![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন প্রকৌশলী।একটা মোবাইল কোম্পানিতে কামলা দিই ।নিজের সুখ দুঃখ শেয়ার করতে চাই সবার সাথে। স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।
*প্রথমে পাস্তা একটি পাত্রে পানিতে সিদ্ধ করতে থাকি।
*অন্য পাত্রে তেলে পেয়াজ, রসুন, মরিচ দিয়ে ভাল করে নাড়তে থাকি যতসময় পর্যন্ত পেয়াজ লালচে না হচ্ছে। কুচি কুচি করে কেটে রাখা ফুলকপি , বাঁধাকপি, ব্রুকলি লালচে পেয়াজের সাথে ভাজতে থাকি। অনেকটা সবজি ভাজি করার মতো। সবজি ভাজি হয় গেলে একটা পাত্রে নামিয়ে রেখে ডিম ভাজি করি (ডিম যেন একসাথে হয়ে না থাকে)।
*চিকেন ফ্রাংক কুচি কুচি করে কেটে গরম তেলে ভাজতে থাকি। লালচে লালচে হয়ে আসলে নামিয়ে রাখি।
*গরম তেলে কুচি কুচি করে কেটে রাখা টমেটো , শুকনা ঝাল , লবন দিয়ে নাড়তে থাকি। একটু নরম হয়ে আসলে পরিমান মতো চিনি দিয়ে নাড়তে থাকি। সস এর মতো হয়ে গেলে নামিয়ে রাখি।
*ফ্রাইপেনে তেল গরম হয়ে আসলে সিদ্ধ পাস্তা, রান্না সবজি, ডিম ভাজি , পাস্তা মসলা দিয়ে নাড়তে থাকি। ২ মিনিট পর টমেটোর সস (রান্না করা) ছেড়ে দিয়ে আর ৫ মিনিট নাড়তে থাকি। খাওয়ার জন্য পাস্তা রেডি। সত্যি বলছি খুবই টেস্টটি হইছে।
[আপনাদের কাছে আরও ভাল আইডিয়া থাকলে শেয়ার করেন প্লিজ]
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮
রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ আরাফআহনাফ , ঠিক করে দিয়েছি।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪
হাসিব০৭ বলেছেন:
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪
রফিকুজজামান লিটন বলেছেন: হাসিব ভাই আর হাইসেন না লজ্জা পাচ্ছি
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: প্যাকেট এর গায়ে লেখা থাকবে কতক্ষণ সিদ্ধ করতে হবে। বাকিটা মর্জি মাফিক। bon appétit
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০২
রফিকুজজামান লিটন বলেছেন: পাস্তা রান্না আমার কাছে বেশ কঠিন মনে হইছে। অনেক আইটেম একসাথে রান্না করতে হয়।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪
রফিকুজজামান লিটন বলেছেন: সোহেল ভাই এর ফর্মুলা : Try adding 'brussel sprout' and 'mushroom'... My recipe is - Fry Onion in the frypan then add brussel sprout, mushroom, capsicum. Let it be soft (~15 /20 mins). Then put Pasta and finally add tomato...
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৫
বেকার সব ০০৭ বলেছেন: রান্না শেষ হলে বাসায় পাঠাই দিয়েন ( যদি রান্না ভাল হয়)
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫
রফিকুজজামান লিটন বলেছেন: এতদূর থেকে কেমনে বাসায় পাঠাই? .... এড্রেস দেন ভার্চুয়ালই পাঠাই দিবনি .......
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০
বেলা শেষে বলেছেন: ...hey good cooking post , beautiful ...we are commig soon for eating....
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
রফিকুজজামান লিটন বলেছেন: sure ......... YouTube দেখে দেখে রান্না শিকতেছি । মাঝে মাঝে আম্মারে ফোন কলে রেখে রান্না করি। কখনই চিন্তা করি নাই নিজে নিজে রান্না করে খেতে হবে
মিসিং পুরনো দিনগুলি
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩
উদাস কিশোর বলেছেন: রান্না পাস্তার ছপি দেন . . . .
একটু ঘ্রাণ লই দেহি
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫
রফিকুজজামান লিটন বলেছেন: ফ্রাইপেনসহ গরম গরম পাস্তার একটা ছবি দিয়েছি।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০২
আরাফআহনাফ বলেছেন: পাস্তা রে ভাই, পাস্তা।
পেস্তা কই পাইলেন?