ্ট ভাল লাগছে।



পাভেল ভাই দেখতে একটু মোটাসোটা ,দেখে ভাবছি “যেখানে রাত সেখানে কাত” টাইপের হবে মানে নড়তে চড়তে পছন্দ করবেন না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পুরা অনুষ্ঠান খুব সুন্দর ভাবে অর্গানাইজ করছেন, ছুটাছুটি করছেন এবং সব সময় মুখে মিষ্টি হাসি মেখে। গনি ভাই , ফাহিম ভাই সর্বোপরি যারা এই অনুষ্ঠানের সাথে জড়িত ছিল সবাইকে খুব সুন্দর এবং সুচারুভাবে আয়োজন সম্পন্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।





[সমুদ্রের ঐ পাশে শারজাহ সিটি দেখা যাচ্ছে]



[পার্কে মনোরম প্রাকৃতিক দৃশ্য]



[ভাবিদের একাংশ]



[আড্ডা চলছে]



[এভারগ্রিন ফয়সাল ভাই]











[পার্কের মধ্যে বিচ অংশটি]



[আড্ডা গল্প খাওয়া একসাথে]



[দুবাই শারজাহর মাঝে সমুদ্র]



[পার্কের মধ্যে খেজুর বাগান]



[পার্কের মধ্যে খেজুর বাগান]



[পার্কের মধ্যে খোলা মাঠ, বাচ্চারা খেলা করছে]



[বোট নিয়ে শারীরিক কসরত]



[ব্যানার হাতে কয়েকজন]



[গাছের ছায়ায় আড্ডাবাজি ]



[ভাবিদের খেলার প্রতিযোগিতা চলছে ]



[বাচ্চাদের মার্বেল নিয়ে চামচ দৌড় প্রতিযোগিতা]



[ভাই ভাবিদের কুইজ কনটেস্ট]



[শেষ বিকেলের ফতগ্রাফি]



[র‍্যাফল ড্র পুরুস্কার হাতে পাভেল ভাই ]



[র‍্যাফল ড্রর প্রথম পুরুস্কার বিজয়ী ]



দুবাইয়ের পথে (ছবি ব্লগ )

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

বেলা শেষে বলেছেন: আমার দীরঘকালের ইচ্‌ছে ছিল একবার করে হলেও আমি প্রতিটি "Blog" দেখবো এবং পড়বো । আমার আশা সফল হবার পথে, আপনার পোষ্‌ট পড়তে পেরে আমি ধন্য. Salam & Respect to you...
অনেক অনেক ভালো থাকবেন।
...good writing , good post,
Thenk you very much

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭

রফিকুজজামান লিটন বলেছেন: পোস্ট পড়ার জন্য আপনাকে ধন্যবাদ!

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

এহসান সাবির বলেছেন: ছবি কখন আসবে??

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

রফিকুজজামান লিটন বলেছেন: আপলোড করতে সমস্যা হচ্ছে....... চেষ্টা করে যাচ্ছি । সাথে থাকুন প্লিজ

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২০

সাাজ্জাাদ বলেছেন: দুবাই তে এরকম বাঙালি সংগঠন দেখলে খুব-ই ভালো লাগে। যদিও এ রকম সংগঠন টিকিয়ে রাখা কষ্ট। আমি নিজে ফার্মাসিস্ট হিসেবে একটা সংগঠন দাড় করাতে চেয়েছিলাম। পারি নি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩

রফিকুজজামান লিটন বলেছেন: সাজ্জাদ ভাই, নতুন করে আবার শুরু করেন। একবার না পাড়িলে দেখ শতবার :)
আমার জানা মতে এখানে অনেক বাঙালী সংগঠন আছে যারা বছরে একবার হলেও একত্রিত হয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে।

আমি ভাবিদের একটা সংগঠন দেখছি যারা প্রতি মাসে একটা "টি পার্টীর' আয়োজন করে।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১০

বেলা শেষে বলেছেন:
সাাজ্জাাদ বলেছেন: দুবাই তে এরকম বাঙালি সংগঠন দেখলে খুব-ই ভালো লাগে। যদিও এ রকম সংগঠন টিকিয়ে রাখা কষ্ট। আমি নিজে ফার্মাসিস্ট হিসেবে একটা সংগঠন দাড় করাতে চেয়েছিলাম। পারি নি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩ ০
লেখক বলেছেন: সাজ্জাদ ভাই, নতুন করে আবার শুরু করেন। একবার না পাড়িলে দেখ শতবার :)
আমার জানা মতে এখানে অনেক বাঙালী সংগঠন আছে যারা বছরে একবার হলেও একত্রিত হয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে।
আমি ভাবিদের একটা সংগঠন দেখছি যারা প্রতি মাসে একটা "টি পার্টীর' আয়োজন করে।
....technically it is very easy, we can do it , we can start it now, "yes we can"!!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

রফিকুজজামান লিটন বলেছেন: "yes we can"!!!

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২১

বেলা শেষে বলেছেন: @@রফিকুজজামান লিটন,
...may i use some of your Pictures for new Blogs???

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

রফিকুজজামান লিটন বলেছেন: Sure, Please give me your blog address

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫

বেলা শেষে বলেছেন: বেলা শেষে বলেছেন: @@রফিকুজজামান লিটন,
...may i use some of your Pictures for new Blogs???
http://www.somewhereinblog.net/blog/seshbela

@@রফিকুজজামান লিটন,

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ !!

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ !!

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৯

লিখেছেন বলেছেন: Dubai তে এখন employment visa দেওয়া কি পুরোপুরি বন্ধ? আপনি কত দিন আগে গিয়েছেন? ওখানে একজন BBA graduate এর ভাল company তে job offer আসলে কত salary চাওয়া উচিত? ১০+ years অভিজ্ঞতা । dubai তে accomodation( single person) ও food খরচ কেরকম?

অনেক প্রশ্ন করলাম, আশা করি বিরক্ত হবেন না ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩২

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জানি না কতোটুকো সাহায্য করতে পারব। Dubai তে এখন employment visa পুরোপুরি বন্ধ না ।
ডাক্তার, ইঞ্জিনিয়ারদের কিছু কিছু ক্ষেত্রে ভিসা চালু আছে। এছাড়াও অন্যান্য সেকটরে কিছু কিছু বাংলাদেশী আসছে। আমি ৩ মাস আগে আসছি।salary , accommodation এটা এতো ডিপেনডেবল বলা মুশকিল ।
accommodation মিনিমাম ৫০ থেকে ১ লাখ টাকা খরচ হবে। আপনি salary বিষয়ে এখান থেকে ধারনা নিতে পারেন Click This Link

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭

লিখেছেন বলেছেন: অনেক ধন্যবাদ । Accomodation খরচ এত? বলেন কি? একজন single person এর জন্য decent ( but not lavish) থাকার খরচই এত? খাবার ব্যাপারটাও কি তাই? Dubai আসলেই খুব expensive মনে হচ্ছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৩

রফিকুজজামান লিটন বলেছেন: আমার কাছে খুবই expensive শহর মনে হইছে।বাড়ি ভাড়া অনেক বেশি। আপনি ১ রুমের একটা studio flat নিতে গেলে বাংলাদেশী টাকায় প্রতি মাসে ৫০ থেকে ৭০ হাজার টাকা লাগবে। তবে ডিপেনড করবে কোন যায়গায় আপনি থাকবেন।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

লিখেছেন বলেছেন: ও link এর জন্য আবারও ধন্যবাদ ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪

রফিকুজজামান লিটন বলেছেন: আপনাকেও সুস্বাগতম !!

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৯

আমি তুমি আমরা বলেছেন: সুন্দর। ভাল লাগল।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪০

রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ। আপনার প্রপিক সুন্দর লাগছে।

১২| ২৭ শে মে, ২০১৪ সকাল ১১:৫৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ব্যাপক !! :)

২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:১৩

রফিকুজজামান লিটন বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.